মসজিদে নববীতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেহরাব দীর্ঘ ২৫ বছর বন্ধ থাকার পর কাল জুমআর সালাতের মাধ্যমে পূনরায় উন্মুক্ত করে দেওয়া হবে।আগামীকালের জুমআর খুতবা দিবেন শায়খ ড: আবদুল্লাহ আল বুআইজান হাফি:।পচিশ বছর পুর্বে ১৪১৪ হিজরীর ৩০ রমযানের বিত্ র সালাতে নবিজীর এই মেহরাবে দাড়িয়ে সর্বশেষ ইমামতি করেন শায়খ ড: আবদুর রহমান আল হুযাইফি হা:। এর পর এই মেহরাবটি মসজিদে নববীর সম্প্রসারণের কারনে বন্ধ করে দেওয়া হয়। অবশ্য এটি আগামীকাল পরিক্ষামূলক ভাবে চালু হচ্ছে। সার্বিক অবস্থা পর্যালোচনা ও বিবেচনার পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন