মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭

ওহে বোন,

Emran Hossain Adib

,
তুমি আজ তার পুত্রকে তোমার প্রতি দুর্বল করে তোমার শাশুড়ির উপর নির্যাতন করে চলছ। তাহলে সেদিন বেশি দুরে নয় তোমার পুত্রবধূরাও তোমার সাথে ঐরুপ আচরণ করবে।যেমনটি তুমি আজ তোমার শাশুড়ির সাথে করছ। 
,
আর শাশুড়ি যদি তার পুত্রবধূকে মেয়ের মর্যাদায় স্থান দিয়ে আগলে রাখে।নিজ মেয়ের ন্যয় তার ত্রুটি না ধরে ক্ষমা করে শুধরিয়ে দেয়। তাহলে আশা করা যায় সেই সংসারে শান্তি আসবে।অন্যথয় আপনার পুত্র বধূ যদি আপনার সন্তান কে তার প্রতি দুর্বল করে ফেলে,তাহলে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন।কারন আপনার পুত্রবধূ আপনার পুত্রকে ফুঁসলিয়ে আপনাকে বৃদ্ধাশ্রমের বাসিন্দা বানিয়ে দিবে। 
 ,
আর পুত্র বধূদের উচিত শাশুড়িকে নিজ মায়ের মর্যাদায় স্থান দিয়ে তার দেখবাল করা।কেননা সে তো আপনার স্বামীর মা, তার অমর্যাদা করা মানে তার পুত্রকে অবমূল্যায়ন করা।তাই তার যথাযথ মূল্যায়ন করা চাই। 
,
তাই এখন থেকে হিন্দি সিরিয়ালের সেই ঝগড়ার প্রাকটিস বাদ দিয়ে সুন্দর জীবন গড়ে তুলুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন