শনিবার, ১১ জুলাই, ২০২০

খ্রিষ্টানদের চার্চ বিক্রি হওয়া খুব স্বাভাবিক বিষয়।



মুসলমানরা যেমন চিন্তা করে, তাদের মসজিদ প্রজন্মের পর প্রজন্ম শেষ অবধি থাকবে,খ্রিস্টানদের মধ্যে তেমন চিন্তাধারা কাজ করে না।তাই চার্চগুলোতে যখন প্রার্থনাকারী আসা শূণ্য হয়ে যায় কিংবা ডোনেশন সংগ্রহ করতে না পারে,তখন চার্চ কমিটি তা বিক্রি করে দেয়।আপনি যদি গুগলে Churches for Sale লিখে সার্চ দেন, তবে হাজার হাজার চার্চ বিক্রির খবর পাবেন।

(চার্চ ক্রয় করতে -https://bit.ly/323YaG6)

এই চার্চগুলো ক্রয় করে আপনি বিভিন্ন কাজে লাগাতে পারেন।
কেউ বাড়ি বানায়, কেউ মিউজিয়াম বানায়, কেউ অফিস বানায়, কেউ স্কুল বানায়,
আবার অনেক মুসলমান সেগুলো কিনে মূর্তি ছবি আর ক্রুশ সরায় তাকে মসজিদ বা নামাজ ঘরও বানায়। যেমন-
নিউইয়র্কে (সাইরাকুস) বিক্রিত চার্চ হলো মসজিদ- https://youtu.be/Fi5m5YzFzDQ
নিউইয়র্কে (বাফালো) বিক্রিত চার্চ হলো মসজিদ- https://youtu.be/2aw62_-I2B0
ফ্রান্সে বিক্রিত চার্চ হলো মসজিদ - https://youtu.be/l82jXj5tHos

আসলে এগুলো ইউরোপ আমেরিকায় খ্রিস্টানদের জন্য কোন সমস্যা না,
সমস্যা হচ্ছে, এক শ্রেণীর সেক্যুলার নামধারী মুসলিমবিদ্বেষী আছে, যারা এটা নিয়ে রাজনীতি করতে চায়। বলে- “দেখো মুসলমানরা কত খারাপ, তারা খ্রিস্টানদের চার্চকে মসজিদ বানাইছে।
আর ভাই, খ্রিস্টান যদি তার সম্পত্তি বিক্রি করে দেয়, তবে সেটা কিনে নেয়ার মধ্যে কোন অন্যায় তো দেখি না। তার সম্পত্তি তো জোর করে দখল করা হয় নাই। বরং কিনে নিয়ে ঐ খ্রিস্টানদের উপকারই তো করা হলো।
এরপর ক্রয়কারী তার সম্পত্তি কি বানাবে, বাড়ি বানাবে নাকি মসজিদ বানাবে, সেটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এখানে কারো নাক গলার অধিকার নাই।

একদলকে দেখতেছি, যারা তুরস্কের আয়া সোফিয়ার ঘটনাকে ভারতের বাবরী মসজিদের সাথে লাগায় দিতে চাইতেছে।আরে ভাই, বাবরী মসজিদ কিভাবে উগ্রহিন্দুত্ববাদী ভেঙ্গে দখল করছে, সেটার ভিডিও এখন অনলাইনে পাওয়া যায় (https://youtu.be/k-bhAFsnv2s)। সেই ঘটনাকে কেন্দ্র করে ১৯৯২ সালে সারা ভারতের দাঙ্গায় সহস্রাধিক মুসলমানকে হত্যা করে উগ্রহিন্দুত্ববাদীরা। একটা বৈধ ক্রয়ের সাথে গুন্ডামিপনার যোগসূত্র কিভাবে মিলে, তা আমার মাথায় আসে না।

আসলে তুরস্কের আয়া সোফিয়াকে নিয়ে প্রকৃত তর্কের বিষয় ছিলো-৮৫ বছর আগে উগ্র সেক্যুলার কামাল পাশা কেন অন্যায়ভাবে মসজিদকে মিউজিয়াম বানালো।কিন্তু অনেক সেক্যুলার সেই প্রসঙ্গ এড়িয়ে, ৬শ’ বছর আগে মুসলমানরা কেন গির্জা ক্রয় করে মসজিদ বানালো, সেটাকে অন্যায় হিসেবে উপস্থাপন করছে।
মানে নিজেদের দোষ ঢাকতে মুসলমানদের দোষী বানানো।
আর কিছু না।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন