কুরবানি দিচ্ছেন, পঁয়ত্রিশতম উসমানি সুলতান মুহাম্মাদ (৫ম)। তিনি মুহাম্মাদ রাশাদ নামেও পরিচিত। তার মেয়াদকাল ছিল ১৯০৯-১৯১৮। তার আগের সুলতান আবদুল হামীদ ২য়। মুহাম্মাদ রাশাদ ছিলেন প্রতিকী সুলতান। কার্যত তার হাতে কোনও ক্ষমতা ছিল না। সামরিক অফিসারদের হাতেই সবকিছুর নিয়ন্ত্রণ ছিল।
.
উসমানি সালতানাত প্রতিষ্ঠা হয়েছিল ১২৯৯ সালের দিকে। গাযি উসমানের হাতে। মুস্তাফা কামালের হাতে এই সালতানাতের বিলুপ্তি ঘটে ১৯২৪ সালে। সর্বশেষ সুলতান ছিলেন আবদুল মাজীদ (২য়)। তাকে ক্ষমতা থেকে অপসারণ করে, প্যারিসে নির্বাসিত করা হয়। তিনি প্রায় বিশ বছর প্যারিসে নির্বাসিত থাকেন। মৃত্যুর পর তাকে মদীনা মুনাওয়ারায় দাফন করা হয়।
.
১২৯৯ সালে শুরু হলেও, তখনো খিলাফাহ ছিল মিসরে মামলুকদের অধীনে। নবম সুলতান সলীম (১ম) ১৫১৭ সালে নিজেকে খলীফা হিশেবে ঘোষণা দেন।
.
মুসলিম উম্মাহ প্রায় পুরোটা সময়ই কাটিয়েছে কোনওনা কোনও খিলাফাহর অধীনে। খিলাফাহ প্রতিষ্ঠা করা উম্মাহর উপর ওয়াজিব। খিলাফাহ প্রতিষ্ঠা হলে, খলীফাকে বাইয়াত দেয়াও সমান ওয়াজিব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন