- হোম
- রেডিও
- ইসলামিক পুস্তক.
- কওমি মাদ্রাসার নেসাব ভুক্ত উর্দু কিতাবাদি
- কওমি সিলিভাস ভুক্ত কিতাবাদি
- উর্দু ইসলামিক কিতাবাদি
- মাদানি নেসাবের কিতাব
- ইসলামিক Mp3 সং
- ওয়াজ নসিহত বয়ান
- কোরআন তেলোয়াত Mp3
- ভিডিও বয়ান ওয়াজ
- ভিডিও ইসলামিক সং
- ইসলামি গল্প
- ইসলামি ঘটনা
- চার ইমাম
- ইসলামি ইতিহাস
- মাসালা-মাসায়েল
- মাযহাব ও তাকলিদ
- প্রশ্ন উত্তর
- যোগাযোগ
- কোরআন এবং হাদিস
- আহলে হাদিস সমাচার
- গুণী মানুষের কিছু বানী
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
কেন মূর্তি সরাতে হবে ? 👤👤👤👤এটা কি ন্যায় বিচারের প্রতীক নয় ?
Emran Hossain Adib
প্রথমত ঢাকা মসজিদের শহর।যার অলি গলি প্রতিনিয়ত পাঁচবার আজানের সুমধুর ধ্বনিতে মুখরিত হয়।অন্যদিকে এটা বিশ্বের তৃতীয় বৃহৎ মুসলিম কান্ট্রি।যেখানে ৯২% মুসলমানের বসবাস।
,
কিন্তু ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়।দিন দিন মূর্তির উৎপাত যেন বেড়েই চলছে।ঢাকা যেন এখন মূর্তির শহর।কারন সুপ্রিম কোর্টের গ্রীক মূর্তি যদি উৎখাত না করা হয়,তাহলে এমন সময় আসবে যখন,ওরা দেশের প্রতিটি জনপদ,অফিস,আদালত মূর্তির দ্বারা আচ্ছাদিত করে ফলবে।তা ছাড়া এখন ঘরে ঘরে খেলনা সহ বিভিন্ন আইটেমের মূর্তি পরিলক্ষিত হয়। তাই এখনি সময়।মূর্তি সরাও,ঈমান বাচাও।
,
এটা কি ন্যায় বিচারের প্রতীক ? একটি মূর্তি কিভাবে ন্যায় বিচারের প্রতীক হতে পারে তা আমার জানা নেই।তবে এটা দ্বারা হিন্দু ধর্মাম্বলিদের মনে তৃপ্তির ঢেঁকুর উঠে। কেননা এটা ওদের পূজার মূর্তি সাদৃশ্য।তাই তারা এটার পক্ষে কথা বলছে।কিন্তু ওরা সংখ্যা লঘূ হওয়া সত্যেও যদি মূর্তি নির্মাণ করা হয়,তাহলে আমরা সংখ্যা গরিষ্ঠ হওয়া সত্যেও কেন মিনারা বা রেহাল নির্মিত কোরআনের ভাস্কর্য তৈরি করা হবেনা ? জাতী জানতে চায়।মূর্তি নির্মাণ করতে চাইলে ইন্ডিয়ায় যাও।এটা বাংলাদেশ একটি মুসলিম দেশ।
,
সবচাইতে বড় বিষয় হচ্ছে ইসলাম প্রতিমা,মূর্তি,ভাস্কর্য সাপোর্ট করেনা।বিশেষ করে মানব বা প্রাণী মূর্তি।কারন শয়তান এই মূর্তি নির্মাণে খোদার ইবাদাত থেকে মানব জাতীকে পথভ্রষ্টতার এক অভিনব পন্থা বাতলিয়ে দিয়ে ধ্বংসের মুখে ঢেলে দিয়েছে।যার দরুন আজ তারা ইসলামের ছায়া থেকে বহু দূরে।যাদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম।
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
নববর্ষ উৎযাপন
নববর্ষ উৎযাপনে কচিং সেন্টারে প্রশিক্ষণ মূলক বালিকার অশ্লীল নৃত্তে হিন্দি গানের রিমিক্স সংয়ে ক্ষুদে সমাজ প্রায় বেপরোয়া।সবাইর দৃষ্টি যেন ক্ষুদে বালিকার দিকে।তাকিয়ে আছে আনমনে।দেখছে তার কোমর বাঁকানো সর্প বীণ বাজানোর ন্যায় তার অভিনব খেলা।
,
অন্যদিকে মাগরিবের আজান দিচ্ছে।কিন্তু সবাই তাকিয়ে আছে নাচলেওয়ালি কন্যার দিকে।আজানের আওয়াজে যাতে ভিগ্নতা সৃষ্টি না হয়,তাই তার সাউন্ড আরো বাড়িয়ে দেওয়া হল।এটা হল নববর্ষ উৎযাপনের প্রস্তুতিমূলক অনুষ্ঠান।
,
নববর্ষ উৎযাপন,মঙ্গল শোভাযাত্রা এটা কি আমাদের দেশের কৃষ্টি কালচার ? নাকি ভিনদেশি প্রথা ঢুকিয়ে দেওয়া হয়েছে ? সহজ সরল মনা মুসলমানদের ঈমান গুলকে ছিনিয়ে নেওয়ার এক অভিনব প্রন্থায়।লাল-সাদা পাঞ্জাবি,আর পান্তা,ইলিশের মাঝে কি কল্যান নিহিত আছে আমার জানা নেই।
,
এক কথায় বলা যায় তরুন সমাজদের সুন্দর পোশাকে সজ্জিত করে বট মুলে কিছু গান আর আড্ডা জমানোর এক অভিনব কলা কৌশল।এর দ্বারা সুধু শয়তানের কিছু ফায়দা অর্জিত হয়।সাথে সাথে ইলিশ বিক্রেতার আকাশ চুম্বি লাভের সুন্দর এক পন্থা।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)