৪২ মিলিয়ন মার্কিন ডলার প্রতিনিয়ত ব্যয় হচ্ছে ইসলাম বিদ্বেষী কর্মকান্ডের জন্যে এবং টাকার বিনিময়ে নাস্তিকতা নামে ইসলাম বিদ্বেষী ভারাটে সন্ত্রাসী তৈরী করা হয়েছে।
Center For American Progress সংগঠনটি গত ছয় মাস ধরে আমেরিকায় ইনভেস্টিগেশন চালায়। তারা Fear, Inc. The Roots of the Islamophobia Network in America শিরোনামে ১৩৮ পৃষ্ঠাব্যাপী ওদের রিপোর্ট প্রকাশ করে। ওদের রিপোর্ট মতে আমেরিকায় অনেকগুলো সংগঠন মিলে গত দশ বছরে প্রায় ৪২ মিলিয়ন মার্কিন ডলার ব্যায় করে মুসলিম ও ইসলাম বিদ্বেষী কর্মকান্ডের জন্যে।
সংগঠন গুলো হলো :
* Donors Capital Fund
* Richard Mellon Scaife foundations
* Lynde and Harry Bradley Foundation
* Newton D. & Rochelle F. Becker foundations and charitable trust
* Russell Berrie Foundation
* Anchorage Charitable Fund and William Rosenwald Family Fund
* Fairbrook Foundation
এই টাকা গুলো ব্যয় কারা হয় ইসলাম বিদ্বেষী বই , আর্টিকল, ম্যাগজিন, ওয়েব সাইট ও ব্লগ লিখালেখির জন্যে। এদের শীর্ষে আছেন এটলাস সার্গ ব্লগের লেখিকা পাম গেলার, জিহাদ ওয়াচ সাইটের রবার্ট স্পেন্চার, মিডল ইস্ট ফোরামের ডেনিয়েল পাইপ, টেরোরিসম ইনভেস্টিগেট সাইটের স্টিভ এরসন সহ আরো সো কলড এক্সপার্ট যাদের ফক্স নিউজে সবসময় দেখা যায়।এদের ফান্ডিং এবং প্রোপাগান্ডা এতই বিশাল যে এদের তত্বাবোধানে ইন্টারনেটে হাজার হাজার ওয়েবসাইট, ব্লগ, আর্টিকল ও বই লিখে ইসলাম ও মুসলিম বিদ্বেষী প্রচারোনা চালায়। এরা রাইট উইং কনজারভেটিভ ইহুদী জায়োনিস্ট এবং খ্রিষ্টান এভেন্জালিস্ট। এজন্যেই আপনি দেখবেন যে , ইন্টারনেটে ইসলাম/মুসলিম বিরুধী ম্যাটেরিয়াল অনেক বিশাল।
এদের সাথে বিভিন্ন মিটিংয়ে ও কর্মকান্ডে যোগ দেয় সো কলড মুসলিম নামধারী লোকজন ডলারের লোভে। বলতে থাকেন উনারা আগে মুসলিম ছিলেন বা মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন এবং দেখেছেন ইসলাম কত্তো খারাপ!!! নাউযুবিল্লাহ (১৩০ পৃষ্ঠার রিপোর্ট)
Center For American Progress এর রিপোর্ট অনুযায়ী,ইসলামের বিরুদ্ধে conspiracy ছাড়াও, একটি শক্ত নেটওয়ার্ক তৈরি করা হয়েছে যারা পুরো আমেরিকার মানুষের কাছে পৌছানোর ক্ষমতা রাখে,কিছু influential মানুষের মাধ্যমে,মিডিয়া পার্টনার এবং রুট লেভেলের কিছু সংস্থার মাধ্যমে।তাদের কাজ ছিল ভুল তথ্য প্রদান করা,মিস গাইড করা মুসলিমদের এবং Give a rise to Islamophobia।এই ভুল তথ্য প্রদান করা,মিস গাইড শুরু হয় ৫জন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের সংস্থার মাধ্যমে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন