শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭

ওয়েলিং ওয়ালের সামনে কয়েকজন ইহুদি।


পরিণত হয়েছে। 
ওয়েলিং ওয়ালের সামনে কয়েকজন ইহুদি। আমরা যেমন মক্কায় যাই, তারাও আসে এই ওয়ালের কাছে। আরবীতে এটাকে (حائط البراق) বলা হয়। ইংরেজিতে বলে Western Wall। 
.
ওয়ালটা আসলে কুদস শরীফের পশ্চিম পাশ্বস্থ সীমানা প্রাচীর। এটা মুসলমান ও ইহুদি উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ। মুসলমানরা মনে করে, এই ওয়ালের সাথে নবীজি সা. মেরাজের রাতে বোরাক বেঁধেছিলেন। ইহুদিরা মনে করে, সুলাইমান আ. যে মসজিদ নির্মাণ করেছিলেন, সেটা কালের গর্ভে হারিয়ে গেলেও, সে মসজিদ থেকে একমাত্র 
এই ‘ওয়ালটা’ই অক্ষত থেকে গেছে। তাই এখানে এসে তারা দু‘আ করে। মুনাজাত করে। দেয়ালের খাঁজে খাঁজে নিজের ইচ্ছার কথা লিখে চিরকুট গুঁজে রাখে। বিশ্বের বড় কেউ ইসরায়েলে বেড়াতে এলে তারা মেহমানকে এখানে একবার হলেও নিয়ে আসে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন