সোমবার, ৫ জুন, ২০১৭

মুক্তিযুদ্ধে বিধর্মী এবং মুক্তমনাদের অবদান কতটুকু ?


Emran Hossain Adib

মুসলমান উনাদের রক্তের উপর দাঁড়িয়েই যে বাংলাদেশ তার প্রমান নাম না জানা লক্ষ লক্ষ মুসলমান ছাড়াও স্বীকৃতিপ্রাপ্ত - 
৭ জন বীরশ্রেষ্ঠ, 
৬৮ জন বীরউত্তম , 
১৭৫ বীর বিক্রম , 
৪২৬ বীর প্রতীকদের 
অর্থাৎ মোট খেতাব প্রাপ্ত - ৬৭৬ জন এর মাঝে মুসলিম হলেন - ৬৭১ জন, বিধর্মী মাত্র - ০৪ জন। সংখ্যা অনুপাতে মুসলিম হলেন - ৯৯.২৬%। 
সুতরাং খেতাবপ্রাপ্ত শহীদের তালিকা অনুযায়ী এটাই প্রমানিত হয় যে যুদ্ধে অংশগ্রহনকারীদের মধ্যে এবং ৩০ লক্ষ শহীদের মাঝে মুসলিমের অনুপাত ৯৯% এরও বেশী।যে দেশের ৯৯.২৬% ধর্মের লোক সে দেশ সৃষ্টির যুদ্ধে বীরত্বের জন্য খেতাব পেয়েছে সে দেশ ধর্ম নিরপেক্ষ যারা বানাতে চায় তারা ইতিহাস সম্পর্কে গন্ডমুর্খ, বকলম। গুটি কয়েক নামধারী মুক্তিযুদ্ধা তারা বলে ধর্ম নিরপেক্ষতার জন্য নাকি এই দেশ স্বাধীন করা হয়েছিল ??? মুক্তি যুদ্দের সময় কয়জন মক্তমনা যুদ্ব করেছিল তা আজও প্রশ্নবিদ্ধ .
মুসলিম জাতি যুদ্ব করেছিল ভাষার জন্য ধর্মনিরপেক্ষতার জন্য নয় .
আজ যারা মুক্তিযুদ্দা সেজে ইসলামের বিরুদ্বে কথা বলে আসলে তারা দেশ প্রেমিক নয় বরং দেশের শত্রু .
আজকে যারা সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকা নিয়ে বলতে চায় যে মুক্তিযুদ্ধ হয়েছিল ধর্ম নিরপেক্ষতার জন্য তারা কি লক্ষ লক্ষ মুসলমানের উপর মিথ্যাচার করছেনা ?
মুসলমান কখনোই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের জন্য জীবন দেয়নি।মুসলমান জীবন দিয়ে দেশ স্বাধীন করেছেন ধর্ম পালনের জন্যই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন