Assalamualikum,
Hazrat asha kori allah paak er osheh meherbani te valo achen.Doa kori allah paak apnar ai deeni khedmot ar moddhe borkot daan korun aar somosto kharbi abong dushmon ar dushmoni theka hefajot korun.Ahle haq media ar Badri komitir member hota chaai.Doa korben khub taratari jeno Ashte pari.
Ami akti private university theka Engineering pass korachi.Student life a bivinno porikkhate kokhon o kokhon o a Ashe pasher student der kaach theka olpo sholpo dekha dekhi korechi othobo kokhon o kokhon olpo sholpo nokol korechi.Aishob karon a amar dara shoriot ar ki hukum longhon hoye che?Allah paak ar kache towba korar poddoti ki hobe?Ai lekahpora theka orjito duniaabi Knowledge k bebohar kora bortomann a chakri korchi.Ai chakrir beton ki halal hobe?
jaani hajar ta proshner uttor dity hoi apnake.Meherbani kora uporukto proshner uttor dila khub upokrito hobo.Allah paak apnake dunia o akhiraat a uttom bodla daan koruk.
Naam prokashe onicchuk.
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যা হবার তাতো হয়েই গেছে। পূর্ববর্তী গোনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন।
আর চাকরীর বিষয় হচ্ছে আপনি যে চাকরীটি করছেন উপরোক্ত পড়াশোনার সার্টিফিকেটের উপর ভিত্তি করে, যদি আপনি উক্ত চাকরীর যোগ্য হন। তাহলে আপনার চাকরী করা সম্পূর্ণ বৈধ। বেতনও বৈধ।
আর যদি যোগ্য না হন, তাহলে যোগ্যতা ছাড়া সার্টিফিকেট অর্জন করার পর উক্ত সার্টিফিকেট দিয়ে চাকরী করা জায়েজ হবে না।
বিঃদ্রঃ
সার্টিফিকেটের সাথে যোগ্যতার কোন সম্পর্ক নেই। অনেকেই আছেন যাদের সার্টিফিকেট নেই, কিন্তু অনেক যোগ্য। আবার অনেকের সার্টিফিকেট আছে, কিন্তু যোগ্য নয়।
তাই আপনার চাকরীটি বৈধ না অবৈধ তার নির্ণয়ের পদ্ধতি হল আপনি উক্ত চাকরীর যোগ্য কি না? সার্টিফিকেট মূল বিষয় নয়। যদি যোগ্য হন, তাহলে চাকরী বৈধ, আর যোগ্য না হন, তাহলে বৈধ নয়।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন