সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭

বাবা সৎ হলে সন্তানও সৎ হবে।


বাবা সৎ হলে সন্তানও সৎ হবে। নেককার পিতার সন্তানও নেককার হয়ে থাকে সাধারণত। আর সৎ পিতা মারা গেলে, তার সন্তানেরা রিযিকেও কষ্টা পায় না। কিছু একটা ব্যবস্থা হয়ে যায়। কুরআন কারীমে মুসা আ. ও খিযিরের ঘটনায় এদিকে ইঙ্গিত আছে। দুই এতিম বালকের রিযিকের ব্যবস্থা করার জন্যে, আল্লাহ তা‘আলা তার দু’জন প্রিয় বান্দাকে অনেকদূর থেকে টেনে এনেছিলেন। খিযির আ. দেয়াল সোজা করে দিয়েছিলেন। যাতে দেয়ালের নিচে থাকা ধনভান্ডার গোপন থাকে। দুই বালক বড় হয়ে কাজে লাগাতে পারে! দুই অখ্যাত বালকের জন্যে কেন এই বিশেষ ব্যবস্থা? আল্লাহ তা‘আলার বানী থেকেই উত্তরটা জেনে নেয়া যাক:
وَكَانَ أَبُـوهُـمَـا صَالِحاً
তাদের দু’জনের পিতা ছিল নেককার (কাহফ) বাবা সৎ হলে সন্তানও সৎ হওয়ার নিশ্চয়তা থাকে। তবে ব্যতিক্রম ঘটনাও আছে। কোনও কোনও নবীর সন্তানও কাফের ছিল। এটা ব্যতিক্রম। তবে কুরআন কারীমের আয়াতের দিকে লক্ষ্য রাখলে, বাবা সৎ থাকাবস্থায় মারা গেলে, সন্তান রিযিকে কষ্ট পাবে না। এটা নিশ্চিত।


মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

আগামী ২৭ ২৮ ২৯ অক্টোবর, মাযলুম ‍মুহাজির ভাইবোনদের খিদমতে হাজির হওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


বিসমিল্লাহির রাহমানির রাহীম
-
প্রলম্বিত বষা ও শীতের আগাম আগমনি, এ-দুয়ের যৌথ প্রকোপে মিশ্র আবহাওয়া তৈরী হয়েছে। কয়েকদিন আগে হয়ে যাওয়া টানা ঝড়-বৃষ্টিতে মাযলুম ভাইদের পাখির বাসার মতো কুঁড়েঘরগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে। মশা শীত বৃষ্টি উদ্দাম বাতাস, এই চারের ধকল সামলাতে পারছে না মাযলূম ভাইবোনেরা। সবকিছু ছেড়ে অাসা ভাইবোনরা প্রচণ্ড মানবেতর জীবন কাটাতে বাধ্য হচ্ছে। শিকার হচ্ছে নানাবিধ রোগে। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে অবুঝ শিশুগুলো। 
-
ছোট ছোট বাচ্চাগুলো শীতে কষ্ট পাচ্ছে। সকাল বেলা মক্তবে আসছে পাতলা ছেঁড়া জামা গায়ে দিয়ে। রাতেও প্লাস্টিকের পাতলা আবরণ ভেদ করে পিনপিনে হাওয়া মাযলুম ভাইদের কষ্টকে বাড়িয়ে দিচ্ছে। 
.
আগামী ২৭ ২৮ ২৯ অক্টোবর, মাযলুম ‍মুহাজির ভাইবোনদের খিদমতে হাজির হওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবারের সফরে তিনদিনব্যাপী বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা ও খাবার প্রদানের পাশাপাশি বিশেষ গুরুত্বের সাথে বিতরণ করা হবে:
১: শিশুদের গুঁড়ো দুধ। 
২: কম্বল। 
আগ্রহী ভাইয়েরা চাইলে নিজ খরচায় সশরীরে অংশগ্রহণ করতে পারবেন। সরাসরি কম্বল গ্রহণ করা হবে। একটা কম্বল কতই হবে! চেষ্টা করলে, একটা কম্বলের ব্যবস্থা সবার পক্ষেই সম্ভব। 
রাব্বে কারীম সবার মেহনতকে কবুল করে নিন।
.
যোগাযোগঃ
মাওলানা রজীবুল হক।
01776288492/01827111127
৮/১ প্রধান সড়ক, মুহাম্মদী হাউজিং লিমিটেড।
১২০৭, মুহাম্মাদপুর ঢাকা।
.
বিকাশ-
01776288492
01713685831
01846752561 
সবই পারসোনাল
.
রকেট- 
017762884932
018315449626

শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

পোশাক নয় তাকওয়া বা পরহেজগারিতা দেখে মানুষকে ভাল-মন্দের সার্টিফিকেট দিন ।


এই লেখাটি পড়ার আগে উপরের ছবি চারটা খেয়াল করুন ৷ 

প্রথম ছবিতে হিজাবের সাথে চোখে চশমা পরা হাস্যোজ্জ্বল যে ভদ্র মেয়েটিকে দেখছেন তিনি একজন খ্রীষ্টান এবং নামকরা পর্নোষ্টার৷ 

দ্বিতীয় ছবিতে দাড়ি পাঞ্জাবি পরা যে ভদ্র লোককে দেখছেন তিনি শিখ সম্প্রদায়ের ধর্ম গুরু রাম রহিম ৷ বর্তমানে দুই ধর্ষণ মামলার রায়ে বিশ বছরের সাজা কাটছেন এবং অভিযোগ ওঠেছে তিনি প্রায় দু হাজার নারীকে ধর্ষণ করেছেন৷

তৃতীয় ছবিতে মুখে দাড়ি মাথায় টুপি পরা যাকে হাতকড়া লাগিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে তিনি একজন ইহুদী৷ তিন বোনকে ধর্ষণের দায়ে তাকে গ্রেফতার করা হয়৷

চতুর্থ ছবিতে অমুসলিমদের উৎসবে সাংবাদিক চুন্নি সাহার পাশে হিজাব পরা দু'জন মেয়ে রঙ মেখে রঙ্গো করছে আর তা দেখে এক মুসলমান দুঃখ করে একটি স্ট্যাটাস দিলো৷

উপরের তিনটি ছবির নিরীখে চতুর্থ ছবির ব্যাপারে এটা স্পষ্ট বলা যায় যে, হিজাব বা দাড়ি টুপি পাঞ্জাবি দেখে বর্তমানে মুসলমান চেনা যায় না। মুসলমান চিনতে হলে তার আখলাক, তাক্বওয়া ও কর্ম দেখা উচিত ।