৪ টি কুকুর ও ১ টি চিতাবাঘের মধ্যে দৌড় প্রতিযোগিতা দেয়ার মূল লক্ষ্য ছিলো দ্রুততম ক্ষমতা দেখা।
কিন্তু অবাক করার বিষয় হলো চিতাবাঘ তার জায়গা থেকে এক চুলও নড়েনি।
রেস কো-অর্ডিনেটরকে জিজ্ঞেস করা হলো কি হয়েছে, চিতাবাঘ কেনো দৌড়াচ্ছে না?
তিনি উত্তর দিলেন: কখনও কখনও নিজেকে সেরা প্রমাণ করার চেষ্টা করা অপমানজনক মনে হয়।
কারণ শক্তি দেখানোর জন্য নিচের স্তরে নেমে যাওয়ার কোন দরকার নেই।
চিতা তার গতি ব্যবহার করে শুধুমাত্র শিকার করার জন্য,কুকুরের কাছে প্রমাণ করার জন্য নয়,যে সে সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন এবং শক্তিশালী।
তাই আমাদের সমাজ আর চারপাশে কিছু ইতর,অথর্ব,পরধনলোভী,বেইমান,ছোটলোক,ফালতু সারথীর মানুষের জন্য নিজেকে সেরা প্রমাণ করার কোনই প্রয়োজন নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন