শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭

হজ্জ করার তীব্র বাসনা


Emran Hossain Adib
ড্রোন দিয়ে ভিডিও ধারন করছিল। হঠাৎ ড্রোনটি এক বৃদ্ধ লোকের বাড়ীতে গিয়ে পড়লো। ঘটনাটা ঘানার এক গ্রামের। বৃদ্ধ খুব গরীব । নাম: আল হাসান আবদুল্লাহ। সাংবাদিক ড্রোনটি আনতে গেলে দেখেন, সে বৃদ্ধ খুব অবাক হয়ে ড্রোনটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। ড্রোনটি দেখছেন খুব নিবিড়ভাবে। সহজ সরল বৃদ্ধ লোকটি উচ্ছ্বাসিত কণ্ঠে সাংবাদিককে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এটা কি আমাকে হজ্জ করার জন্য মক্কা নিয়ে যেতে পারবে?' আহা! 

লোকটার চোখে মুখে ছিল হজ্জ করার তীব্র বাসনা। তিনি কি আর জানেন এই ড্রোনে মানুষ উঠতে পারেনা! যেহেতু জিনিসটা উড়ে তাই তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন বাই চান্স যদি যাওয়া যায়। তিনি ড্রোন কি তা হয়তো বুঝেনও না। 

সাংবাদিক সে ড্রোন হাতে সে বৃদ্ধের ছবি আর তার হজ্জে যাওয়ার তীব্র ইচ্ছার কথা টুইটারে পোস্ট করেন।
ছবিটি ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। তুরস্ক সরকার লোকটির সাথে যোগাযোগ করে এবং'তার হজ্জে যাওয়ার যাবতীয় খরচ বহন করে।
ঘটনাটা এবারের হজ্জের। আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করেছেন। 

ক্বাবার সামনে দাড়িয়ে হৃদয়ের সমস্ত আবেগ আর ভালবাসা দিয়ে 'লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক' বলে মহান রবের কৃতজ্ঞতা আদায় করতেই হজ্জে যেতে পেরেছেন সে বৃদ্ধ। যা তার দ্বারা সম্ভব ছিলো না। কিন্তু ঐ যে, আল্লাহ্‌ কার ইচ্ছা কিভাবে পূরণ করেন তা কি আর অনুমান করা যায়!

আল্লাহ্‌ আমাদেরকে এমন ইচ্ছা পূরণ করার তৌফিক দিন। "আমীন"


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন