শুক্রবার, ৪ মে, ২০১৮

শবে বরাতে ইবাদত করা মুস্তাহাব



💝 ফিকহে শাফেয়ী: ইমাম শাফেয়ী রহ: এর মতে শাবানের ১৫ তারিখ রাতে অধিক দোয়া কবুল হয়ে থাকে ৷ (কিতাবুল উম্ম, খন্ড— ১ম, পৃ: ২৩১) 

💝ফিকহে হাম্বলী: ইবনে মুফলী হাম্বলী রহ:, আল্লামা মনসুর আল বাহুতী, ইবনে রজর হাম্বলী প্রমুখ হাম্বলী উলামায়ে কিরাম এর মতে শবে বরাতে ইবাদত করা মুস্তাহাব ৷ (আল মাবদা, খন্ড— ২, পৃ: ২৭, কাশফুল কিনা, খন্ড— ১, পৃ: ৪৪৫)

💝ফিকহে মালেকী: ইবনে হজ্ব মালেকী রহ: বলেন সালফে সালেহীনগন এই রাতকে যথেষ্ট সম্মান করতেন এবং এর জন্য পূর্ব থেকে প্রস্তুতি নিতেন ৷ (আল মাদখল, খন্ড— ১ম, পৃ: ২৯২)

💝ফিকহে হানাফী: আল্লামা শামী, ইবনে নুজাইম, আল্লামা শরমবুলালী, শাইখ আবদুল হক দেহলভী, মাওলানা আবদুল হক লাখনভী, মুফতী মুহাম্মাদ শফী, মুফতী ত্বাকী উসমানীসহ উলামায়ে হানাফিয়্যা এর মতমত হল, শবে বরাতে শক্তি সামর্থ্য অনুযায়ী জাগ্রত থেকে একাকীভাবে ইবাদত করা মুস্তাহাব ৷ তবে এর জন্য জামাতবদ্ধ হওয়া যাবে না ৷ (আদ— দুররুল মুখতার , খন্ড— ২, পৃ: ২৫)

💝ইবনে তাইমিয়ার অভিমত: লা— মাযহাবী ও খালাফী সম্প্রদায়ের অন্যতম ইমাম আব্দুল আব্বাস আহমাদ ইবনে তাইমিয়া বলেন: ১৫ই শাবানের রাতের ফযিলত সম্পর্কে একাধিক মারফূ হাদীস ও আছারে সাহাবা বর্ণিত রয়েছে ৷ এগুলো দ্বারা এ রাতের ফযিলত ও মর্যাদা প্রমাণিত হয় ৷ সালফে সালেহীনদের কেউ কেউ এ রাতে শফল নামাযের ব্যপারে যত্নবান হতেন ৷ আর শাবানের ব্যপারে তো সহীহ হাদীসসমূহই রয়েছে ৷ (ইকতিযাউস সিরাতুল মুস্তাকিম, খন্ড— ২, পৃ:— ৬৩১)