শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭

সুস্থ, সবল দেহ নিয়েও নামাজ না পড়ার জন্য আমাদের কতো কতো এক্সকিউজ থাকে।


June 29 
 সুস্থ, সবল দেহ নিয়েও নামাজ না পড়ার জন্য আমাদের কতো কতো এক্সকিউজ থাকে।ঘুম থেকে জাগতে পারিনা, কাজের চাপ, টেনশান হাবিজাবি। শরীর সামান্য ম্যাজম্যাজ করলে কিংবা হালকা একটু সর্দি কাশি হলেই বিশাল বড় এক্সকিউজ পেয়ে যাই নামাজ ছেড়ে দেওয়ার।
অথচ, এই লোকটিকে দেখুন। দুটি পা থেকেও নাই উনার। নামাজ ছেড়ে দেওয়ার সবচে বড় এক্সকিউজ তো উনিই দেখাতে পারেন। অথচ, পা না থাকা সত্ত্বেও ভর দিয়ে দিয়ে কতো যত্ন সহকারেই না মসজিদে আসেন নামাজ পড়তে এই লোক! কী টান! কী প্রেম প্রভুর প্রতি!
আমরা যদি ৫ ওয়াক্ত ফরজ (অবশ্য পালনীয়। ছাড়াছাড়ি নাই) নামাজের গুরুত্ব অনুধাবন করতে পারতাম 

একজন শায়েখকে জিজ্ঞেস করেছিলাম, আমরা অধিকাংশ মুসলিমরা সিজনাল মুসল্লী কেনো? শুক্রবারের জুমা, দুই ঈদের সালাত আর শবে বরাত আর ক্বদর ছাড়া মসজিদগুলো হাহাকার করে মুসল্লী শূন্যতায়। কিন্তু কেনো?
শায়েখ একটি মুচকি হাসি দিয়ে বলেছিলেন,- 'Part time muslim can't defeat full time Shaytan'...

আসলেই তাই। আমরা সিজনাল মুসল্লীরা শুক্রবারের জুমা আর ঈদের সালাত পড়ে ভাবি, - বহুত বড় নেকক্বার বনে গেছি।
অথচ, আমরা ইবাদতে পার্ট টাইম হলেও, শয়তান কিন্তু আমাদের পেছনে ফুল টাইম লেগে আছে। বিরতিহীন।
যে ফুল টাইম দেয়, সে-ই সাকসেসফুল হবে। সোজা হিসাব! আহা! যদি আমরা বুঝতাম 

ছবিটি আজকের আসরের ওয়াক্তে চাঁদপুরের হাজীগঞ্জ বড় মসজিদ থেকে তোলা....
ছবিটি তুলেছেন MoNir ভাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন