উটের পুরো দেহকাঠামোই বিস্ময়কর। প্রতিটি অঙ্গই আল্লাহ তা‘আলা আজীব নিপুণতার সাথে সৃষ্টি করেছেন। উটের চোখের পাতায় সুঘন পাপড়ি আছে। পাপড়ির উপরে অতিরিক্ত লম্বা লম্বা পশম আছে। মরুভূমিকে বালুঝড় উঠলে, উড়ন্ত বালু এসে চোখে আঘাত আনতে পারে না। বালুঝড়ে উপরের পশমের আড়ালে চোখ বন্ধ না করেও কাছে দুরের দৃশ্য অনায়াসে দেখতে পায়। উটের চোখে তৃতীয় আরেকটা পাপড়ি আছে। এই পাপড়ির উটের চোখকে গনগনে সূর্যের কড়া উত্তাপ থেকে সুরক্ষা দেয়। মরুর ছাতিফাটা রোদেও পথ চলতে বেগ পেতে হয় না।
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন