সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭

বাবা সৎ হলে সন্তানও সৎ হবে।


বাবা সৎ হলে সন্তানও সৎ হবে। নেককার পিতার সন্তানও নেককার হয়ে থাকে সাধারণত। আর সৎ পিতা মারা গেলে, তার সন্তানেরা রিযিকেও কষ্টা পায় না। কিছু একটা ব্যবস্থা হয়ে যায়। কুরআন কারীমে মুসা আ. ও খিযিরের ঘটনায় এদিকে ইঙ্গিত আছে। দুই এতিম বালকের রিযিকের ব্যবস্থা করার জন্যে, আল্লাহ তা‘আলা তার দু’জন প্রিয় বান্দাকে অনেকদূর থেকে টেনে এনেছিলেন। খিযির আ. দেয়াল সোজা করে দিয়েছিলেন। যাতে দেয়ালের নিচে থাকা ধনভান্ডার গোপন থাকে। দুই বালক বড় হয়ে কাজে লাগাতে পারে! দুই অখ্যাত বালকের জন্যে কেন এই বিশেষ ব্যবস্থা? আল্লাহ তা‘আলার বানী থেকেই উত্তরটা জেনে নেয়া যাক:
وَكَانَ أَبُـوهُـمَـا صَالِحاً
তাদের দু’জনের পিতা ছিল নেককার (কাহফ) বাবা সৎ হলে সন্তানও সৎ হওয়ার নিশ্চয়তা থাকে। তবে ব্যতিক্রম ঘটনাও আছে। কোনও কোনও নবীর সন্তানও কাফের ছিল। এটা ব্যতিক্রম। তবে কুরআন কারীমের আয়াতের দিকে লক্ষ্য রাখলে, বাবা সৎ থাকাবস্থায় মারা গেলে, সন্তান রিযিকে কষ্ট পাবে না। এটা নিশ্চিত।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন