বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

কুরআন কারীমে খেজুরের অাঁটি সম্পর্কিত তিনটা শব্দ ব্যবহৃত হয়েছে:



(১) কিতমীর (القطمير)। খেজুরের অাঁটির উপরের পাতলা আবরণ।
 
(২) ফাতীল (الفتيل)। খেজুরের অাঁটির ফাটলের মধ্যে সুতোর মত পাতলা লম্বা একটা ‘রেশা’।
 
(৩) নাকীর (النقير)। খেজুরবিচির পিঠে খেয়াল করলে দেখা যাবে, ছোট্ট একটা বিন্দু আছে, সেটাকে খোঁচা দিলে ক্ষুদ্র এক ছিদ্র বের হয়। এটাই নাকীর। কুরআন কারীমে তিনটা শব্দই মূল অর্থ বোঝানোর জন্যে ব্যবহৃত হয়নি। অতি তুচ্ছ, সামান্য পরিমাণ বা নগন্য বস্তু বোঝানোর জন্যে ব্যবহৃত হয়েছে। এই তিনটা শব্দ বারবার মুখস্থ বারবার ভুলি! আশা করি এবার থেকে আর ভুলব না। ইনশাআল্লাহ!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন