বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬

নারীর প্রকৃত সম্মান ও মর্যাদা ।

রহীমা শিরীন

সৃষ্টিগতভাবে পুরুষ নারী কেউই কারো ওপর কোনরূপ মৌলিক শ্রেষ্ঠত্বের দাবি করতে পারে না। কেউই অপর কাউকে জন্মগত কারণে হীন, নীচ ও ক্ষুদ্র বলে ঘৃণা করতে পারে না। মানব দেহের সংগঠনে পুরুষের সাথে নারীর যথেষ্ট অংশও শামিল রয়েছে। বরং চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে নারীর অংশই বেশি থাকে প্রত্যেকটি মানবশিশুর দেহ সৃষ্টি।ে নারী ও পুরুষ উভয় মিলে মানবতার এক অবিভাজ্য সত্তা। এ প্রসঙ্গে আল্লাহ্ তা’আলা ইরশাদ করেন: “হে মানবম-লী! তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, যিনি তোমাদেরকে এক সত্তা থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে সৃষ্টি করেছেন তার জুড়ি। আর এ উভয় থেকেই অসংখ্য পুরুষ ও নারী ছড়িয়ে দিয়েছেন।” ৪নং সূরাহ্ আন নিসা-১।
অপর আয়াতে মহান আল্লাহ্ আরও বলেন: “হে মানব জাতি! আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি।” ৪৯ নং সূরাহ্ আল হুজুরাত, ১৩।
নারী ও পুরুষ প্রত্যেকেই যে প্রত্যেকের জন্য একান্ত অপরিহার্য, কেউ কাউকে ছাড়া নয়, হতে পারে না, তা স্পষ্টভাবে জানা যায় নিম্নোক্ত আয়াতে।
মহান আল্লাহ্ ইরশাদ করেন: “নিশ্চয় আমি তোমাদের মধ্য থেকে কোন ‘আমলকারীর ‘আমলকে নষ্ট করে দেই না, সে পুরুষই হোক আর নারীই হোক। তোমরা পরস্পর পরস্পর থেকে।” ৩ নং সূরাহ্ আলে ‘ইমরান, ১৯৫।
ইসলামের দৃষ্টিতে নারী ও পুরুষ একই জীবন সত্তা থেকে সৃষ্ট, একই বংশ থেকে উদ্ভূত। দুনিয়ার এই বিপুল সংখ্যক পুরুষ-নারীও সেই একই সত্তা থেকে উদ্ভূত। মৌলিকতার দিক থেকে মানুষ হিসেবে এ দু’য়ের মাঝে কোন পার্থক্য নেই। স্বামী-স্ত্রী একে-অপরের পোশাক। যেমন- মহান আল্লাহর বাণী: “তারা তোমাদের ভূষণ। আর তোমরা তাদের ভূষণ। ২ নং সূরাহ আল-বাক্বারাহ্, ১৮৭।
মূলত: ইসলামের দৃষ্টিতে নারী ও পুরুষ যেন একটি বৃক্ষের দু’টো শাখা। মহানবী (সাঃ) এরশাদ করেছেন: নারীরা পুরুষদের অংশ। সুনান আবূ দাউদ হা: ২৩৫।
মানবজাতির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্ম বা সমাজে নারীর উপযুক্ত মর্যাদা স্বীকৃত হয়নি। সর্বত্রই সে পুরুষের দাসী ও বিলাসিতার সামগ্রী হিসেবে বিবেচিত হয়েছে। সমস্ত প্রাচীন ধর্ম ও আইনে নারী পুরোহিত, স্বামী ও অবিভাবকের চিরন্তন অধীন বলে চিত্রিত হয়েছে। তাদের সকলের মতেই পুরুষকে সন্তুষ্ট করা ও তার তাঁবেদারী করার জন্যই রমণীর সৃষ্টি। ‘রমণ’ করা যায় বলেই নারীর নাম রমণী। সুতরাং রমণী মানেই পরাধীনতা ও পরনির্ভরতার করুণ ইতিহাস। নারী জাতিকে এহেন শোচীয় ও অমর্যাদাকর গহীন গহ্বর থেকে তুলে এনেছে ইসলাম। ইসলামই নারীকে যুগ যুগ সঞ্চিত অপমান-লাঞ্চনা ও হীনতা-নীচতার পুঞ্জীভূত জঞ্জালস্তূপ থেকে চিরদিনের জন্য মুক্তি দান করেছে এবং তাকে যথোপযুক্ত মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। মুছে দিয়েছে তার ললাটস্থ সহস্র শতাব্দীকালের কলঙ্করেখা।
ইসলাম নারীকে তার সঠিক মূল্য দান করেছে। নারীর স্বাভাবিক সুকুমারবৃত্তি ও সহজাত গুণাবলীর বিকাশ সাধনই ইসলামের লক্ষ্য। এজন্য ইসলাম নারীকে ঘরের বাইরে, মাঠে-ময়দানে, হাটে-বাজারে, অফিসে, দোকানে, কলকারখানায়, পরিষদে, সম্মেলনে, মঞ্চে, নৃত্যশালায়, অভিনয়ে টেনে নেয়ার পক্ষপাতী নয়। ইসলাম নারীকে সম্পূর্ণ ভিন্ন কাজের দায়িত্ব নির্ধারণ করে দিয়েছে। ইসলাম নারীর স্বাভাবিক যোগ্যতার সঠিক মূল্য দিয়েছে। দিয়েছে তা ব্যবহার করে তার উৎকর্ষ সাধনের জন্য প্রয়োজনীয় বিধি ব্যবস্থা।
মৌলিক অধিকারে সমতা বিধান। ইসলাম নারীকে মৌলিক অধিকার ভোগ ও ব্যবহার করার ক্ষেত্রে পুরুষের সমান মর্যাদা দিয়েছে। শুধু নির্দেশ দিয়েই নয়, বরং আইন, সমাজ ও রাষ্ট্রে তা প্রতিষ্ঠা করে দিয়েছেন। মহান আল্লাহ ইরশাদ করেন : “হে আদম! তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে যা ইচ্ছা স্বাচ্ছন্দে আহার করো।” ২ নং সূরাহ্ আল-বাক্বারাহ্, ৩৫।
মহান আল্লাহ্ আরও ঘোষণা করেন:
“মহান আল্লাহ্ ও তাঁর রাসূল (সাঃ) যখন কোন বিষয়ে নির্দেশ দেন তখন কোন মু’মিন পুরুষ ও মু’মিন স্ত্রীলোকের জন্য সে ব্যাপারে ভিন্ন সিদ্ধান্ত গ্রহণের অধিকার থাকবে না।” ৩৩ নং সূরাহ্ আল-আহযাব, ৩৬।
অপর আয়াতে আল্লাহ্ তা’আলা আরও ইরশাদ করেন, “পুরুষ বা নারী যে লোকই নেক ‘আমল করবে এবং সে ঈমানদার হলে, তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি অণু পরিমাণও যুলুম করা হবে না।” ৪ নং সূরাহ আন-নিসা, ১২৪।
বস্তুত: ইসলামী শরী’আত পুরুষ-নারী উভয়কেই সম্মান সামাজিক মর্যাদা এবং মৌলিক অধিকারে সমতা দিয়েছে। ইসলাম নারীকে ব্যক্তিস্বাধীনতা দান করেছেন। ইসলামই সর্বপ্রথম নারীর ব্যক্তিত্বের স্বীকৃতি দিয়েছে। আর সামগ্রিক বিষয়াবলীতে তাকে মতামত প্রকাশের অধিকার দান করেছে। তাকে সাক্ষ্যদানের ক্ষমতা প্রদান করা হয়েছে।
রাজনৈতিক ও অর্থনৈতিক মর্যাদা: ইসলামে নারী-পুরুষ উভয়েরই রাজনৈতিক অধিকার ও মর্যাদা স্বীকৃত। যেমন- নারীর বাক-স্বাধীনতা, ভোটাধিকার ও সমালোচনার অধিকার রয়েছে। ইসলামী রাষ্ট্রের প্রত্যেক প্রাপ্তবয়স্কা মহিলা পুরুষের ন্যায়ই ভোটাধিকার লাভ করবে। ইসলাম নারীকে নাগরিক অধিকার দান করে মর্যাদার আসনে বসিয়েছে। ইসলামই নারীকে সর্বপ্রথম অর্থনৈতিক মর্যাদা ও অধিকার দান করেছে।
যেমন- কুর’আনে বর্ণিত হয়েছে- “নারীদের রয়েছে নির্ধারিত অংশ।” ৪নং সূরাহ্ আন্্ নিসা, ৭।
কুর’আনের এ ঘোষণার আলোকে অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের নিম্নলিখিত অধিকারগুলোর স্বীকৃতি রয়েছে। 
১. উত্তরাধিকার : নারী তাঁর পিতা, মাতা, নিকটাত্মীয় ও স্বামীর পক্ষ থেকে উত্তরাধিকার সূত্রে সম্পদ পেয়ে থাকেন। মহান আল্লাহ এ প্রসঙ্গে ঘোষণা করেন : “পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অংশ রয়েছে এবং পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অংশ রয়েছে এবং পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের সম্পত্তিতে নারীদেরও অংশ রয়েছে। তা অল্পই হোক অথবা বেশিই হোক। এক নির্ধারিত অংশ।” ৪নং সূরাহ্ আন্ নিসা, ৭।
২. মোহরের অধিকার: নারী তাঁর স্বামীর নিকট থেকে নির্ধারিত ও সম্মানসূচক অতিরিক্ত আর্থিক নিশ্চয়তা স্বরূপ মোহনার অধিকার পাবেন। এই মোহরানা স্বামী অবশ্যই স্ত্রীকে প্রদান করবেন। এ মর্মে মহান আল্লাহ্র নির্দেশ হচ্ছে: “আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দাও। আর যদি তারা সন্তুষ্ট চিত্তে মোহরের কিছু অংশ ছেড়ে দেয়, তাহলে তোমরা তা সানন্দে ভোগ করো।” ৪নং সূরাহ্ আন্ নিসা, ৪।
৩. ভরণ-পোষণ : নারী বিয়ের পূর্বে অভিভাবক ও বিয়ের পরে স্বামীর নিকট থেকে নিশ্চিতভাবেই ভরণ-পোষণের অধিকার লাভ করে থাকে। মহানবী (সাঃ) এ প্রসঙ্গে বলেন :
‘তুমি যখন খাবে স্ত্রীকেও খাওয়াবে এবং তুমি যখন পরবে স্ত্রীকেও পরাবে।’ [সুনান আবূ দাউদ হা: ২১৪২]
৪. ব্যক্তিগত সম্পদ ভোগ ও ব্যবহার: নারীর ব্যক্তিগত সম্পদ যথা ব্যবসা-বাণিজ্যের নিয়োগকৃত অর্থ অথবা নিজ পরিশ্রমের অর্থ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যাবতীয় অর্থ তারই একান্ত মালিকানাধীন। স্ত্রী যদি তার ধন-সম্পদ ব্যয় করতে চায় কেউ তাকে বাধা দিতে পারবে না। এ মর্মে কুরআনে বর্ণিত হয়েছে :
‘পুরুষগণ যা উপার্জন করে তা তাদের প্রাপ্য। আর নারীরা যা উপার্জন করে তা তাদের প্রাপ্য।’ [৪নং সূরা আন নিসা, ৩২]
মহান আল্লাহ্ আরও ঘোষণা করেন :
‘তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যে স্থানে বাস করো, তাদেরকে সে স্থানে বাস করতে দিয়ো। আর তাদেরকে কষ্ট দিয়ে সঙ্কটাপন্ন করো না।’ [৬৫ নং সূরা আত্্ ত্বালাক্ব, ৬]
অপর আয়াতে মহান আল্লাহ্ আরও বলেন:
‘যে লোককে সচ্ছলতা দান করা হয়েছে, তার কর্তব্য সে হিসেবেই তার স্ত্রী-পরিঝনের জন্য ব্যয় করা। আর যার আয় অল্প তার সেভাবেই মহান আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে খরচ করা কর্তব্য।’ [৬৫ নং সূরা আত্ ত্বালাক, ৭]
৫. ধর্মীয় মর্যাদা: ইসলাম পুরুষের ন্যায় নারীকেও সমানভাবে ধর্মীয় স্বাধীনতা, মর্যাদা ও আধ্যাত্মিক উন্নতি-উৎকর্ষ সাধনের অধিকার দিয়েছে। ধর্মীয় বিধি-বিধান পালন করা যেমন পুরুষের কর্তব্য, তেমনি নারীরও। এ কর্তব্য পালন ও ফল লাভের অধিকারও উভয়ের সম্পূর্ণ সমান। ইসলামে এ ব্যাপারে নারী-পুরুষের কোনরূপ পার্থক্য করা হয়নি। মহান আল্লাহ্ ইরশাদ করেন :
‘পুরুষ বা নারী যে লোকই নেক ‘আমল করবে এবং সে ঈমানদার হলে, তারা জান্নাতে দাখিল হবে এবং তাদের প্রতি অণু পরিমাণ যুল্ম করা হবে না।’ [৪নং সূরা আন্ নিসা, ১২৪]
আল্লাহ্ তা’আলা আরও বলেন: ‘নিশ্চয় আমি নষ্ট করে দেই না তোমাদের মধ্য থেকে কোন ‘আমলকারীর ‘আমলকে, সে পুরুষ হোক, আর নারী হোক। তোমরা একে-অপরের অংশ।’ ৩নং সূরা আল ইমরান, ১৯৫]
৬. স্বামী নির্বাচন: স্বামী নির্বাচনের অধিকার ইসলাম নারীকে দিয়েছে। তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়া মহানবী (সাঃ) নিরুৎসাহিত করেছেন। ইসলামী শারী’আতে উপযুক্ত বয়সের নারী-পুরুষকে অন্যান্য কাজের ন্যায় বিয়ের ব্যাপারেও নির্দিষ্ট সীমার মধ্যে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিয়ে তাদের স্পষ্ট মত ছাড়া সম্পন্ন হতেই পারে না। এ ব্যাপারেও নাবী কারীম (সাঃ) দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন:
পূর্বে বিবাহিত এবং জুড়িহীন নারী বিয়ে হতে পারে না, যতক্ষণ না তাদের কাছ থেকে স্পষ্ট নির্দেশ পাওয়া যাবে এবং অবিবাহিত কুমারী মেয়ের বিয়ে হতে পারে না, যতক্ষণ না তার কাছ থেকে অনুমতি পাওয়া যাবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে মহান আল্লাহ্র রাসূল (সাঃ)! তার অনুমতি কিভাবে পাওয়া যাবে? তখন তিনি বললেন, জিজ্ঞেস করার পর তার চুপ থাকাই তার অনুমতি।’ [সহীহুল বুখারী হা: ৬৯৭০]
উপর্যুক্ত হাদীসের ওপর ভিত্তি করে ইসলামিক স্কলারদের অভিমত হচ্ছে : অভিভাবক পূর্ব বিবাহিত ও অবিবাহিতা মেয়েকে বিয়ে করতে বাধ্য করতে পারবে না। অতএব, পূর্বে বিবাহিতা নারীর কাছ থেকে বিয়ের জন্য রীতিমতো আদেশ পেতে হবে এবং অবিবাহিতা বালেগ মেয়ের কাছ থেকে যথারীতি অনুমতি নিতে হবে।’ [সহীহুল বুখারীর ভাষ্য গ্রন্থ ২য় খণ্ড ১২৮ পৃষ্ঠা]
৭. বিবাহ বিচ্ছেদ: একজন অত্যাচারী, অকর্মণ্য স্বামী থেকে বিবাহ বিচ্ছেদের অধিকার ইসলাম নারীকে দিয়েছে। ইসলাম অন্যান্য সমাজব্যবস্থার মতো কারো অধীনে আজীবন নিগৃহীত হতে বলেনি। ইসলাম নারীকে তার অধিকার রক্ষার ক্ষমতা দান করেছে।
৮. সদাচরণ পাওয়ার অধিকার: ইসলাম নারীকে স্বামীর পক্ষ থেকে সদাচরণ পাওয়ার আইনগত অধিকার প্রদান করেছে। যেমন: কুরআনে বলা হয়েছে : ‘হে ঈমানদারগণ! জোরপূর্বক নারীদের ওয়ারিশ হওয়া তোমাদের জন্য বৈধ নয়। আর তাদেরকে দেয়া মাল থেকে কিছু আদায় করে নেয়ার উদ্দেশ্যে তাদের সাথে কঠোর আচরণ করবে না, যদি না তারা সুস্পষ্ট ব্যভিচার করে। তাদের সাথে দয়া ও সততার সাথে জীবন যাপন করো, যদি তাদেরকে অপছন্দ করো, তবে হতে পারে যে, তোমরা যাকে অপছন্দ করছ, বস্তুত: তারই মধ্যে মহান আল্লাহ বহু কল্যাণ দিয়ে রেখেছেন।’ [৪ নং সূরা আন্ নিসা, ১৯]
৯. পুনঃবিবাহ: কখনো বিবাহ বা তালাকপ্রাপ্তা হলে রমণীর পুনরায় নিজের ইচ্ছামত বিবাহ করার আইনগত মর্যাদা ইসলামে স্বীকৃত রয়েছে।
১০. জীবনের নিরাপত্তা ও জ্ঞান-বিজ্ঞানচর্চা : ইসলাম নারীকে তার জীবন, সম্পদ, ইজ্জত-আবরু, মান-সম্মান ইত্যাদি নিয়ে বেঁচে থাকার পূর্ণ নিরাপত্তা দিয়েছে। কেউ নারীকে উত্ত্যক্ত করতে পারবে না। যারা নারীদের মান-সম্মান বিনষ্ট করতে উদ্যত হয় তারা আইনের দৃষ্টিতে অভিযুক্ত হবে। ধর্মীয় ও বৈষয়িক বিষয়ে শিক্ষা লাভ এবং জ্ঞান-বিজ্ঞানচর্চা করার অধিকার পুরুষের মতো নারীরও রয়েছে। মহানবী (সাঃ) ঘোষণা করেছেন: জ্ঞানান্বেষণ করা প্রত্যেক মুসলিমের ওপর ফরয।’ [সহীহুল বুখারী হা: ২৮৮৩]
এছাড়া ইসলাম নারীকে সামরিক জ্ঞানার্জন করতে উৎসাহিত করেছেন। যুদ্ধক্ষেত্রে নারীরও ভূমিকা রয়েছে। বিভিন্ন যুদ্ধক্ষেত্রে মহানবী (সাঃ) নারীদেরকে সেবার কাজে নিয়োজিত করার জন্য নিয়ে যেতেন। রুবাই বিনতু মু’আব্বিয (রাযি.) বলেন, ‘আমরা মহিলারা রাসূলুল্লাহ (সাঃ)-এর সাথে যুদ্ধে গমন করেছি। আমরা সেখানে লোকদের পানি পান করানো, খিদমত ও সেবা-শুশ্রুষা এবং নিহত ও আহতদের মদীনায় নিয়ে আসার কাজ করতাম।’ [বায়হাকী হা: ৩২৫]
উপসংহারে বলা যায় যে, ইসলামের দৃষ্টিতে নারী ও পুরুষের মতই একই জীবনসত্বা হতে সৃষ্ট, একই বংশ থেকে উদ্ভূত অর্থাৎ- পৃথিবীর সকল নারী-পুরুষ একই আদমের সন্তান। মৌলিকতার দিক দিয়ে ইসলাম নারী-পুরুষের মধ্যে কোন পার্থক্য করে না। ইসলামের দৃষ্টিতে পুরুষ মর্যাদার পাত্র। 
আর নারীরা অবহেলিত এমনটি নয়। ক্ষেত্র বিশেষে নারীরা পুরুষ থেকে বেশি মর্যাদাবান ও সম্মানিত। তা সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন ধর্ম ও সমাজে নারীদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। ইসলাম নারীদেরকে মর্যাদার রাজ সিংহাসনে বসিয়েছে। আজকের বিশ্ব সমাজ ইসলাম প্রদত্ত মর্যাদা ও অধিকারকে উপেক্ষা করে নারী মুক্তির জন্য শ্লোগান তুলছে। অথচ তারা নিগৃহীত নির্যাতি হচ্ছে সর্বত্র। সুতরাং নৈতিক, আত্মিক, সামাজিক, অর্থনৈতিক তথা জীবনের সামগ্রিক ক্ষেত্রে ইসলাম প্রদত্ত নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত করার মধ্যেই তাকে খুঁজতে হবে সত্যিকারের মুক্তির আবেহায়াত।
মহান আল্লাহ্ আমাদের সবাইকে নারীর প্রতি প্রকৃত সম্মান ও মর্যাদা প্রদান করার তাওফিক দান করুন। আমীন!!

সত্যের সৈনিক মুজাদ্দিদে আলফেসানী

অধ্যাপক আশরাফ জামান
শেখ আহমদ মুজাদ্দিদে আল ফেসানী (র.) ১৫৬৪ ঈসায়ী সালের ২৬ মে শুক্রবার ভারতের পূর্ব পাঞ্জাবের অন্তর্গত সারহিন্দ নামক স্থানে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম আবু আল বারাকাত বাদব আল-দীন। তিনি ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হজরত ওমর (রা.) বংশধর। তাঁর পিতার নাম শেখ আব্দুল আহাদ।অল্প বয়সে শেখ আহাদ কুরআনে হাফেজ হন। তারপর বিখ্যাত আলিমের কাছে গিয়ে কুরআনের তাফসীর, হাদীসসহ ইসলামী জ্ঞান অর্জন করেন। মাত্র ১৭ বছর বয়সে তিনি অধ্যাপনা শুরু করেন। দীর্ঘ সময় আগ্রা শহরে বসবাস করেন। বাদশাহ আকবরের সভাসদ ফৈজী ও আবু আল ফাদল এর সঙ্গে তার পরিচয় হয়। কিন্তু দরবারে ইসলাম বিরোধী মনোভাবের পরিচয় পেয়ে শেখ আহমদ তাদের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করেন।আগ্রা থেকে জন্মস্থান সারাহিন্দো ফিরে তিনি পিতার কাছে সূফীবাদে দীক্ষা নেন।বাদশাহ আকবর দীনই ইলাহী নামে দরবারে এক নতুন ধর্মের প্রবর্তন করেন। যা ইসলাম বিরোধী। এছাড়া রাজ্যে ইসলামের আকিদা ও বিশ্বাসকে ধ্বংস করার উদ্দেশ্যে নানা জাতীয় আইন-কানুন প্রবর্তন করেন। এমনকি আকবরের দীনই ইলাহীর প্রতি মুসলমান সমাজের কিছু লোকও বিভ্রান্ত হয়ে পড়ে।শেখ আহমদ (র.) আকবরের ইসলাম বিরোধী কার্যকলাপ ও প্রবর্তিত নতুন ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তাঁর সঙ্গে অনেক মুরীদও এসে যোগ দেন। ফলে মুসলিম সমাজে এক নতুন চেতনার উদ্ভব হয়। বাদশাহ আকবর তার নতুন ধর্মপ্রচারে বাধাগ্রস্ত হন।বাদশাহ আকবরের মৃত্যুর পর তার পুত্র জাহাঙ্গীর সিংহাসনে বসেন। পিতার প্রবর্তিত ইসলাম বিরোধী কার্যকলাপ তার শাসনামলেও অব্যাহত ছিল। তাঁর দরবারে বাদশাহকে সিজদা করার প্রচলন ছিল। শেখ আহমদ এই শেরেকী প্রথা বন্ধ করার জন্য রাজপুরুষ ও সেনাবাহিনীর মধ্যে প্রচার শুরু করলে তাঁর ডাকে অনেক সিপাই ও রাজপুরুষ আকৃষ্ট হলেন।বাদশাহ জাহাঙ্গীর প্রধান উজীর আসাফ খানের প্ররোচণায় শেখ আহমদকে দরবারে ডেকে আনলেন। দরবারে প্রবেশ করে শেখ আহমদ প্রথা অনুসারে বাদশাহকে সিজদা করতে অস্বীকার করলেন। অমাত্যবর্গের কথার উত্তরে তিনি জবাব দিলেন, “এই মস্তক আল্লাহ ছাড়া আর কারও কাছে নত হবে না।”বাদশাহ জাহাঙ্গীর একথা শুনে ক্ষেপে গিয়ে স্বয়ং আদেশ দিলেন সিজদা করার জন্য। কিন্তু তাতেও নির্ভীক কণ্ঠে তিনি উত্তরে একই জবাব দিলেন। বাদশাহ ক্ষীপ্ত হয়ে শেখ আহমদকে গোয়ালিয়া দুর্গে বন্দী করে রাখলেন।শেখ আহমেদের বন্দী হবার খবর পেয়ে কাবুলের শাসনকর্তা মহাব্বত খান সৈন্যসামন্ত নিয়ে রাজধানী আক্রমণ করতে চাইলেন। কিন্তু এ খবর পাবার পর পত্র দ্বারা তাদের নিরস্ত্র করলেন শেখ আহমদ।শেখ আহমদের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেতে থাকলো। তাঁর চরিত্রের দৃঢ়তা আল্লাহর প্রতি ঐকান্তিকতা, অকুণ্ঠ আত্মত্যাগ তাঁকে মহান পুরুষ হিসেবে খ্যাতি এনে দিল। তাঁকে মুজাদ্দিদ বা ধর্ম সংস্কারক এর আসনে অধিষ্ঠিত করা হয়। এজন্য তিনি মুজাদ্দিদে আল ফেসানী হিসেবে সর্বত্র পরিচিত হন।কথিত আছে, একদিন আকস্মিকভাবে সম্রাট জাহাঙ্গীর সিংহাসন থেকে মাটিতে পড়ে যান। এতে ভীত ও পীড়িত হয়ে পড়লেন। কবিরাজের ঔষধপথ্য সকল কিছু ব্যর্থ হলো। তখন মনে তার ভয় জাগলো, মুজাদ্দিদের প্রতি অবিচার জুলুম করার জন্য। তখন তিনি মুজাদ্দিদকে মুক্তিদান করেন, তাঁকে সসম্মানে দিল্লিতে আনা হলো। শাহজাদা শাহজাহান ও আজম আসফ খান রাজধানীর তোরনে এসে তাঁকে অভ্যর্থনা করে নিয়ে গেলেন। রাজপ্রাসাদে গিয়ে প্রথম তিনি বাদশাহকে তাওবা করালেন। তারপর আল্লাহতায়ালার দরবারে দোয়া করলেন। অচিরেই বাদশাহ আরোগ্য লাভ করলেন।শেখ আহমদের ইচ্ছানুসারে রাজ দরবারে সিজদাপ্রথা বাতিল করা হলো। মুসলমানদের জন্য মসজিদ, মাদরাসা প্রতিষ্ঠা করা হলো। ধর্মীয় বিধিনিষেধ বাতিল করা হলো যা ছিল ইসলাম বিরোধী। দরবার সংলগ্ন একটি সুন্দর মসজিদ নির্মাণ করা হলো। বাদশাহ ও তার মুসলিম অমাত্যবর্গ মসজিদে নিয়মিত নামাজ পড়া শুরু করলেন। মুজাদ্দিদের সঙ্গে পরামর্শ করে সম্রাট রাজ্যে নানাবিধ ইসলামী রীতিনীতি প্রচলন করলেন। ১৬২৪ ঈসায়ী সালের ৩০ নভেম্বর সারহিন্দে শতাব্দীর অগ্নি পুরুষ ইসলামী চিন্তাবিদ ও দার্শনিক মুজাদ্দিদে আল ফেসানী ইন্তিকাল করেন।

যুগে যুগে মুসলিম উম্মাহর চিহ্নিত দুশমন

মতিউর রহমান আকন্দ
মহানবী (সা.) মক্কা ছেড়ে মদীনার পথে এগিয়ে চলেছেন, বাতাসের কাঁধে ভর করে এ খবর মদীনায় ছড়িয়ে পড়লো। এ খবর শুনে স্বভাবতই মদীনায় ঔৎসুক্য চরম আকার ধারণ করলো এবং অপেক্ষার মুহূর্তগুলো অসহনীয় হয়ে উঠলো।
ছোট ছোট শিশুদের মুখে পর্যন্ত এ কথাই লেগে ছিল যে, রাসূল (সা.) আসছেন, রাসূল (সা.) আসছেন। লোকরা প্রতিদিন সকালে ঘর থেকে বের হয়ে শহরের বাইরে জমায়েত হয়ে অপেক্ষা করতো। গ্রীষ্মের সূর্য মাথার ওপর এলে এবং রৌদ্র অসহনীয় হয়ে উঠলে আক্ষেপ করতে করতে ঘরে ফিরে যেতো। যে দিন রাসূল (সা.) সত্যি সত্যি এসে পৌঁছলেন, সেদিন যথারীতি তারা জমায়েত হওয়ার পর ঘরে ফিরে যাচ্ছে। সহসা এক ইহুদী এক দুর্গের ওপর থেকে দেখেই সুসংবাদ শোনালো ‘ওহে ইয়াসরিববাসী, ঐ দেখ, তোমরা যে মহামানবের অপেক্ষা করছ, তিনি এসে গেছেন।” সঙ্গে সঙ্গে সমগ্র শহর আল্লাহু আকবার ধ্বনিতে ফেটে পড়লো। তারা হন্তদন্ত হয়ে ছুটলো।
মদীনা থেকে তিন মাইল দূরবর্তী শহরতলীর জনপদ কোবাতে তিনি সর্বপ্রথম আবাসস্থল করলেন। আমর বিন আওফের বাড়িতে ১৪ দিন অবস্থান করেন রাসূল (সা.)। এখানে লোকরা দলে দলে সাক্ষাৎ করতে আসতে থাকে। চৌদ্দ দিন পর তিনি কোবা থেকে মদীনায় রওনা হলেন। কোবা থেকে মদীনা পর্যন্ত আনসারগণ দু’ধারে লাইন করে দাঁড়িয়েছিলেন মোবারকবাদ জানানোর জন্য। মহিলারা ছাদের উপর জমায়েত হয়ে স্বাগত সঙ্গীত গাইতে থাকে :
ছোট ছোট শিশুরা দলে দলে ঘুরছিল এবং ঢোল বাজিয়ে বাজিয়ে গাইছিল।
এই শিশুদের ভালোবাসার জবাবে রাসূল (সা.) তাদের প্রতি বিশেষ স্নেহ প্রদর্শন করলেন। তাদের সাথে কথা বললেন। জিজ্ঞাসা করলেন “তোমরা কি আমাকে চাও?” তারা বললো, “জ্বী হ্যাঁ।” রাসূল (সা.) বললেন, “আমিও তোমাদের চাই।”
মদীনার অনুকূল পরিবেশে ইসলামের অংকুরোদগত ুদ্র চারটি মহীরুহরূপে আত্মপ্রকাশের আশায় মাথা তুলে দাঁড়ায়। ইসলাম প্রতিকূল ও প্রতিপক্ষ শক্তির মোকাবিলায় ক্রমান্বয়ে প্রবল শক্তিরূপে আবির্ভূত হয়।
এখানেও ইসলামী আন্দোলনকে দুটো শক্তির বিরোধিতার মুখে আত্মরক্ষা করে চলতে হয়। মক্কার বুকে ইসলামের ভিত্তি দুর্বল থাকায় প্রবল কুরাইশ কাফির শক্তি দৈহিক শক্তির জোরেই ইসলামের অস্তিত্ব মিটিয়ে দিতে চেয়েছে। তাদের শত্রুতা ও বিরোধিতার পিছনে লুকোচুরির কিছু ছিল না। তারা যা চেয়েছে একান্তেই চেয়েছে। প্রকাশ্য ময়দানেই তারা ইসলামের অস্তিত্বকে চ্যালেঞ্জ করেছে। সে চ্যালেঞ্জের মোকাবিলায় ইসলামকে ভিনদেশে গিয়ে অনুকূল পরিবেশের মাঝে আশ্রয় খুঁজতে হয়েছে, শক্তি সঞ্চয় করতে হয়েছে। মুসলমানদের শক্তি সঞ্চয়কে মদীনার স্থানীয় প্রতিক্রিয়াশীল গোষ্ঠীও সহজে মেনে নিতে পারেনি। কিন্তু মক্কার তুলনায় এখানে মুসলমানদের শক্তি সংহত হওয়ায় ও বৃদ্ধি ঘটায় তারা সরাসরি চ্যালেঞ্জ ঘোষণায় সাহসী হয়নি। অতএব তারা ভিন্ন পথে অগ্রসর হয়। গোপন ষড়যন্ত্রই ছিল মদীনা ও পার্শ্ববর্তী এলাকার ইসলাম-দুশমনদের একমাত্র হাতিয়ার। মুনাফিকী আর গাদ্দারীই ছিল তাদের অবলম্বন।
প্রতিক্রিয়াশীল শাসকগোষ্ঠী অবশেষে এককালের খাসরাজ বংশের নেতা “আব্দুল্লাহ বিন উবায় ইবন মলুলের মাঝে ভর করেছিল। হযরতের মদীনা গমনের পূর্বে সেই হবে গোটা মদীনার একচ্ছত্র শাসক-সেটাই স্থিরীকৃত সিদ্ধান্ত। কিন্তু মদীনার বুকে মহানবী (সা.)-এর শুভাগমন আব্দুল্লাহকে দারুণভাবে হতাশ কর্ েতার নিজস্ব গুটি কতক লোক ব্যতীত মদীনার সকল গোত্রের আবাল-বৃদ্ধ-বণিতাই ইসলাম গ্রহণ করে। এমনকি ‘আব্দুল্লাহ বিন উবায়-এর পুত্র আব্দুল্লাহ পর্যন্ত মুসলমান হয়ে যান। অবস্থার এই দ্রুত পরিবর্তন ইবনে উবায় মলুলের মধ্যে হিংসা-বিদ্বেষ ও ঈর্ষার জন্ম দেয় এবং এই ঈর্ষা ও বিদ্বেষই তাকে ভিন্ন পথে চালিত করে। সে প্রকাশ্যে ইসলাম গ্রহণের মাঝে নিজের বাহ্যিক নিরাপত্তা অনুভব করলেও হযরতের মদীনা উপস্থিতিই তার এত বড় পার্থিব স্বার্থ হাতছাড়া হবার প্রধান কারণ বলে মনে করে। সে জন্য সে রাসূলকে (সা.) কোনদিনই সহজভাবে নিতে পারেনি। কিন্তু স্বয়ং তার গোত্রের লোকরা এমনকি আপন পুত্র মুহাম্মদ (সা.)-এর ভক্ত অনুসারিতে পরিণত হওয়ায়ই প্রকাশ্য শত্রুতার পরিবর্তে গোপন ষড়যন্ত্রকে সে তার উদ্দেশ্য সাধনের জন্য একমাত্র হাতিয়ার হিসেবে বেছে নেয়।
মদীনা ও পার্শ্ববর্তী এলাকার অর্থনৈতিক ও ধর্মীয় নেতৃত্বে ছিল কুসীদজীবী ইহুদী সম্প্রদায়। আর্থিক এবং কখনও কখনও ধর্মীয় ব্যাপারে মদীনার লোকরা ইহুদীদের শরণাপন্ন হতো। অর্থনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব তাদের হাতে থাকায় অনেক সময় তাদের মদীনার আদি অধিবাসীদের উপর শাসন বিভাগীয় খবরদারি করবার সুযোগও মিলে যেতো। ইসলাম ও নবীর আগমনে এই ইহুদীরাও চরম ক্ষতিগ্রস্ত ও নিরাস হয়। তারা তাদের নীরব আত্মহুতিকে মেনে নিতে পারেন। তারা তাদের উদ্দেশ্য পূরণ একদিকে মদীনার মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবায়-এর সঙ্গে হাত মিলায় এবং অপরদিকে তারা ইসলাম ও মুসলমানদের প্রকাশ্য দুশমন মক্কার কুরাইশ কাফেরদের সঙ্গে হাত মিলায় এবং মদীনা আক্রমণ করে মুসলমানদের সমূলে উৎখাত করতে তাদের প্ররোচিত করে। সঙ্গে তাদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা প্রদানেরও আশ্বাস প্রদান করে। ইহুদীদের সঙ্গে আবদুল্লাহ বিন উবায় তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর পর থেকে ইহুদী ও মুনাফিকরা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা সাধনে পাশাপাশি ভূমিকায় অবতীর্ণ হয়।
রাসূল (সা.) মদীনা আগমনের পরপরই স্থানীয় অস্থানীয় সকল গোত্রের সঙ্গে পারস্পরিক সন্ধি সূত্রে আবদ্ধ হয়ে একটি কমন উম্মাহ গঠন করেন। মদীনার ইহুদীরাও ছিল এ সন্ধি চুক্তির অন্যতম শরীক। সন্ধি চুক্তি অনুসারে ইসলাম ও মুসলিম শক্তির বিরুদ্ধে কোন অন্তর্ঘাত ও নাশকতামূলক কাজে লিপ্ত হওয়া কিংবা ইসলাম বৈরি কোন শক্তির সঙ্গে কোনরূপ যোগাযোগ কঠোরভাবে নিষিদ্ধ ছিল এবং তা ছিল শাস্তিযোগ্য অপরাধ। প্রথমদিকে বেশ কিছুদিন তারা শান্ত ও নিরপেক্ষ জীবন যাপন করলেও অল্পদিনের ভেতর তাদের মুখোশ খসে পড়ে এবং তাদের চিরাচরিত অন্তর্ঘাত ও বিশ্বাসঘাতকতামূলক রূপ ফুটে ওঠে। তারা একদিকে মদীনার মুনাফেকদের সঙ্গে হাত মেলায়, অপরদিকে মক্কার কাফের কুরাইশদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। অথচ এমনটি হবার কথা ছিল না। আর রাসূল (সা.) এমন ধরনের আশংকা করেননি। কারণ, আকিদাগত দিক দিয়ে অর্থাৎ তাওহীদ, রিসালাত ও আখেরাত নির্ভর বিশ্বাসের দিক দিয়ে মুসলমানরা ছিল ইহুদীদের নিকটতর। কিন্তু ইহুদীরা যদি তাদের বিশ্বাস ও আকিদার ভিত্তিতে ভূমিকা রাখত অন্তত কিছুটা সম্মান জানিয়েও তারা নিরপেক্ষ থাকতো তাহলে পৃথিবীর ইতিহাস অন্যভাবে লেখা হতো এবং ইসলামের প্রচার ও প্রসার ইতিহাসে সে সব সমস্যা ও সংকটের উদ্ভব ঘটতো না।
এর পেছনে ইহুদীদের জাতিগত ঈষা বিদ্বেষ, সংকীর্ণচিত্ততা, স্থবিরতা, জাতিবিদ্বেষ ও পরশ্রীকাতরতা যেমন দায়ী, তেমনি দায়ী তাদের বাতিল ও ভ্রান্ত আকিদা বিশ্বাস, জঘন্য চরিত্র ও নিষ্কৃষ্টতম স্বভাব-কুরআনুল করীমের বিভিন্ন স্থানে যা পুনঃ পুনঃ উল্লেখ করা হয়েছে। নবীদের সঙ্গে সংঘর্ষে প্রবৃত্ত হওয়া, তাঁদের দাওয়াত ও পয়গামের মোকাবিলা করা-এমনকি নবীদের হত্যা করার মতো দুঃসাহসিক ধৃষ্টতা প্রদর্শন, হিংসা ও বিদ্রোহাত্মক আচরণ, আল্লাহর প্রতি অপবাদ আরোপ, সীমাহীন অর্থলোলুপ মনোবৃত্তি, শোষণের হাতিয়ার নিষিদ্ধ সুদের প্রতি মাত্রাতিরিক্ত আকর্ষণ ও প্রীতি, অবৈধ সম্পত্তি অর্জন, জাগতিক স্বার্থে আসমানী গ্রন্থের বিকৃত সাধন এবং জীবনের প্রতি অসীম মায়া ও মমত্ববোধ তাদের বংশগত ও জাতীয় বৈশিষ্ট্য। রাসূল (সা.) তাঁর দাওয়াত ও তাবলীগের বিভিন্ন পর্যায়ে ইহুদীদের এ জাতীয় চরিত্রের স্বরূপ উদঘাটন করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সন্ধি শর্ত লংঘনপূর্বক প্রকাশ্য ও গোপন শত্রুতা সাধনে আত্মনিয়োগ করে।
একবার নবী করিম (সা.) কোন এক কার্যোপলক্ষে বনী নাযীর পল্লিতে গেলে সেখানে বিশ্রামরত অবস্থায় তারা উপর থেকে প্রস্তর নিক্ষেপ করে নবী (সা.) কে হত্যার ষড়যন্ত্র করে। রাসূল (সা.) তাদের কুমতলবের কথা অবগত হয়ে তাদেরকে মদীনা থেকে বহিষ্কার করেন। এরপর খন্দক যুদ্ধের অন্যতম উস্কানিদাতা ইহুদী কাব বিন আশরাফকে তার অপকর্মের কঠোর শাস্তি প্রদান করেন। এ শাস্তি প্রদানের দৃশ্যে অতঃপর ইহুদী ও মুনাফেক নেতা আব্দুল্লাহ বিন উবায় মলুলের মৃত্যুতে অন্যান্যের ষড়যন্ত্রে আপাতত কিছুটা ভাটা পরিলক্ষিত হয়। বনী মুস্তালিফ এ সময় তাদের বিশ্বাস ভঙ্গের শাস্তি লাভ করে।
বহিষ্কৃত অপরাপর ইহুদীরা খায়বরে মিলিত হয়ে তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখলে মহানবী (সা.) তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেন। এখানে তারা সম্মুখযুদ্ধে পরাজিত হয়ে ভক্তের ছদ্মবেশে মহানবী (সা.)কে দাওয়াত দিয়ে বিষ পান করিয়ে হত্যা করার চেষ্টা করে। রাসূল (সা.) একমাত্র বিষ প্রয়োগকারিণীকেই শাস্তিদান করে গোত্রের অন্যদের ক্ষমা করে দেন।
পরাজিত ইহুদীগোত্রগুলো হযরতের সঙ্গে উৎপাদিত ফসলের অর্ধেক প্রদানের শর্তে সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়। মহানবী (সা.) তাদেরকে সাময়িকভাবে আরব ভূখণ্ডে বসবাস করার অনুমতি দেন। কিন্তু ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা, সংহতি, স্থিতি ও শান্তি সংরক্ষণের স্বার্থে তাদের হাত থেকে জবীরাতুল আরবকে মুক্ত করার জন্য সাহাবীদের সতর্ক করেন।
ইসলামের অব্যাহত বিস্তৃতির প্রেক্ষাপটে রোম সম্রাট হিরাকিয়াসের নেতৃত্বে খ্রিস্টান শক্তি মুসলিম শক্তির অগ্রযাত্রা প্রতিহত করতে এগিয়ে আসে। রাসূল (সা.) তাদের মোকাবিলায় তাবুক পর্যন্ত অগ্রসর হন। রাসূল (সা.)-এর অমিতবিক্রম ও দৃঢ়তা প্রদর্শনের ফলে হিরাকিয়াস সংঘর্ষে যেতে সাহসী হয়নি। খ্রিস্টান রাজ্য আবিসিনিয়া ও মিসর মৈত্রীসূত্রে আবদ্ধ হয়।
রাসূল (সা.)-এর ইন্তেকালের পর খলিফা হযরত আবু বকর সিদ্দীক (রা.) মুসলিম জাহানের সার্বিক দায়িত্ব লাভ করেন। এ সময় অনেকগুলো অমুসলিম গোত্র রাসূল (সা.)-এর ইন্তেকালের সুযোগে ইসলামকে তার বিকাশের প্রথম স্তরেই গলাটিপে হত্যার চেষ্টা চালায়। একদল মোনাফেক নবুয়তকে জাগতিক উন্নতির সোপান ভেবে নিজেদের নবী হিসেবে ঘোষণা দেয়। এ ক্ষেত্রে পুরুষদের কাতারে নারীও শামিল হয়। জাহেলিয়াতের বিভ্রম সম্পূর্ণ না কাটতেই নবতর এই ফেৎনা অনেক অজ্ঞ আরববাসীকেই বিভ্রান্ত করতে সক্ষম হয়। মুনাফেকদের একদল ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ যাকাত প্রদানকেই অস্বীকার করে। কেউ আবার মদীনার কেন্দ্রীয় ভূমিকাকে অস্বীকার করতে চেষ্টা করে এবং মদীনা আক্রমণের স্বপ্ন দেখে। এমতাবস্থায় হযরত আবু বকর (রা.) শক্ত হাতে হাল ধরে সকল প্রতিকূল পরিস্থিতি সামলে নেন। খলিফার বাস্তবোচিত দৃঢ় পদক্ষেপ গ্রহণের ফলে অতি অল্পকালের মধ্যে মুনাফেকদের সকল তৎপরতা মিইয়ে যায়
হযরত আবু বকর (রা.)-এর পর খলিফা হন হযরত উমর (রা.)। তাঁর অপ্রতিহত ব্যক্তিত্ব ও প্রভাব অনুপম চরিত্র মাহাত্ম্য এবং অতিমাত্রায় সচেতনতা সাময়িকভাবে হলেও শত্রুদের সব ধরনের শয়তানি অপচেষ্টায় বিরত থাকতে বাধ্য করে। হযরত উমর (রা.)-এর দশ বছরের খেলাফত আমল ছিল ইসলামের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা ও অবিরাম বিস্তৃতির যুগ। এ সময় মুসলিম বাহিনী সিরিয়া, ইরাক, ফিলিস্তিন, মিসর, ইরান ও ইয়েমেন পুরোপুরিভাবে বিজয় করে।
এরপর খলিফা হন হযরত উসমান (রা.)। তার খেলাফতের প্রথম কয়েক বছর পরিপূর্ণ শান্তি নিরাপত্তার আবহাওয়া বিরাজ করে। সে সাথে ইসলামী সেনাবাহিনীর প্রতিরক্ষামূলক অগ্রাভিযানও অব্যাহত থাকে। ইসলামের এ অব্যাহত অগ্রযাত্রা ও অগ্রাভিযান মুনাফেক ও ইহুদীদের অন্তর্জ্বালা বাড়িয়ে দেয়। সহস্র বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী ইরানী সাম্রাজ্য, সুদীর্ঘকালের অজেয় বিশাল রোমক সাম্রাজ্যকে নবোত্থিত এ মুসলিম শক্তির সামনে ছিন্নভিন্ন হয়ে যেতে দেখে দুশমনরা বুঝতে পারে, সম্মুখ সমরে এ অজেয় বাহিনীকে কিছুতেই মোকাবিলা করা যাবে না। এদের ভেতরে অনুপ্রবেশ ঘটিয়েই কেবল অভীষ্ট লক্ষ্যে পৌঁছা সম্ভব।
হযরত উসমান (রা.)-এর বাধ্যক্য ও সরলতা তাদের জন্য অপূর্ব সুযোগ এনে দেয়। রোমক সাম্রাজ্যের খ্রিস্টান অধিবাসীবৃন্দ, পারস্য সাম্রাজ্যের অগ্নিউপাস্যকবৃন্দ তাদের স্ব স্ব গৌরবমণ্ডিত সুবিশাল সাম্রাজ্যের পতনের জন্য মুসলমানদের দায়ী মনে করে এবং যে কোনভাবে মুসলমানদের উপর প্রতিশোধ গ্রহণে সংকল্পবদ্ধ হয়। এরাও পূর্ব হতে তৎপর ইহুদী ও মুনাফেকদের ঘৃণ্য অশুভ প্রয়াসের সঙ্গে হাত মেলায়।
এ সময়ে আব্দুল্লাহ বিন সাবা নামক ইয়েমেনের অন্তর্গত সান’আর একজন ইহুদী মুসলমান হয় এবং পূর্ব থেকে মুসলিম সমাজে অবস্থানরত মুনাফেকদের গোপন তৎপরতায় যোগ দেয়। অল্পদিনের মধ্যেই সে তার অসাধারণ সাংগঠনিক প্রতিভা, নেতৃত্বগুণ, উদ্ভাবনী শক্তি ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে সকল মুনাফেকদের ছাড়িয়ে যায়।
ইসলামের অব্যাহত অগ্রযাত্রা ও বিস্তৃতির পেছনে কার্যকারণ শক্তি হিসেবে ছিল মুসলমানদের অটুট ঐক্য ও সংহতি। তাওহিদ, রিসালাত ও আখেরাতে বিশ্বাস ছিল তাদের ঐক্য ও সংহতির মূল সূত্র। রাসূল (সা.) উপরোক্ত তিনটি মৌল বিশ্বাসের ভিত্তিতে এমন একটি সমাজের বুনিয়াদ কায়েম করেছিলেন যার শ্রেষ্ঠত্ব ও আভিজাত্যের প্রতীক ছিল ঈমান ও তাকওয়া। সকল বংশগত কৌলিণ্য, গোত্রীয় আভিজাত্য, রক্ত ও বর্ণের অহমিকাবোধের দাফন ঘটিয়ে শতধাবিচ্ছিন্ন জনগোষ্ঠীকে কালেমা-ই-তায়্যিবার পতাকাতলে সমবেত করতে তিনি সক্ষম হয়েছিলেন। তাদের ঐক্য ও সংহতি ছিল সীসাঢালা প্রাচীরের মতো। ফলে যারাই এ সীমাবৎ প্রাচীরের সঙ্গে টক্কর দিতে চেষ্টা করেছে তারা নিজেরাই টুকরো টুকরো হয়ে গেছে-আহত ও রক্তাক্ত হয়েছে। কাফের, মুশরেক, মুনাফিক, ইহুদী ও খ্রিস্টান শক্তি তাই মুসলমানদের শক্তির উৎস এই পারস্পরিক ঐক্য ও সংহতি ভিত্তিমূলেই আঘাত হানতে প্রয়াস পায়।
মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবায় রাসূল (সা.)-এর জীবিতকালেই একবার সামান্য ছুঁতা উপলক্ষ করে মুহাজির ও আনসারদের পরস্পরকে সংঘর্ষে লিপ্ত করতে চেষ্টা চালায়। রাসূল (সা.) সংবাদ পাওয়ামাত্র উভয়ের মাঝে গিয়ে হাজির হন এবং বলেন, আমি তোমাদের মাঝে উপস্থিত থাকতেই তোমরা জাহিলী যুগের আচরণে লিপ্ত হয়েছ? রাসূল (সা.)-এর এ সংক্ষিপ্ত তিরস্কারই তাদের জন্য যথেষ্ট প্রমাণিত হয়। তারা নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত ও অনুতপ্ত হয় এবং কোলাকুলির মাধ্যমে পুনরায় ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়। আব্দুল্লাহ বিন সাবা তার পূর্বসূরির দৃষ্টান্তই হুবহু অনুসরণ করে এবং তা করে আরও একটু সতর্ক পন্থায়। ফলে ইবনে উবায় ব্যর্থ হলেও উবনে সাবা ঠিকই তার লক্ষ্য পূরণে সফল হয়।
বনু উমাইয়্যা ও বনু হাশিম কুরাইশ বংশের দু’টি প্রধান শাখা। ইসলাম পূর্বকাল থেকেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। বনু হাশিমের সদস্য আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ (সা.)-এর দ্বারা ইসলামের প্রচার ও প্রসারকে বনু উমাইয়্যা প্রতিদ্বন্দ্বী বনু হাশিমের উত্থান ও প্রাধান্য লাভের মাধ্যম হিসেবে ধরে নেয় এবং এর প্রতিরোধে সর্বশক্তি নিয়োগ করে। বদর যুদ্ধের পরবর্তী কাফেরদের প্রতিটি আক্রমণে নেতৃত্ব দিয়েছে বনু উমাইয়া প্রধান আবুসুফিয়ান। মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ানের সঙ্গে বনু উমাইয়ার সকলেই ইসলাম গ্রহণ করে। রাসূল (সা.)-এর অনুপম চরিত্র, মাধুর্য, অসাধারণ ঔদার্য ও সহনশীলতা উভয় গোত্রের ভেতরকার বিরোধ ও বিদ্বেষকে ভুলিয়ে দিতে সাহায্য করে এবং সময়ের ব্যবধানে এক সময় তা চাপাও পড়ে যায়। (চলবে)
-

খলিফা হযরত উসমান (রা.)-এর বার্ধক্যজনিত অসতর্কতা ও সরলতার সুযোগে বনু উমাইয়ার কিছু সংখ্যক লোক অবৈধ সুবিধা হাসিলের চেষ্টা চালায়। বিশেষ করে মারওয়ান বিন আল হাকামের কতিপয় অপকীর্তি ইবনে সাবার অপচেষ্টার পেছনে মদদ যোগায়। ইবনে সাবা এগুলোকেই পুঁজি করে বনু হাশিম ও বনু উমাইয়ার পুরাতন বিদ্বেষ উস্কে দিতে চেষ্টা চালায় এবং এ সবের পৃষ্ঠপোষক হিসেবে উমাইয়া বংশের খলিফা উসমান (রা.)কে চিত্রিত করে তার বিরুদ্ধে অসন্তোষ ও বিদ্রোহ ছড়াতে চেষ্টা করে। বসরা, কুফা, দামেস্ক, মিসর প্রভৃতি দূরবর্তী শহর ও অঞ্চলগুলোতে খলিফার বিরুদ্ধে সৃষ্ট তার অপপ্রচার হয় এবং বিরাট একদল লোক যাদের অধিকাংশই ছিল নওমুসলিম এবং ইসলামের শিক্ষা যাদের মনমগজে তখনো দৃঢ় আসন লাভ করেনি, তার সমর্থকে পরিণত হয়। ধীরে ধীরে তারা সংঘবদ্ধভাবে বিদ্রোহী হয়ে উঠে এবং মদীনায় খলিফার বাসভবন ঘেরাও করে। তারা খলিফাকে হত্যার হুমকি দিয়ে পদত্যাগ দাবি করে। খলিফার বাসগৃহের খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয়। মসজিদে নামায আদায়ে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে তারা খলিফার বাড়িতে ঢুকে পড়ে এবং রোযা অবস্থায় কুরআন তেলাওয়াতরত বয়োবৃদ্ধ খলিফাকে হত্যা করে। কাবুল থেকে মরক্কো পর্যন্ত বিশাল খেলাফতের কর্ণধারের জানাযায় মাত্র সতরজন লোক অংশ গ্রহণ করেছিল। খলিফা উসমান (রা.) বিদ্রোহীদের দ্বারা ঘেরাও হওয়ার পর ইচ্ছা করলে তাদের নির্মূল করতে পারতেন। অন্য সাহাবীরা সে জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু হযরত উসমান (রা.) নিজের জন্য কোন মুসলমানের রক্ত ঝরাতে চাননি। তিনি চাননি মুসলমানদের মধ্যে রক্তপাতের সূচনাকারী হতে।
ইসলামের সংকটকালে বিশেষ করে মদীনায় যখন পানি সংকট অত্যন্ত তীব্র তখন তিনি বিস্তর অর্থের বিনিময়ে ইহুদী মালিকানাধীন ‘বীরেরুমা’-রুমা কূপটি খরিদ করে মদীনার মুসলমানদের জন্য ওয়াকফ করে দেন। বিনিময়ে রাসূল (সা.) তাঁকে জান্নাতের অঙ্গীকার করেন। ভাগ্যের নির্মম পরিহাস যিনি একদিন ‘বীরেরুমা’ ওয়াকফ করে মদীনাবাসীদের পানি কষ্ট দূর করেছিলেন, তার বাড়িতেই সেই কূপের পানি বন্ধ করে দেয়া হয়েছিল। সেই ঘেরাও অবস্থায় একদিন তিনি জানালা দিয়ে মাথা বের করে মদীনাবাসীদের স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন, রাসূলুল্লাহ (সা.)-এর নির্দেশে আমিই বীরেরুমা খরিদ করে সর্বসাধারণের জন্য ওয়াকফ করে দিয়েছি-আজ সেই কুপের পানি থেকেই তোমরা আমাকে বঞ্চিত করেছো। আমি আজ পানির অভাবে ময়লা পানি দিয়ে ইফতার করেছি।
হযরত উসমানের (রা.) নির্মম শাহাদাতের পর ইবনে সাবার অনুচর এসব মুনাফেকদের অধিকাংশই হযরত আলী (রা.)-এর সমর্থক ও সৈন্যদলের সাথে মিশে যায় এবং খলিফার পক্ষে হযরত উসমান (রা.) হত্যার বিচার অনুষ্ঠানকে অসম্ভব করে তোলে।
অপরদিকে এদের অবশিষ্ট অংশ হযরত আয়েশা (রা.)সহ অনেক প্রবীণ সাহাবার সঙ্গে যোগ দিয়ে তাদের বুঝাতে সক্ষম হয় যে, ‘উসমান (রা.) হত্যার সঙ্গে নতুন খলিফা প্রত্যক্ষভাবে জড়িত না হলেও তিনি হত্যাকারীদের প্রশ্রয় দিচ্ছেন এবং হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তি প্রদানে গড়িমসি করছেন। পরোক্ষ জড়িত বিধায় তাদের বিচার হোক তা তিনি চান না। এ প্রচারণা এত ব্যাপকতা লাভ করে যে, কেউ তা বিশ্বাস করতে না চাইলে তাকেও খলিফা উসমান (রা.) হত্যার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হতো। প্রচারণার প্রাবল্যে হযরত আয়েশা (রা.) পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়েন এবং অবশেষে তা জঙ্গে জামাল বা উষ্ট্র যুদ্ধ পর্যন্ত গিয়ে গড়ায়। হযরত আলী (রা.) ও হযরত আয়েশা (রা.)-এর মধ্যকার আলোচনাকে ব্যর্থ করে দিয়ে এরাই রাতের অন্ধকারে যুদ্ধ বাধাবার প্রয়াসে বিপরীত শিবিরকে তীরের লক্ষ্যে পরিণত করে। দশ হাজার তরতাজা প্রাণ মুসলিম সিপাহীর লাশের বিনিময়ে যুদ্ধের অবসান ঘটলেও ইসলামের প্রসার ও অগ্রাযাত্রার পথে তা একটি কলঙ্কিত অধ্যায় ও বাধা হিসেবেই চিহ্নিত হয়ে রইল।
পরবর্তীকালে বনু উমাইয়া ও বনুহাশিমের দ্বন্দ্ব ‘আলী ও মুয়াবিয়া (রা.) বিরোধের মধ্যে রূপ লাভ করে এবং উভয়কেই সিফফিন প্রান্তরে টেনে নিয়ে আসে। হযরত আলী (রা.)-এর জয়লাভের চূড়ান্ত মুহূর্তে ইবনে যাবার লোকরাই আবার বেঁকে বসে এবং হযরত আলীকে (রা.) সন্ধি আলোচনায় টেনে নামায়। এরাই আবার যুদ্ধ মুলতবি করার অভিযোগে আলীকে (রা.) অভিযুক্ত করে এবং পরবর্তীতে তাকে শহীদ করে।
৩০ হিজরী থেকে ৪০ হিজরী পর্যন্ত ছিল মুসলমানদের মর্মান্তিক এক অধ্যায়। এ সময়ে মুসলমানদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, মতবিরোধে বিপুল সংখ্যক মুসলমানকে জীবন দিতে হয়। ৪১ হিজরীতে হযরত ইমাম হাসান (রা.) ইবনে সাবা ও তার অনুচরদের সৃষ্ট এই গোত্র ও বংশবিদ্বেষী ফেৎনাকে অত্যন্ত বীরত্ব ও সাহসিকতার সাথে মোকাবিলা করেন। ফলে পুনরায় মুসলিম জাহানে শান্তি ও স্বস্তির আবহাওয়া দেখা দেয়। মুসলিমদের মধ্যে ঐক্য ও সংহতি ফিরে আসে। কিন্তু মু’আবিয়া (রা.) পরবর্তী ইয়াজিদ কর্তৃক খিলাফত লাভ এবং কারবালার লোমহর্ষক ও দুঃখজনক ঘটনা মুশরেক ও মুনাফেকদের কর্মতৎপরতার মধ্যে জোয়ার সৃষ্টি করে। মুশরিক কাফেররা সফল হতে না পারলেও মুনাফেকদের সৃষ্ট অশান্তি ও নাশকতামূলক কাজের জের প্রায় এক যুগ অব্যাহত থাকে। এদেরই হাতে পবিত্র কাবার অসম্মান পর্যন্ত ঘটে।
কারবালার মর্মান্তিক ঘটনাকে সম্মুখে রেখে এ সময় অপর একজন ইসলাম দুশমন মোনাফেক ময়দানে অবতরণ করে। তার নাম মুখতার বিন ‘উবায়দা ছাকাফী’ কারবালার শহীদি রক্তের বদলা নেবার শপথ নেয় সে এবং অল্পদিনের মধ্যেই একটি বিরাট জামাত গঠনে সফল হয়। অত্যন্ত সুকৌশলে সে কতিপয় সরল বিশ্বাসী সাহাবীর সমর্থন আদায়ের মাধ্যমে হুসায়েন (রা.) হত্যার প্রতিশোধ দাবিকে গণ দাবিতে পরিণত করে। ইবনে সাবার গুপ্ত প্রচারক দলের সমর্থন তাকে আরেক ধাপ এগিয়ে দেয়। সে অত্যন্ত সতর্কতার সাথে কুফার শাসন কর্তৃত্ব ছিনিয়ে নেয়। এরপরই সে স্বরূপে আত্মপ্রকাশ করে। হযরত আলী (রা.)-এর নামে কৃত্রিম কুরসী তৈরি করে সে তার অনুসারীদের উক্ত কুরসী চুমু ও তার সামনে সিজদা দিতে নির্দেশ দেয়। কিছুদিন পর আরও একধাপ অগ্রসর হয়ে সে ইলহাম-এমনকি ওহী লাভের দাবি পেশ করে এবং লোকদের বয়আ’ত করতে শুরু করে। হিজরী ৬৭ সালে মুসআব বিন যুবায়ের (রা.) কর্তৃক নিহত হবার মাধ্যমে এ ইসলাম দুশমনের সৃষ্ট ফেৎনার অবসান ঘটে।

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

ঘি গরম ভাত গীবত মোঃ মাকসুদুর রহমান

 হুজ্জাতুল ইসলাম, মুজাদ্দিদে মিল্লাত, হাকিমুল হাদীস হযরত ইমাম গাজ্জালী রহঃ তিনি উনার সুপ্রসিদ্ধ ‘কিমিয়ায়ে সাআদাত’ কিতাবে পবিত্র কুরআন সুন্নাহ মুতাবেক বর্ননা করেছেন। ৭ প্রকার লোকের দোষত্রুটি বর্ণনা করলে, তা গীবত হয়নাঃ
নিচে এই সাত প্রকার গিবতের বর্ণনা করা হলঃ-
 এক নম্বরে বলা হয়েছে, কোনো লোক যদি কোনো কাজী সাহেবের কাছে যায় বিচারের জন্য, বিচারপ্রার্থী হয়ে ও বিচারের জন্য যদি সে সত্য কথা বলতে গিয়ে বিপরীতপক্ষের দোষত্রুটি বর্ণনা করে, তাহলে সেটা গীবত হবেনা।
 দুই নম্বরে বলা হয়েছে, সে যদি কোনো মুফতী সাহেবের কাছে যায় ফতোয়ার জন্য, তখন সে ফতোয়ার জন্য যেটা সত্য সেটাই বলবে, এতে তার গীবত হবেনা।
 তিন নম্বরে বলা হয়েছে, যারা রাজা- বাদশাহ, আমীর-ওমরাহ শাসক গোষ্টি তাদের ইছলাহ বা সংশোধন করার জন্য দোষত্রুটিগুলো যদি ধরিয়ে দেয়া হয়, তাহলে সেটা গীবত হবেনা।
 চার নম্বরে বলা হয়েছে, অহরহ পাপে লিপ্ত ফাসিকদের দোষত্রুটি বর্ণনা করলে, সেটা গীবত হয় না। ফাসিক বলা হয় যে ফরয, ওয়াজিব, সুন্নতে মুয়াক্কাদা হামেশা তরক করে তাদেরকে।
 পাঁচ নম্বরে বলা হয়েছে, যারা লুলা ল্যাংড়া, বোবা, তোতলা নামে মশহূর তাদেরকে লুলা-ল্যাংড়া, বোবা-তোতলা বলে ডাকা হলে, সেটা গীবত হবেনা।
 ছয় নম্বরে বলা হয়েছে, যদি কোনো পিতা তার ছেলেকে বিয়ে করাতে চায় বা মেয়েকে বিয়ে দিতে চায়, বিপরীত পক্ষের কাছে গিয়ে সেই ছেলে বা মেয়ের প্রতিবেশীর কাছে যদি, ঐ ছেলে বা মেয়ে সম্বন্ধে সংবাদ নেয় আর প্রতিবেশীর লোকেরা যদি সত্য কথা বলে অর্থাৎ সেই ছেলে বা মেয়ের দোষত্রুটিগুলি বলে দেয়, তাহলে সেটা গীবত হবে না। কারণ এখানে একজনের জীবন নিয়ে প্রশ্ন।
 আর সপ্তম যেটা বলা হয়েছে, যারা উলামায়ে ‘সূ’ বা দুনিয়াদার ধর্মব্যবসায়ী নামধারী আলিম পীর স্কলার যারা দ্বীনকে বিক্রি করে দুনিয়া অর্জন করে, তাদের দোষত্রুটি বর্ণনা করলে সেটা গীবত হবেনা।
আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।

সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬

বন্ধু

মাওলানা আবু তাহের মেসবাহ

জীবনে এখন বন্ধুর অভাব নেই। আমরা অনেকের বন্ধু, অনেকে আমাদের বন্ধু। চারদিকে বন্ধুত্বেরছড়াছাড়ি। কারণ বন্ধুত্বের সংজ্ঞা এখন অনেক শিথিল এবং বন্ধু শব্দের ব্যবহার বেশ উদার। এখন বন্ধুত্ব হয় মুখে মুখে এবং প্রয়োজনের তাগিদে। আমরা বন্ধু হই চলমান জীবনের চাওয়া ও চাহিদার দাবীতে; তাই দিনবদলের মত আমাদের বন্ধুবদল হয় খুব সহজে। কোন বন্ধুত্ব এখন বার্ধক্যের মুখ দেখে না, এমনকি দেখে না যৌবনেরও মুখ, তার আগেই বন্ধুত্বের মৃত্যু হয়, কখনো শুধু মুখের বিবাদে, কখনো ছুরি-খঞ্জরের সংঘাতে।

আমরা মুখের বন্ধু; বুকের বন্ধু নই। বন্ধুত্ব আমাদের প্রয়োজন, হৃদয়ের দাবী নয়। তাই বন্ধু আসে এবং বন্ধু চলে যায়; বন্ধুত্বের ফুল ফোটে এবং ফুল ঝরে যায়।
হৃদয়ের বন্ধু তোমার পাশে থাকবে, যত দিন তোমাদের বুকে হৃদয় থাকবে। বন্ধু কখনো বন্ধুকে ত্যাগ করে না, করে শুধু বন্ধুর জন্য আত্মত্যাগ। চোখের পানিতে বন্ধু চোখের পাতা ভেজায়, যেন খুশির ঝিলিক থাকে তোমার চোখের তারায়। তুমি আঘাত পাও, সে ব্যথা পায়; তোমার দুঃখে সে বিষণ্ণ হয় এবং তোমার আনন্দে তার মুখে হাসি ফোটে; এমন বন্ধুকে বলে হৃদয়ের বন্ধু।

তোমার জীবনে কি আছে এমন বন্ধু? যদি থাকে, তুমি ভাগ্যবান। আমার জন্য তুমি প্রার্থনা করো, একজন হৃদয়ের বন্ধু যেন আসে আমার জীবনের এই পড়ন্ত বেলায়।
আমার কোন ব্যথা ও ব্যর্থতার কথা আমি তাকে বলবো না এবং বলবো না আশা ও হতাশার কথা, শুধু বলবো, হে বন্ধু! অনেক যত্নে সাজানো আমার এই বাগানটি আগলে রেখো আমার মৃত্যুর পর। পানি দিয়ো গাছের গোড়ায় এবং হাত বুলিয়ো তার সবুজ পাতায়। কখনো যদি ফুল ফোটে গাছের শাখায়, সেই ফুল দিয়ে মালা গেঁথে পরো তোমার গলায়।


শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬

সৌদি আরবে নিযুক্ত বর্তমান বৃটিশ রাষ্ট্রদূত সিমন পল কলিস ইসলাম গ্রহণ করেছেন।


সৌদি আরবে যুক্তরাজ্যের বর্তমান রাষ্ট্রদূত সিমন পল কলিস ইসলাম গ্রহণ করেছেন। সাম্প্রতিক সময়ে কোন পশ্চিমা উচ্চ পর্যায়ের কূটনৈতিক দায়িত্ব পালনরত অবস্থায় ইসলাম গ্রহণের ঘটনা একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
চলতি বছর যে ১৯ হাজার ব্রিটিশ পবিত্র হজ পালন করেছেন তাদের মধ্যে সৌদি আরবে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সিমন পল কলিস এবং তার স্ত্রী হুদা মুকারখেচও রয়েছেন। এই দম্পতির হজ করার একাধিক ছবি প্রকাশ হয়েছে মধ্যপ্রাচ্যের মর্যাদাপূর্ণ সংবাদপত্র আরব নিউজে।
১৩ সেপ্টেম্বর আরবিতে টুইট করে সিমন লিখেছেন, আমি ইসলাম গ্রহণ করেছি মুসলিম সমাজ সম্পর্কে জেনেই। আমি বিগত ত্রিশ বছর থেকে মুসলমানদের জানি। আমি আমার স্ত্রী হুদাকে বিয়ে করার আগে ইসলাম গ্রহণ করি।

হাজীরা যে সাদা পোশাক পড়ে হজব্রত পালন করেন সেই পোশাক পড়ে স্বামী স্ত্রীর হাসিমুখের ছবির পাশাপাশি কাবা শরিফের ভেতরেও সিমন পল কলিসের ছবিও প্রকাশ করেছে আরব নিউজ। এই ছবিগুলো টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্ট্রাগামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পশ্চিমা দুনিয়ায় যখন ইসলাম নিয়ে নানা নেতিবাচক খবর প্রকাশ হচ্ছে, তখন ব্রিটিশ কূটনীতিকের এই ইসলাম গ্রহণ এই ধর্মটির আবেদন আরও বাড়িয়ে দেবে বলে লিখেছে আরব নিউজ।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট বার্তায় ব্রিটিশ রাষ্ট্রদূতের ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি লেখক ও অধ্যাপক ফৌজিয়া আল বকর। 
ফৌজিয়া বককের টুইটের জবাবও দিয়েছেন ওই দম্পতি।

এই টুইটে ব্রিটিশ রাষ্ট্রদূত তার ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি লিখেন, ‘গত ৩০ বছর ধরেই আমি মুসলিম সমাজে অবস্থানের পর হুদাকে বিয়ে করার আগেই আমি ইসলাম গ্রহণ করি।’
সিমন পল কনিস ১৯৭৮ সালে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগ দেন। এরপর থেকে তিনি আরব বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেন। 
তিনি সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান ২০১৫ সালের জানুয়ারিতে।

কলিস ১৯৮১ থেকে ৮৪ সাল পর্যন্ত বাহরাইনে ব্রিটিশ দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি হিসেবে কাজ করেন। এরপর ১৯৯১ থেকে ৯৪ সাল পর্যন্ত দিল্লি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি, ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত দুবাই এবং ২০০৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত বার্সায় ব্রিটিশ কাউন্সিল জেনারেল ছিলেন। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত কাতার, ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত সিরিয়া এবং ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইরাকে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ছিলেন কনিস।
ব্রিটিশ রাষ্ট্রদূতের ইসলাম গ্রহণের খবরটি ছড়িয়ে যাওয়ার পর বহু মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছেন। এদের একজন সৌদি রাজকুমারী বাছমাহ বিনত সৌদ। তিনি এক টুইটে লিখেছেন, ‘রাষ্ট্রদূত ও তার স্ত্রীকে বিশেষ অভিনন্দন।’ জবাবে তাকে ধন্যবাদও জানিয়েছেন সিমন।
ইসলামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন পশ্চিমা বিশ্ব ইসলাম তার অভ্যন্তরীণ সৌন্দর্য্যের কারণেই বিকশিত হতে থাকবে ইনশাআল্লাহ।
কলিস কে মুসলিম বিশ্বের পক্ষ থেকে আহলান সাহলান। অভিনন্দন।


বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬

গুরুত্বপূর্ণ কিছু হারাম কাজ যা আমরা নিজের অজান্তেই করে ফেলি। বেখেয়ালে কিছু নিষিদ্ধ কাজ আমরা করি অথচ জানিনা যে এগুলো করা হারাম!




 গোসলখানায় প্রসাব করা যাবে না। (ইবনে মাজাহঃ ৩০৪)

 কেবলামুখি বা তার উল্টো হয়ে প্রসাব, পায়খানা করা যাবে না। (সহিহ বুখারি ৩৯৫,
নাসায়ীঃ ২১, আত তিরমিজিঃ ৮)

 গুলি বা তীরের নিশানা প্রশিহ্মণের জন্য প্রাণী ব্যাবহার করা যাবে না। (মুসলিমঃ ৫১৬৭, সুনানে আবু দাউদঃ ২৮১৭, ইবনে মাজাহঃ ৩১৭০, আত তিরমিজিঃ ১৪০৯)

 ইয়াহুদি, খ্রিষ্টান ও মুশরিক কাউকে বিয়ে করা যাবে না। আল কোরআন (সূরা আন নিসা/নুর)

 স্বামী ব্যাতিত অন্য কারোর জন্য সাজা হারাম। আল কোরআন (আহজাবঃ ৩৩)

 মুর্তি কেনা, বেঁচা, পাহারা দেওয়া হারাম। আল কোরআন (মাইদাহঃ ৯০, ইবরাহীমঃ ৩৫)

 কারো মুখমণ্ডলে আঘাত করা যাবে না। আল হাদিস (মুসলিমঃ ৬৮২১, আবু দাউদঃ ৪৪৯৬, আহমদঃ ৫৯৯১)

কাপড় পরিধাণ থাকা সত্তেও কারো গোপন অঙ্গের জায়গার দিকে দৃষ্টিপাত করা যাবে না। (মুসলিমঃ ৭৯৪, তিরমিজিঃ ২৭৯৩, ইবনে মাজাহঃ ৬৬১, আহমদঃ ১১৫০১)

 আল্লাহ ব্যাতিত কারো নামে কসম করা যাবে না। বাপ দাদার নাম, কারো হায়াত,
মসজিদ বা কোরআন এর নামে কসম করা, মাথায় নিয়ে সত্যতা প্রকাশ করা যাবে না।
(আবু দাউদঃ ৩২৫০, নাসায়ীঃ ৩৭৭৮)

 কোন প্রাণীকে আগুনে পুড়িয়ে মারা যাবে না। আল হাদিস (আবু দাউদঃ ২৬৭৭,
আহমদঃ ১৬০৩৪)

যারা এগুলো করে তারা জান্নাতের গন্ধও পাবে না। (আবু দাউদঃ ৩৬৬৮, ইবনে মাজাহঃ ২৫২)

আল্লাহ্ রাব্বুল আলামিন উনার কাছে প্রার্থনা করি “হে আমার প্রতিপালক! তুমি নিজ হতে আমাদেরকে অনুগ্রহ দান কর এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা কর।

☛ ☛ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলা ঐ ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দিন, যে আমার কোনো হাদীস শুনেছে। অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।’[-সুনানে আবু দাউদ ২/৫১৫]

সকল মুসলিমের দায়িত্ব ছবিটা নিজ উয়ালে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দেওয়া, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন 'আমিন' —

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

আরাফার মিম্বর থেকে.........


আরাফার খুতবা ১৪৩৭ হিজরি মোতাবেক ২০১৬ ইংরেজি
খতিব: শায়খ ড. আব্দুর রহমান সুদাইস
হামদ ও ছানা এবং দরুদ পাঠের পর খতীব বলেন, আমি সকলকেই তাকওয়া অর্জনের অসিয়ত করছি।
হে মুসলিম জাতি, আল্লাহ তায়ালা সারা বিশ্ব বাসির জন্য অস্ংখ্য নবী পাঠিয়েছেন। তারা মানুষকে সঠিক পথ দেখিয়েছেন। সবশেণষে আমাদের নবী মুহাম্মদ স. কে পাঠিয়েছেন। তিনি আল্লাহর নির্দেশে মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন। তাওহীদের দীক্ষা দিয়েছেন।সম্মানিত হাজি সাহেবগন, এই মাঠেই আমাদের নবী দাড়িয়েছেন। ইসলামের মূল বিষয়ুগুলি নিয়ে আলোচনা করেছেন। জাহিলিয়াতের সকল খারাপ বিষয়গুলোকে মিটিয়ে দিয়েছেন।
মানবাধিকার নিয়ে কথা বলেছেন। মানুষকে অন্ধকার ও অজ্ঞতা থেকে আলো ও জ্ঞানের দিকে আহবান জানিয়েছেন।নারির প্রতি সহানুভূতি এবং তাদের সকল অধিকারের প্রতি সজাগ দৃষ্টি রাখতে বলেছেন। মুসলমানের রক্ত সম্মানিত। এক্ষেত্রে সকলকেই সতর্ক থাকতে বলেছেন।
হে মুসলিম নেতৃবৃন্দ, সারা বিশ্বব্যাপী মুসলমানেদের সামগ্রিক বিষয় নিয়ে একটু সচেতন হতে হবে। বিশেষ করে ফিলিস্তিনের বিষয় নিয়ে ভাবতে হবে। এ বিষয় নিয়ে প্রয়োজনে আলোচনায় বসতে হবে। মসজিদে আকসাকে মুক্ত করতে হবে।
হে মুসলিম তরুন। বর্তমানে সারা বিশ্বে যে বিষয়টি নিয়ে সবচাইতে বেশী সমস্যা সৃষ্টি হচ্ছে তা হলো সন্ত্রাসবাদ। অনেক তরুণ ইসলমের মূল শিক্ষা ভুলে ভিন্ন স্থান থেকে ইসলাম শিখছে।বিভিন্নভাবে ভিবিষিকা ও উগ্রবাদ ছড়াচ্ছে। অযথাই মানুষকে কাফের বলে দিচ্ছে। হেতরুণ তোমরাই জাতির মেরুদন্ড। অতএব তোমরা সতর্ক হও। অন্যকে যেকোন কিছুতেই কাফের বলা থেকে বিরত থাকো। যেকোন বিষয় তোমরা আলেমদের নিকট থেকে গ্রহন কর। তোমাদের নিকট অনেক প্রত্যাশা। তোমরা সুন্দর আদর্শ গ্রহন কর। নিজেকে বিনির্মান করো।
হে অভিভাবক ও মুরুব্বিগণ। চরিত্র প্রধান এক সম্পদ। ইসলাম এ বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। পরিবারের সকলের চরিত্র বিনির্মানের প্রত্রি লক্ষ্য রাখতে হবে। বিশেষত বর্তমানে যে চারিত্রিক যুদ্ধ সে ব্যাপরে সচেতন হতে হবে। প্রত্যেক সদস্যের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে।
হে ওলামায়ে কেরাম। আপনার সকলেই রাসুলের উ্ত্তরসূরী। অপনারা মানুষকে বিভিন্ন দলে বিভক্ত না করে কোরআন সুন্নাহর প্রতি উদ্বুদ্ধে করুন। মানুষকে সঠিক বিষয়টি শিক্ষা দিন।
হে ইসলামের দায়ী ও আহবায়কগণ। আপনারা মানুষের প্রতি সহজ করুন্। দলা দলি মুক্ত থাকুন্। ইসলামের মূল বিষয়গুলোর দিকে ডাকুন। মানুষের প্রতি দয়া করুন, রহমত করুন।
হে মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আপনারা সতর্ক হোন। মানুষের চারিত্রিক বিষয় গুরুত্ব দিন। ইসলামমের শিক্ষা ও দীক্ষা প্রচার করুন
হে হাজি সাহেববৃন্দ, আপনারা শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে হজের জন্য কবুর করেছেন। এই আরাফায় অবস্থানের তাওফীৗক দিয়েছেন। সাথে সাথে আপনাদের জন্য যারা এই ব্যবস্বথা করেছেন, তাদের জন্য দো্‌াআ করুন। বিশেষ করে খাদেমুল হারামাই মালিক সালমানের জন্য। এবং যারা সমস্ত কার্যক্রম পরিচালনা করেছেন
হে বায়তুল্লাহর হাজি সাহেবগণ। আপনারা আরাফায় অধিক পরিমানে দোআ করুন। আরাফার দোআ সব থেকে উত্তম দোআ। এদিন আল্লহ তাআলা গর্ব করেন। অধিক পরিমানে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এখানে জোহর আছর কসর করে জমা করুন। দোআয় লিপ্ত থাকুন। সূযাস্ত পর্যন্ত দোআ করতে থাকুন। এর পর শান্তভাবে মুযদালিফার দিকে রওয়ানা হোন। সেখানে পৌঁছে মাগরিব এশা এক আজানে দুই এক্বামতে আদয়া করুন।
এরপর জামারায় পাথর নিক্ষেপের জন্য যেথে থাকুন্। কোরবানী করুন্। মাথা চেছে বা ছেটে হালাল হোন। এভাবে হজের কার্যক্রম সমাপ্ত করুন।
দোআর মাধ্যমে শায়খ খুতবা সমাপ্ত করেন। মধ্যখানে শায়খ বলেন যে মানুষের কৃতজ্ঞতা আদায় করাও আমাদের প্রয়োজন। দীর্ঘ ৩৫ বছর এই মিম্বরে দাড়িয়ে শায়খ আব্দুল আযীয আলে শায়খ খুতবা দিয়েছেন। মানুষকে দিকনির্দেশনা দিয়েছেন। নসীহত করেছেন। অসুস্থতার কারণে তিনি আজ খুতবা দিতে সক্ষম হননি। তার জন্য দোআ করি, আল্লাহ তায়ালা তার ইলমে, হায়াতে বরকত দান করুন। তাকে সুস্থতা দান করুন।
কৃতজ্ঞতাঃ শাইখ Mohiuddin Faroqi

কাবা শরিফের পুরাতন গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ পরানো হচ্ছে আজ হজের দিন।


৯ জিলহজ হজের দিন ফজরের নামাজের পর পবিত্র দুই মসজিদের খাদেম এবং সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের নেতৃত্বে কাবার গিলাফ পরিবর্তন করা হয়।কাবা শরিফের গিলাফকে কিসওয়া বলা হয়। এটি প্রস্তুত করতে নয় মাস সময় লেগেছে। কিসওয়া পশমি কাপড়ে স্বর্ণের সুতোর এমব্রয়ডারি দিয়ে বানানো হয়। এটা মক্কায় স্থাপিত বিশেষ কারখানায় প্রস্তুত করা হয়।এবারে গিলাফ তৈরিতে ৬৭০ কেজি সিল্ক কাপড় ব্যবহৃত হয়েছে। উন্নতমানের এই সিল্ক আমদানি করা হয়েছে ইতালি ও সুইজারল্যান্ড থেকে। সেই কাপড়ে প্রায় ১২০ কেজি খাঁটি স্বর্ণ ও রৌপ্যের সুতোয় হাত দিয়ে গিলাফে নকশার কাজ করা হয়।অনেক হজপালনকারি হজের সময় কিসওয়ার অংশবিশেষ কেটে বাড়িতে নিয়ে যায়। ওই ছেঁড়া অংশ মেরামতের জন্য আলাদা রক্ষণাবেক্ষণ টিম রয়েছে। তারা দ্রুত ছেঁড়া অংশ মেরামত করে থাকে।পুরনো কিসওয়াকে টুকরো টুকরো কেটে ফেলা হয় এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয় অতিথি ও প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়।
আরব নিউজ অবলম্বনে

শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

অারাফার রোযা: জিলহজ্বের নয় তারিখে,


((আমীনুল ইসলাম আমীন))

যিলহজ্বের প্রথম দশকের অনেক ফযীলতের কথা হাদীসে বর্ণিত হয়েছে। বিশেষভাবে যিলহজ্বের নয়তারিখের রোযার বিষয়ে হাদীসে বেশ গুরুত্ব দেয়া হয়েছে। একটি হাদীসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-ﺻﻴﺎﻡ ﻳﻮﻡ ﻋﺮﻓﺔ ﺃﺣﺘﺴﺐ ﻋﻠﻰ ﺍﻟﻠﻪ ﺃﻥ ﻳﻜﻔﺮ ﺍﻟﺴﻨﺔ ﺍﻟﺘﻲ

 ﻗﺒﻠﻪ ﻭﺍﻟﺴﻨﺔ ﺍﻟﺘﻲ ﺑﻌﺪﻩ .
ইয়াওমে আরাফা'র রোযার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী, তিনি এর দ্বারা আগের এক বছরের ও পরের এক বছরের গোনাহ মাফ করবেন।- সহীহ মুসলিম, হাদীস : ১১৬২
বায়হাকী ও ইস্পাহানী এক সহীহ সনদে হযরত আনাস রা. থেকে বর্ণিত আছে যে, আরাফার দিন (অর্থাৎ জিলহজের নবম দিন) মর্যাদা এবং ফজিলতের ক্ষেত্রে দশ হাজার দিনের ন্যায়। সুবহানাল্লাহ -(লাওয়াক্বিহুল আনওয়ার পৃঃ ৯২) অর্থাৎ অন্যান্য মময়ে দশ হাজার দিনে রাত দিন ইবাদত করার যে পরিমাণ ছওয়াব হবে, আরাফার মাত্র এক দিনেই সে পরিমাণ ছওয়াব হবে। "আল্লাহুআকবার"
হাদীসে ‘ইয়াওমু আরাফা’র যে রোযার কথা বলা হয়েছে এর অর্থ কি? হাজীগণ যেদিন আরাফায় অবস্থান করেন সেই দিনের রোযা, না জিলহজ্বের নয় তারিখের রোযা? সঠিক ব্যাখ্যা হলো জিলহজ্বের নয় তারিখের রোযা। কারণ-
এক. এই রোযা 'আরাফা' বা 'উকুফে আরাফা'র আমল নয়; বরং ঐ তারিখের আমল। ‘ইয়াওমে আরাফা’ হচ্ছে ঐ তারিখের (নয় যিলহজ্বের) পারিভাষিক নাম। যেহেতু ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হজ্বের প্রধান রোকন উকুফে আরাফা’ নয় যিলহজ্বে আদায় করা হয় তাই এ তারিখের নাম পড়ে গেছে ‘ইয়াওমে আরাফা’। সুতরাং প্রত্যেক মুসলমান নিজ দেশের হিসাব অনুযায়ী জিলহজ্বের নয় তারিখেই রোজা রাখবে। বিষয়টি একটি উদাহরণ দিয়ে বুঝা যেতে পারে। ‘ইয়াওমু আরফা’র মত হাদীসে আরেকটি শব্দ এসেছে ‘সওমু ইয়াওমি আশুরা’ এটি একটি ইসলামী পরিভাষা। এর দ্বারা মহররম মাসের দশ তারিখের রোযাকে বোঝানো
হয়েছে। যেমনিভাবে প্রত্যেক মুসলমান নিজ দেশের হিসাব অনুযায়ী দশ মহররম রোজা রাখে; সউদী অারবের দশ তারিখের প্রতি লক্ষ করে না তেমনিভাবে 'ইয়াওমু অারাফা'র ক্ষেত্রেও নিজ দেশের হিসাব অনুযায়ী নয় তারিখেই রোজা রাখবে;
সউদী অারবের নয় তারিখে অর্থাৎ হাজীদের অারাফায় অবস্থানের দিনে নয়।
দুই. তাকবীরে তাশরীক আরাফা বা উকূফে আরাফা’র বিশেষ আমল নয়। বরং এটি প্রত্যেক ব্যক্তির নিজ দেশের হিসাব অনুযায়ী যিলহজ্বের নয় তারিখ ফজর থেকে শুরু হয়ে তের তারিখ অাছরের
মধ্যবর্তী সময়ের অামল। অথচ যে দলীল দ্বারা নয় তারিখ থেকে তাকবীরে তাশরীক শুরু হওয়া প্রমাণিত তাতেও ইয়াওমে আরাফা শব্দই আছে।
দলীলের আরবী পাঠ এই-
ﻋﻦ ﻋﻠﻲ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ : ﺃﻧﻪ ﻛﺎﻥ ﻳﻜﺒﺮ ﺑﻌﺪ ﺻﻼﺓ ﺍﻟﻔﺠﺮ
ﻳﻮﻡ ﻋﺮﻓﺔ، ﺇﻟﻰ ﺻﻼﺓ ﺍﻟﻌﺼﺮ ﻣﻦ ﺁﺧﺮ ﺃﻳﺎﻡ ﺍﻟﺘﺸﺮﻳﻖ، ﻭﻳﻜﺒﺮ
ﺑﻌﺪ ﺍﻟﻌﺼﺮ .
(আলমুসান্নাফ, ইবনে আবী শাইবা,
(আলমুসান্নাফ, ইবনে আবী শাইবা,
হাদীস : ৪/১৯৫ হাদীস ৫৬৭৭, ৫৬৭৮ শায়খ
আওয়ামাহ তাহকীককৃত) [হাফিজ ইবনে
হাজার রহ. তাঁর আদ দিরায়া গ্রন্থে
বলেন-এর সনদ সহীহ]
__________________________________________
এখানে ইয়াওমে আরাফা শব্দটি কি নয় যিলহজ্ব এর ক্ষেত্রে ব্যবহার করা হয় নাই? এটা কি ভুল?
সুতরাং বুঝা গেল 'ইয়াওমু অারাফা' অর্থ নয় জিলহজ্ব হওয়া একটি প্রসিদ্ধ এবং স্বীকৃত বিষয় তাই 'সওমু ইয়াওমি অারাফা' অর্থ জিলহজ্বের নয়
তারিখের রোজা হবে এটাই সঠিক কথা।
তিন. হাজীদের অারাফায় অবস্থানের দিনে একসাথে বিশ্বের সকল মুসলামের পক্ষে রোযা রাখা সম্ভবও নয়। কারণ, যেদিন হাজীরা অারাফায় অবস্থান করবে দেখা যাবে বিশ্বের কোন কোন দেশে তখন রাত চলছে যেমন অামেরিকার কথাই দরুন সউদিয়ারবের দিন হলে অামেরিকার রাত তাই
তাদের পক্ষে রোযা রাখা সম্ভব নয়। সুতরাং ইয়ামু অারাফা'র এমন অর্থ গ্রহণ করতে হবে যে অর্থ অনুযায়ী বিশ্বের সকল মুসলামানের পক্ষে ইয়াওমু
অারাফা'র রোযা রাখা সম্ভব হয়। অার এটা ইয়াওমু অারাফা'র অর্থ নয় জিলহজ্ব ধরলেই সম্ভব।
চার. গোটা মুসলিম উম্মাহর ইজমা রয়েছে যে, ইয়াওমে আরাফার পরের দিনটিই ইয়াওমুন নাহর তথা কোরবানির দিন। পৃথিবীর কোন অালেম বলেন নি যে, ইয়াওমে আরাফা এবং ইয়াওমুন নাহর
তথা কোরবানির দিনের মাঝে তৃতীয় কোন দিন থাকতে পারে। এখন অামাদের বাংলাদেশের কথাই দরুন, সউদী অারবের সাথে এখানকার অধিবাসীদের অারবী তারিখে সাধারণত এক দিনের ব্যবধান হয়ে থাকে। অার ইয়াওমুন নাহর তথা কোরবানির দিন দশ জিলহজ্বে হওয়াটাতো নির্ধারিত। সুতরাং এই অঞ্চলের অধিবাসীরা যদি 'ইয়াওমে আরাফা'র অর্থ হাজীদের অারাফায় অবস্থানের দিন (যা অামাদের দেশের হিসাব
অনুযায়ি জিলহজ্বের অাট তারিখ হয়) ধরে নেয় তাহলে ইয়াওমু অারাফা এবং ইয়াওমুন নাহর তথা কোরবানির দিনের মাঝে তৃতীয় অারেকটি দিন
অতিরিক্ত হয়ে যায়, যা সম্পূর্ণ উদ্ভট এবং ইজমা বিরোধী। তো এ জাতীয় বিচ্ছিন্ন চিন্তা ও বক্তব্য আরো কিছু ক্ষেত্রেও বিচ্ছিন্নতাকে অনিবার্য করে তুলবে। সুতরাং হাদীসে বর্ণিত ইয়াওমু অারাফা'র অর্থ জিলহজ্বের নয় তারিখ এটাই সঠিক কথা।
হায়! অামাদের ঐসকল ভাইয়েরা যারা মানুষদেরকে হাজীদের অারাফায় অবস্থানের দিন রোযা রাখার প্রতি উদ্বুদ্ধ করেন তারা যদি উপরোক্ত
বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করতেন এবং সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো থেকে বেঁচে থাকতেন! হাদীস : ৪/১৯৫ হাদীস ৫৬৭৭, ৫৬৭৮ শায়খ আওয়ামাহ তাহকীককৃত)



তাকবীরে তাশরীক ওয়াজিব ১২ তাং সোমবার ফজর থেক ১৬ তাং জুমারদিন আসর পর্যন্ত, পড়তেই হবে।

(আমীনুল ইসলাম আমীন)
মাসআলা : ০৯ জিলহজ্ব ফজর নামাজের পর থেকে ১৩ ই জিলহজ্জ আছর পর্যন্ত (সর্বমোট ২৩ ওয়াক্ত নামাজ অর্থাৎ ১২ তারিখ সোমবার ফজর থেকে ১৬ তারিখ জুমারদিন আসর পর্যন্ত) সকল ফরজ নামাজের পর একবার তাকবীরে তাশরীক বলা ওয়াজিব। প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তি জামাতে নামাজ আদায় করুক বা একাকী আদায় করুক, পুরুষ - মহিলা, মুকীম, মুসাফির, মুনফারিদ, গ্রামবাসী, শহরবাসী সকলের উপর একবার তাকবীরে তাশরীক বলা ওয়াজিব। পুরুষগণ উচ্চস্বরে এবং মহিলাগণ আস্তে আস্তে বলবে। (শামী) 
★ উল্লেখ্য যে আইয়্যামে তাশরীক হল তিন দিন অর্থাৎ ১১, ১২, ১৩ জিলহজ্জ। (হেদায়া - ৪/৪৪৬)
★আর আইয়্যামে তাকবীরাতে তাশরীক হল পাঁচ দিন অর্থাৎ ৯, ১০, ১১ , ১২, ও ১৩ জিলহজ্জ (হেদায়া)
তাকবীরে তাশরীক হলো :
"আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ"
বি : দ্র : - তকবীরে তাশরীক একবার পড়া ওয়াজিব, বেশী পড়া বেদয়াত তাই সাবধান।


এই তাকবীরে তাশরীক্ব আল্লাহর তিনজন সম্মানিত ও নৈকট্যপ্রাপ্ত নবী, রাসূল ও ফেরেশতার মুখনিঃসৃত বাণী। হযরত ইব্রাহীম আ. যখন সজোরে সুতীক্ষ্ণ ছুরি হযরত ইসমাঈল আ. এর গলিয় চালানো সুরু করলেন, এমন সময় হযরত জিবরাঈল আ. আসমান থেকে দুম্বা নিয়ে সেখানে হাজির হয়ে এ ভয়াবহ দৃশ্য দেখে বলে উঠলেনঃ "আল্লাহুআকবার আল্লাহুআকবার" হযরত ইব্রাহীম আ. যখন আসমানী কুরবানী দেখলেন, তখন তিনি বলে উঠলেনঃ "লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহুআকবার" এদিকে হযরত ইসমাঈল আ. যখন ঘটনা উপলব্দি করতে পারলেন তখন তিনি বলে উঠলেনঃ "ওয়াল্লাহুআকবার ওয়ালিল্লাহিল হামদ"। অর্থাৎ এর মাদ্যমে আমাদের শিক্ষা দেওয়া হলে যে, বিপদে - আপদে, আনন্দে ও খুশীতে সর্বাবস্থায় আল্লাহর বড়ত্ব বর্ণনা করা আর নিজের সবকিছুকে আল্লাহর নিকট সোপর্দ করা উচিৎ। আর এটিই কুরবানীর মূলকথা।



শরীয়তের যে বিধান ওয়াজিব, তা শিক্ষা করাও কিন্তু ওয়াজিব, তাই তাকবীরে তাশরীক যারা জানিনা জেনে নেওয়া ওয়াজিব। কেউ যদি তাকবীরে তাশরীকের এই পাঁচ দিন নামায না পড়ে কিবা কাযা করে তার গুনাহ হবে দ্বিগুণ, এক হল ফরজ নামায ছাড়ার কঠিন গুনাহ, আরেকটি হল তাকবীর ওয়াজিব ছাড়ার গুণাহ। আল্লাহ আমাকে মাফ করে দেন আমীন। তাই বন্ধু সাবধান কোন অবস্থাতেই যেন আপনার নামায এবং তাকবীর ছুটে না যায়। এক ওয়াজিব কুরবানী আদায় করতে গিয়ে কত ফরজ ও ওয়াজিবকে কুরবানী করে দিচ্ছি। কুরবানীর গোশত খাওয়া নফল, খেতে খুব মজা। নামায, তাকবীর, পর্দা সহ অন্য বিধানগুলো ফরজ ওয়াজিব, তা করতে খুব কষ্ট কিন্তু কেন বন্ধু?



মুসলিম বিদ্বেষী জালিম হিন্দু রাজা "গৌড় গোবিন্দের" করুণ পরিণতি


সনটি ছিলো ১৩৪৪ ইংরেজী । সিলেটে হিন্দু রাজা গৌর গোবিন্দের রাজ্যের এক মহল্লায় ১৩টি মুসলিম পরিবার বাস করতেন। তারই একজন ছিলেন শেখ বুরহান উদ্দিন। তিনি হিন্দু জালিম রাজা গৌর গোবিন্দের কারণে গোপনে ইবাদত-বন্দেগী করতেন।কারণ, সেখানে প্রকাশ্যে মুসলমানদের জন্য ইবাদত-বন্দেগী করা নিষিদ্ধ ছিলো।কেউই গরু জবাই ও কুরবানী করতে পারতো না।
.
শেখ বুরহান উদ্দিনের কোনো সন্তান ছিলো না। সন্তানের জন্য মহান আল্লাহ পাকের নিকট দোয়া করে তিনি নিয়ত করলেন- যদি তার একটি সন্তান হয় তাহলে তিনি শুকরিয়া স্বরূপ মহান আল্লাহর নামে একটি গরু কুরবানী করবেন। কিছুদিন অপেক্ষার পর সত্যি সত্যিই ঘরআলো করে একজন ফুটফুটে সন্তান জন্ম নিলো। খুশি হয়ে বুরহানুদ্দীন শুকরিয়া করে নিয়ত মুতাবিক একদিন গোপনে একটি গরু কুরবানী করে গোশত মুসলমানদের মধ্যে বিলি করতে লাগলেন। এমন সময় একটি কাক এসে ছোঁ মেরে এক টুকরা গোশত নিয়ে গেলো। মহান আল্লাহ পাক উনার কি কুদরত, কাক গোশতের টুকরাটি ফেললো গৌর গোবিন্দের মন্দিরের প্রধান প্রবেশ পথে।
.
গোবিন্দ এতে ক্ষিপ্ত হয়ে সৈন্য পাঠিয়ে শেখ বুরহান উদ্দিনকে রাজার সামনে উপস্থিত করলো।
জালিম হিন্দু রাজা গৌড় গোবিন্দ বুরহান উদ্দিনের ডান হাত কেটে দিলো। নিষ্পাপ সদ্য জন্ম নেয়া শিশু (গুলজার)-কে কথিত দেবতার সামনে বলি দিলো।
.
এ অবস্থা দেখে শিশুটির মা অর্থাৎ শেখ বুরহান উদ্দিনের স্ত্রী অজ্ঞান হয়ে মৃত্যু বরণ করলেন। শুধুএতটুকুই নয়, ওই যালিম গোবিন্দ ওই দিনই আক্রমণ চালিয়ে ওই এলাকার সকল মুসলমানদেরকে নির্মমভাবে শহীদ করে ফেললো!
.
অত্যন্ত ব্যথিত অন্তরে শেখ বুরহান উদ্দিন পায়ে হেঁটে উপস্থিত হলেন সোনারগাঁয়ে শামসুদ্দিন ইলিয়াসশাহের দরবারে। ইলিয়াস শাহ সব শুনে যালিম হিন্দু রাজা গৌর গোবিন্দকে শাস্তি দেয়ার জন্য সৈন্য-সামন্ত পাঠালেন যুদ্ধ করার জন্য। বেশ কিছুদিন যুদ্ধ হলো, শত শত মুসলিম সৈন্য শহীদ হলো। কিন্তু জয় করা হলো না।
.
এরপর শেখ বুরহান উদ্দিন রওয়ানা হলেন দিল্লির পথে। দিল্লির সম্রাট আলাউদ্দিন ফিরোজ শাহ তুঘলকের সামনে। তিনি বুরহান উদ্দিনের নিকট হতে সব বিষয় শুনে যবন গোবিন্দকে শায়েস্তা করার জন্য সৈন্যসহ সিকান্দার গাজীকে সেনাপতি করে অভিযানে পাঠালেন। কিন্তু পথিমধ্যে অনেক প্রতিকূলতার কারণে তারা দিল্লিতে ফিরে গেলেন।
.
অতঃপর নতুন কিছু সৈন্যসহ আর একজন বীর সাইয়্যিদ নাসির উদ্দিনকে সেনাপতি করা হলো। সম্রাটের আদেশ পেয়ে তিনি দোয়া নিতে গেলেন তাঁর পীর শায়েখ হযরত খাজা নিজাম উদ্দিন রহমতুল্লাহি আলাইহি উনার দরবারে। তখন ওখানেই অবস্থান করছিলেন হযরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি। সবকিছু শুনে হযরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত নিলেন তিনিও সাইয়্যিদ নাসির উদ্দিনের সাথে এই অভিযানে যাবেন।
অতঃপর হযরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি তাঁর ৩৬০ জন সঙ্গী নিয়ে সাইয়্যিদ নাসির উদ্দিনের সৈন্যবাহিনীর সাথে রওয়ানা দিলেন।
.
পথিমধ্যে গৌর গোবিন্দের সৈন্যদের সাথে তুমুল যুদ্ধ শুরু হয়। ওলীয়ে কামিলগণ উনাদের দোয়া, মহান আল্লাহ পাক উনার গায়েবী মদদ এবং হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উনার রূহানিয়তের নিকট গৌর গোবিন্দের যাদুমন্ত্র অকার্যকর হয়ে তার বাহিনীর চরম পরাজয় হলো। নিহত হলো গোবিন্দের সেনাপতি মনা রায়।মুসলিম বাহিনী অগ্রসর হতে থাকলো গৌর গোবিন্দের রাজধানী অভিমুখে। সুরমা নদী পার হয়ে মুসলিম বাহিনী যখন প্রাসাদের নিকটবর্তী হলো, তখন হিন্দু রাজা গৌর গোবিন্দ প্রাসাদ ছেড়ে পালিয়ে যায়। মুসলমানের আযানের ধ্বনিতে গৌর গোবিন্দের প্রাসাদ ও মন্দির ভেঙ্গে টুকরো টুকরো হয়ে ধ্বংস হয়ে যায়।
.
উদিত হলো নতুন সূর্য। উড়তে লাগলো ইসলামের পতাকা।গৌর গৌবিন্দের রাজ্যের নতুন নাম হলো জালালাবাদ।।
.
(কৃতজ্ঞতাঃ ভাই মুরাদ চৌধুরী)
.
মোরাল : সূফীরাও জিহাদ করেছেন। এক মুসলিম আরেক মুসলিমের জন্য সাহায্যের হাত বাড়াতে দূর থেকে ছুটে এসেছেন। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে ষড়যন্ত্র চলছে! সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসীরা সজাগ থাকুন। নয়তো ৭০০ বছর আগের শাহ জালালের রূহ অন্য মুসলিমের উপর আছর করতে পারে!