Emran Hossain Adib
খুবই_জরুরী_বিষয়: যদি কারো পরিচিত এমন কেউ থাকে যার হাটুর উপরে অথবা নিচের দিকে পা কাটা আছে, তাকে অবশ্যই "পংগু হাস্পাতালের, ৩য় তলায় (শ্যামলি, ঢাকা)" এসে যোগাযোগ করতে বলবেন। সেখানে বিনামূল্যে কৃত্রিম পা লাগানো হবে। এ কাজের জন্য বিদেশ থেকে এক্সপার্টরা আসছেন এবং তাঁরা সম্ভবত ১৫ অক্টোবর পর্যন্ত থাকবেন। যদি কারো পরিচিত জনের এই সমস্যা থাকে তাহলে আজকেই চলে আসুন। একজন শারীরিক প্রতিবন্ধীকে সহযোগীতা করতে এই পোস্টটি যতো বেশি সংখ্যক শেয়ার/কপি-পেস্ট করুন যাতে সঠিক ব্যক্তির কাছে খবরটি দ্রুত পৌঁছাতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন