শনিবার, ১১ জুলাই, ২০২০

খেলার মাঠে দর্শক গ্যালারীতে একসাথে তিন বেকার।



এরা তিনজনে মোট চব্বিশ বছর আমেরিকার প্রেসিডেন্ট ছিলো। কিন্তু এদের কেউ টাকা পয়সা চুরি করে নিজেদের নামে সম্পদ করে নাই।তাই এখন বসে বসে বেকার ভাতা খায় আর সেলফি তুলে। এই তিনজন ভিন্ন মতের মানুষ হলেও একটা জায়গায় সবার নীতি এক ছিল- তা হলো আমেরিকার স্বার্থ রক্ষা, তাই স্বজাতির চোখে তারা সমাদৃত। সবচেয়ে বড় কথা, এরা কেউ দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করে নাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন