আজ ১৯/০৪/২০২০ইং রোজ রবিবার নবিনগর উপজেলার কুড়িঘর গ্রামের মাওলানা জুনায়েদ আহমদ ওনার গর্ভবতী স্ত্রীকে নিয়ে হলিল্যাব হসপিটালে যান৷সিরিয়াল অনুযায়ী যখন ওনার স্ত্রী চেম্বারে ঢুকেন,ডাক্তার বোরকা পরিহিতা মহিলা দেখে কর্কষ ভাষায় বলেন,আপনার স্বামি কি হুজুর ?? ওনি বলে জ্বী,তখন ডাক্তার বলেন তাহলে তো আপনার স্বামি আনসারী হুজুরের জানাযায় গিয়েছে,ওনি বলেন আমার স্বামি এলাকায় খেদমত করেন,জানাযায় যাননি,তখন ডাক্তার রাগত কন্ঠে বলেন,মিথ্যা বলেন আমার সাথে ?? বের হন আমার চেম্বার থেকে,বলে ধাক্কা মেরে চেম্বার থেকে নার্সের মাধ্যমে বের করে দেন৷(অথচ তিনি জানাযায় যায়নি)এবং হসপিটাল কতৃপক্ষকে বলে দেন,কোন হুজুরকে যেন হসপিটালে ঢুকতে না দেন,সকল হুজুর নাকি করোনায় আক্রান্ত৷
ওনি ওনার স্বামিকে নিয়ে হসপিটাল থেকে চলে আসেন,দেশের এই পরিস্থিতিতে আর ডাক্তার না পেয়ে চিকিৎসা না নিয়েই বাড়ি চলে আসেন৷
ব্রাহ্মণবাড়িয়ায় মাটিতে আলেমদের সাথে এমন অমানবিক আচরন সহ্য করা হবেনা ইনশাআল্লাহ৷
শুধু মাফ চাইলে হবে না,প্রশাসন এবং স্বাস্থ অধিদপ্তর যদি ওনাকে শাস্তির সম্মুখিন না করেন,তাহলে যেকোন ধরনের বৈরী পরিস্থিতির জন্য আলেমসমাজ দায়ী থাকবে না৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন