শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

পোশাক নয় তাকওয়া বা পরহেজগারিতা দেখে মানুষকে ভাল-মন্দের সার্টিফিকেট দিন ।


এই লেখাটি পড়ার আগে উপরের ছবি চারটা খেয়াল করুন ৷ 

প্রথম ছবিতে হিজাবের সাথে চোখে চশমা পরা হাস্যোজ্জ্বল যে ভদ্র মেয়েটিকে দেখছেন তিনি একজন খ্রীষ্টান এবং নামকরা পর্নোষ্টার৷ 

দ্বিতীয় ছবিতে দাড়ি পাঞ্জাবি পরা যে ভদ্র লোককে দেখছেন তিনি শিখ সম্প্রদায়ের ধর্ম গুরু রাম রহিম ৷ বর্তমানে দুই ধর্ষণ মামলার রায়ে বিশ বছরের সাজা কাটছেন এবং অভিযোগ ওঠেছে তিনি প্রায় দু হাজার নারীকে ধর্ষণ করেছেন৷

তৃতীয় ছবিতে মুখে দাড়ি মাথায় টুপি পরা যাকে হাতকড়া লাগিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে তিনি একজন ইহুদী৷ তিন বোনকে ধর্ষণের দায়ে তাকে গ্রেফতার করা হয়৷

চতুর্থ ছবিতে অমুসলিমদের উৎসবে সাংবাদিক চুন্নি সাহার পাশে হিজাব পরা দু'জন মেয়ে রঙ মেখে রঙ্গো করছে আর তা দেখে এক মুসলমান দুঃখ করে একটি স্ট্যাটাস দিলো৷

উপরের তিনটি ছবির নিরীখে চতুর্থ ছবির ব্যাপারে এটা স্পষ্ট বলা যায় যে, হিজাব বা দাড়ি টুপি পাঞ্জাবি দেখে বর্তমানে মুসলমান চেনা যায় না। মুসলমান চিনতে হলে তার আখলাক, তাক্বওয়া ও কর্ম দেখা উচিত ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন