বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭

তসলিমা নাসরিন বাঁয়ের ছবিটা টুইটারে পোস্ট দিয়েছেন



তসলিমা নাসরিন বাঁয়ের ছবিটা টুইটারে পোস্ট দিয়েছেন। ছবিটা এখনো এক্টিভ আছে। দেখা যাচ্ছে একজন বৃদ্ধ মুসলমান একজন হিন্দু সাধুর গ্লাসে হুইস্কি ঢেলে দিচ্ছেন। তার মানে তিনি বলতে চাইছেন, "হে হে দেখ এই দুইটা কেমন বদ"।
ডানদিকের আসল ছবিটা ঋষি কাপুরের টুইটার একাউন্টে আছে। বৃদ্ধ মুসলমান হিন্দু সাধুর গ্লাসে মিনারাল ওয়াটার ঢেলে দিচ্ছেন। একটা অপূর্ব সামাজিক সম্প্রীতির ছবি। এই সুন্দর একটা ছবি এই মহিলার ফটোশপ করে বিকৃত করার দরকার পড়লো কেন? বড়ই আজিব এবং প্যাথলজিক্যাল তার চিন্তার ক্ষেত্র।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন