বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭

আরাফার খুতবা ২০১৭


খতিব: শায়খ সা’দ বিন নাসের আশ শিছরি
অনুবাদ: মহিউদ্দীন ফারুকী

হামদ সালাতের পর, হে মুমিনগন তোমরা তাকওয়া অর্জন কর। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ তোমরা তাকওয়া অর্জন করা। আল্লাহ যা নির্দেশ করেছে তা মনতে চেষ্টা কর। আল্লাহর সাথে কাউকে ডেকোনা। তাওহীদ হচ্ছে মুসা, ঈসা ও মুহাম্মদের দ্বীন।তাহাওহীদ হচ্ছে, আল্লাহকে এক ইলাহ বলে মানা। তার সাথে কাউকে ডাকা যাবেনা। হে মানুষ সকল, নিশ্চেই নাজাত ও মুক্তির পথ হচ্ছে ঈমান। রাসূল স. আরকানুল ঈমানেএর কথা বলতে গিয়ে তিনি বলেন, আল্লাহ তাআলার উপর ঈমান আনা। রাসুলদের প্রতি ইমান আনা। কিতাবের প্রতি ইমান আনা। হে মুমিনগণ, সলাত হচ্ছে দ্বীনের খুটি। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজের হেফাজত কর। যাকাত আদায় কর। এতে রয়েছে হৃদয়ের পবিত্রতা।চতুর্থ রুকন হ্েচছ, সিয়াম পালন করা। পঞ্চম রুকন হচ্ছে, হজ্জ আদারয় করা। হজ্জে মাবরুরের প্রতদান হচ্ছে একমাত্র জান্নাত। রাসুল স. হজ্জ আদায় করেছেন। তিনি তার সে হজে সকলের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন।হে মুমিনগন, দ্বীনে সৌন্দর্যের অন্যতম হচ্ছে একে অপরকে সাহায্য করা । ইহসান ও একে অপরের প্রতি দয়া করা।শরীয়ত বাবা মার সাথে সুন্দর আচরণ দিতে নির্দেশ করেছেন। সন্তানদের সাথে ভাল আচরণ করতে নির্দেষ দিয়েছেন। সাতে সাথে খারাপ কাজ ও ফাহেশা থেকে নিশেধ করেছেন ।নিশ্চয় প্রত্যেক মুসলিম নিরাপত্তার সহযোগী। একজন মুমিন রক্ত ঝরাতে পারেনা। যেখানে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা অন্যায়ভাবে একে অপরের রক্ত ঝড়িওনা। মুমিনের কাজ হচ্ছে ওয়াদা ঠিক রাখা। অঙ্গীিকার ভঙ্গ না করা।মুমিনের কাজ হচ্ছে ওয়ালিউল আমরের কথা ঠিকভাবে মান্য করা। ফিকরের নিরাপত্তা বা আমন ফিকরির ব্যাপারের সচেতন থাকতে হবে। শরীয়ত সারা পৃথিবীতে নিরাপত্তা ও আমন ব্যাপকভাবে ছড়াতে নির্দেশ দেয়। আল্লাহ তাআলা বলেছে, তারাকি দেখেনা যে আল্লাহ তাআলা হারামকে নিরাপদ বানিয়েছেন। আল্লাহ তাআলা ফিলিস্তিন ও বায়তুল মুকাদ্দিস কে নিরাপদ রাখুন।রাসুল স. তার ভাষনে বলেন, জাহিলিয়াতের সকল বিষয় আমার পায়ের নীচে রাখা হলো। অতএব কোনধরণের জাহিলি কাজ ইসলাম সমর্থন করেনা। হজ্জ হচ্ছে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর জন্য হজ ও ওমরা কর। অতএব এখানে কোন ধরনের দলীয় ব্যানার ও মিছিল বা প্রচারেরর কোন সুযোগ নেই।হে শাসকবর্গ, তোমাদের সামনে কোরআন রয়েছে। শাসনের জন্য, দেশষ পরিচালনার এই কুরআনই যথেষ।হে ওলামায়ে কেরাম, আপনাদের সামনে রয়েছে কুরআন ও সুন্নাহ, অতএব সবকল ক্ষেত্রে করআন সুন্নাহর অনুষ্মরণ করতে চেষ্ঠা করুন। মিডিয়া কর্মিগণ, আপনারাও দ্বীনের জন্য কাজ করতে চেষ্টা করুন। মুরব্বি ও পিতা মাতাগণ, সন্তানের ব্যপারে সতর্ক হোনহে হাজিগণ, আপনরা সকলেই মর্যাপূর্ণ স্থানে রয়েছেন। মর্যাদপূর্ণ সময়ে রযেছেন। আজ ইয়াওমু আরাফা। দোআ কবুল হওয়ার সময়। নিজেদের জন্য চাইতে থাকুন। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুসলিম ভায়ের জন্য দোআ করুন। হে আল্লাহ, তুমি খাদেমূল হারামাইনের হায়াতে বরকত দান কর। হে আল্লাহ তুমি হাজিদের হজকে কবুল কর। তাদেরকে নিরাপদে রাখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন