আমাদের সমাজে দেখা যায় অনেক লোক তাদের সামনে দিয়ে লাশ নিয়ে গেলেও তারা জানাযার নামায পড়তে যায় না। তার একটাই কারন তারা জানাযার নামায পড়ার ফযীলত জানে না। তারা যদি জানাযার নামায পড়ার ফযীলত জানত তাহলে তারা জানাযার নামায পড়ার প্রতিযোগিতা দিতো।
তই আজ আমি আপনাদের সামনে আলোচনা করব , জানাযার নামায পড়ার ফযীলত কি।
আসুন দেখি এ বিষয়ে হাদীস কি বলে।
، ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ، ﻗَﺎﻝَ ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ “ ﻣَﻦْ ﺻَﻠَّﻰ ﻋَﻠَﻰ ﺟَﻨَﺎﺯَﺓٍ ﻓَﻠَﻪُ ﻗِﻴﺮَﺍﻁٌ ﻭَﻣَﻦْ ﺗَﺒِﻌَﻬَﺎ ﺣَﺘَّﻰ ﻳُﻘْﻀَﻰ ﺩَﻓْﻨُﻬَﺎ ﻓَﻠَﻪُ ﻗِﻴﺮَﺍﻃَﺎﻥِ ﺃَﺣَﺪُﻫُﻤَﺎ ﺃَﻭْ ﺃَﺻْﻐَﺮُﻫُﻤَﺎ ﻣِﺜْﻞُ ﺃُﺣُﺪٍ ” . ﻓَﺬَﻛَﺮْﺕُ ﺫَﻟِﻚَ ﻻِﺑْﻦِ ﻋُﻤَﺮَ ﻓَﺄَﺭْﺳَﻞَ ﺇِﻟَﻰ ﻋَﺎﺋِﺸَﺔَ ﻓَﺴَﺄَﻟَﻬَﺎ ﻋَﻦْ ﺫَﻟِﻚَ ﻓَﻘَﺎﻟَﺖْ ﺻَﺪَﻕَ ﺃَﺑُﻮ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﻓَﻘَﺎﻝَ ﺍﺑْﻦُ ﻋُﻤَﺮَ ﻟَﻘَﺪْ ﻓَﺮَّﻃْﻨَﺎ ﻓِﻲ ﻗَﺮَﺍﺭِﻳﻂَ ﻛَﺜِﻴﺮَﺓٍ
অর্থ, আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সালাতুল জানাযা আদায় করে তবে তাঁর এক কীরাত নেকী লাভ হবে। আর যে জানাযার পিছনে পিছনে যাবে এবং দাফনও সম্পাদন করবে তার জন্য দুই কীরাত নেকী হবে। এর একটি বা ছোটটি হ’ল উহুদ পাহাড়ের সমান। রাবী আবূ সালামা বলেন, আমি ইবনু উমার রাদিয়াল্লাহু আনহ-কে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি আয়িশা রাদিয়াল্লাহু আনহা-এর কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করার জন্য প্রেরণ করেন। তখন আয়িশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আবূ হুরায়রা সত্য বলেছেন। ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু (এই কথা জেনে) বললেন, অনেক কিরাত আমরা বিনষ্ট করেছি। (তিরমিজী হাদিস নম্বরঃ ১০৪০, ইবনু মাজাহ ১৫৩৯, বুখারি, মুসলিম,)
দেখুন এ হাদীসে রাসূল সাঃ কি বলে, যারা জানাযার নামায আদায় করবে সে এক কীরাত নেকী লাভ করবে। আর যে জানাযার পিছনে পিছনে যাবে এবং দাফনও সম্পাদন করবে তার জন্য দুই কীরাত নেকী হবে। এর একটি বা ছোটটি হ’ল উহুদ পাহাড়ের সমান।
আজ আমরা এমন একটা লাভের কাজ না করে বসে থাকি।
এ বিষয়ে আবু হুরায়রা রাঃ এর থেকে আরো একটি হাদীস বর্ণিত আছে।
ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻣُﺤَﻤَّﺪُ ﺑْﻦُ ﺑَﺸَّﺎﺭٍ، ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺭَﻭْﺡُ ﺑْﻦُ ﻋُﺒَﺎﺩَﺓَ، ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻋَﺒَّﺎﺩُ ﺑْﻦُ ﻣَﻨْﺼُﻮﺭٍ، ﻗَﺎﻝَ ﺳَﻤِﻌْﺖُ ﺃَﺑَﺎ ﺍﻟْﻤُﻬَﺰَّﻡِ، ﻗَﺎﻝَ ﺻَﺤِﺒْﺖُ ﺃَﺑَﺎ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﻋَﺸْﺮَ ﺳِﻨِﻴﻦَ ﻓَﺴَﻤِﻌْﺘُﻪُ ﻳَﻘُﻮﻝُ ﺳَﻤِﻌْﺖُ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳَﻘُﻮﻝُ “ ﻣَﻦْ ﺗَﺒِﻊَ ﺟَﻨَﺎﺯَﺓً ﻭَﺣَﻤَﻠَﻬَﺎ ﺛَﻼَﺙَ ﻣَﺮَّﺍﺕٍ ﻓَﻘَﺪْ ﻗَﻀَﻰ ﻣَﺎ ﻋَﻠَﻴْﻪِ ﻣِﻦْ ﺣَﻘِّﻬَﺎ ”
অর্থ , আবূল মুহাযযাম (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি দশ বছর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর সংসর্গে কাটিয়েছি। তিনি বলেছেন আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যে ব্যক্তি জানাযার পিছনে চলবে এবং তিনবার তা বহন করবে সে ব্যক্তি তার উপর আরোপিত জানাযার হক আদায় করে দিতে পারল। ( তিরমিজী হাদিস নম্বরঃ ১০৪১, মিশকাত ১৬৭০)
তাই সকলের কাছে আশা রাখব, যেখানে যে অবস্থায় জানাযার নামায হতে দেখবেন সেখানে নামায পড়তে দাড়িয়ে যাবেন।
হে আল্লাহ, আমাদের সবাইকে আমল করার তাওফীক দারুন।
আমীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন