বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬

আসছে আগামী ৫ ও ৬ জানুয়ারি ২০১৬ ইব্রাহীমিয়া উজানী মাদ্রাসার দুই দিন ব্যাপী"বার্ষিক মাহফিল"।


আসছে আগামী ৫ ও ৬ জানুয়ারি ২০১৬ ইং বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুলতানুল আউলিয়া, সাইখুল কোররা, আরব ওয়াল আজম,উজানীর ক্বারী ইব্রাহিম ছাহেব রহ: প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদ্রাসার দুই দিন ব্যাপী"বার্ষিক মাহফিল"।বয়ান পেশ করবেন দেশবরেণ্য ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ও বুযুর্গাণে দ্বীন।উক্ত মাহফিলে আপনাদের সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

বি: দ্র: দূরবর্তী মেহমানদের জন্য এলাকায় মেহমানদারী এবং মাদ্রাসার নিজস্ব হোটেলে থাকা ও খাওয়ার ব্যবস্হা থাকবে। ইনশাআল্লাহ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন