রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮

ইস্তাম্বুলের একটা হাদীস কনফারেন্সে শাইখ মুফতী আবদুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ[সবার


শাইখ মুফতী আবদুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ  বাংলাদেশের ইলমী ময়দানের জীবন্ত বিপ্লবী এক কিংবদন্তী। হাদীসের সাগরের গভীর এক ইলমী মানুষ! ফিকহের সুক্ষ্মদর্শী এক মুহাক্কিক গবেষক।আরব বিশ্বের অনেক শাইখ বাংলাদেশকে চিনেই উনারই বরকতে।

আরবজাহানের সর্বজনমান্য মুহাদ্দিসগণের অন্যতম ফযীলাতুশ-শায়খ আব্দুল ফাতাহ আবু গুদ্দাহ রহ: এক পত্রে তাঁকে লিখেছেন-

لا تفعلوا عن محبكم الذي دخل الى قلبكم و دخلتم قلبه

অর্থাৎ-" তুমি তোমাকে মহব্বতকারী এই মানুষটিকে ভুলে যেয়ো না, যে তোমার দিলের ভিতরে দাখেল(প্রবেশ) হয়েছে, আর তুমিও তার দিলে দাখেল হয়েছো।"

ইখতেলাফি আলোচনায় অন্যমতের উপর শ্রদ্ধা রেখে ইতিদাল(ভারসাম্য) মেজাজে কিভাবে ইলমী আলোচনা করতে হয় সেই শিক্ষা আমরা উনার থেকে নিতে পারি। 

উনার সবগুলা বই প্রত্যেকেই সংগ্রহ করে পড়বেন।

আমি কিছু নাম দিচ্ছি।

১।ঈমান সবার আগে
২। উম্মাহর ঐক্য পথ ও পন্থা
৩। এসব হাদীস নয়(১)
৪।এসব হাদীস নয়(২)
৫। প্রবন্ধসমগ্র(১ম খন্ড)
৬। প্রবন্ধসমগ্র(২য় খন্ড)

উপরের উম্মাহের ঐক্য কিতাব টা আমি নিজে পড়েছি আর মুগ্ধ হয়েছি। এতো জটিল বিষয় কত সুন্দর করে সমাধান করেছেন। এতো ইখতলাফি বিষয় গুলো কত সুন্দর করে বুঝিয়েছেন
মনে প্রশান্তি কাজ করে। 

আল্লাহ শাইখের নেক হায়াত বৃদ্ধি করে দিক। আমাদের উনার লেখনী থেকে উপকৃত হওয়াত তাওফিক দান করুক। আমীন।

কার্টেসী: মুহতারামা যাইনাব আল-গাযী