বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

একবসায় সীরাতুন্নবী: (এক) (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)

Atik Ullah

আমরা নানা আঙ্গিকে সীরাতুন্নবী (সা.)-এর চর্চা করতে চাই। 
১: সংক্ষেপে মূল ঘটনাগুলো জানার মাধ্যমে। 
২: কোন তারিখে কী ঘটেছে, তা জানার মাধ্যমে। 
৩: নবীজির বিভিন্ন শিক্ষাকে পৃথকভাবে জানার মাধ্যমে। 
৪: বিস্তারিত ও তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে। 
আলহামদুলিল্লাহ, চার ধাপের কাজই একসাথে চলছে। আমরা চাই, সব বয়েস ও সব মেধার মানুষের জন্যেই সীরাত সুলভ হয়ে যাক। শিশুর জন্যে। কিশোরের জন্যে। তরুনের জন্যে। যুবকের জন্যে। পৌঢ়ের জন্যে। বৃদ্ধের জন্যে। এমনকি রিকশাঅলার জন্যেও। অমুসলিমের জন্যে। 
.
ইনশাআল্লাহ প্রথম ধাপটা অামরা আগামী কয়েক দিনের মধ্যেই শেষ করবো। সেটা হবে যারা অল্প সময়েই নবীজির পুরো জীবনের একটা চিত্র পেতে চান তাদের জন্যে। পাশাপাশি সন-তারিখের প্রতিও আমাদের অনেকের দুর্বলতা আছে, তারা বক্ষ্যমান লেখা থেকে তৃপ্তি মেটাতে পারবেন। 
.
এমন অনেক দিন গিয়েছে, নবীজি কোন তারিখে কী করেছেন, সেটা ক্লাসের পড়ার মতো ঢুলে ঢুলে মুখস্থ করেছি। ঘণ্টা কে ঘণ্টা ধরে। কিন্তু আবার ভুলেও গেছি। ইনশাআল্লাহ পুরো পোস্টটা মুখস্থ করা শুরু করবো। 
.
যদিও এই পোস্টের তথ্যগুলো আমি মুহসিনে ইনসানিয়্যত কিতাব থেকে নিয়েছি। কিন্তু প্রায় দু’বছর সময় নিয়েছি এটা শেষ করতে। তারপরও শেষ করতে পারিনি। ইনশাআল্লাহ মেহনত চলবে। 
.
জন্ম: 
-রসূলের জন্ম সোমবার। (এই দিন সম্পর্কে মতানৈক্য রয়েছে) 
-তারিখ ৯ই রবিউল আউয়াল। মতান্তরে ১২-ই রবীউল আউয়াল। 
-হস্তিবর্ষ-১ (হস্তিবাহিনির আক্রমনের ৫০ দিন পর) 
-মোতাবেক ২২ শে এপ্রিল, ৫৭১ খৃষ্টাব্দ, 
-১লা জৈষ্ঠ, ৬২৮বিক্রামাব্দ সুবহে সাদেক (সূর্যোদয়ের পর)। 
-সর্বাধিক প্রসিদ্ধ মতানুসারে ১২ই রবিউল আউয়াল। 
.
নামকরণ:
দাদাজান আবদুল মুত্তালিব, তার নাম রাখেন মুহাম্মাদ। প্রশংসিত। 
.
দুগ্ধপান:
-জন্মের পর সর্বপ্রথম মা জননী আমেনার দুধ পান করেন। 
-২ বা ৩ দিন পর, কয়েকদিন আবু লাহাবের কৃতদাসী সুয়াইবার দুধ পান করেন। 
-তারপর দুধমা হালীমা সা‘দিয়ার দুধ পান করেন। স্বাভাবিকভাবে দুধ খাওয়ার পুরো সময়টা তিনি হালিমা সা‘দিয়া (রা.)-এর বাড়ীতেই কাটান। দুধমা’র কাছে দুধ খাওয়ার মেয়াদ শুরু : ৪ মাস বয়সে। তার কাছে থাকেন ছয় বছর পর্যন্ত। 
-
বক্ষবিদারণ:
দুধমার কাছে থাকাবস্থাতে একদিন, 
রসূল সা. এর মায়ের ইন্তিকাল : ৬ বছর বয়সে।
-
১. রসূল সা. এর দাদার ইন্তিকাল : ৮ বছর ২ মাস ১০ দিন বয়সে। 
২. প্রথম সিরিয়া সফর (চাচা আবু লাহাবের সাথে) : ১২ বছর ২ মাস বয়সে, খৃষ্টান সন্যাসী বুহায়রার সাথে সাক্ষাত হয় এই সফর কালেই।
৩. ফুজ্জার যুদ্ধে প্রথম অংশ গ্রহণ : ১৫ বছর বা কিছুৃ বেশি বয়সে।
৪. ফুজ্জার যুদ্ধে দ্বিতীয়বার অংশ গ্রহণ : প্রথমবারের কিছু কাল পরে। সময় অজ্ঞাত।
৫. সংস্কারমূলক সংগঠন হিলফুল ফুজুলে যোগদান : ১৬ বছর বয়সে।
৬. সিরিয়ায় দ্বিতীয় সফর ব্যবসায়ি হিসাবে : ২২ বা ২৫ বছর বয়সে। 
৭. হযরত খাদিজার সাথে বিয়ে : ২৫ বছর ২ মাস ১০ দিন বয়সে। 
৮. রহস্যময় ঘটনাবলীর সূচনা : নবুয়তের ৭ বছর আগে ৩৩বছর বয়সে।
৯. সালিশ নির্বাচিত হওয়া : ৩৫ বছর বয়সে। কা’বা শরিফের সংস্কারের সময় হাজারে আসওয়াদ পুনস্থাপন নিয়ে বিরোধ বাধে। সবাই তাকে বিশ^স্ত আখ্যায়িত করে সালিশ মানে। তিনি বিরোধের চমৎকার নিষ্পত্তি করেন।
১০. নবুয়ত লাভ : ৪০ বছর ১১ দিন বয়সে। ৯ই রবিউল আউয়াল জন্ম সাল ৪১, মোতাবেক ১২ ই ফেব্রুয়ারি, ৫১০ খৃষ্টাব্দ, সোমবার। এই তারিখটা নিয়েও বিস্তর মতভেদ রয়েছে। একটি মত অনুসারে চন্দ্র বর্ষের ক্যালেন্ডারের হিসাবে ৪০ বছর ৬ মাস ১৬ দিন
১১. নামায ফরজ হওয়া : ৯ই রবিউল আউয়াল। নবুয়ত লাভের দিন। (ফজর ও আছরের দুই দুই রাকাত)
১২. কুরআন নাযিল হওয়ার সূচনা : ১৮ই রমজান, নবুয়ত বর্ষ-১ শুক্রবার (রাত্রে) মোতাবেক ১৭ই আগষ্ট, ৬১০ খৃ:। এ পর্যায়ে সুরা আলাক নাযিল হয়। তাবারি ১৭, ১৮ এই দুটো তারিখই লিখেছেন। কিন্তু পঞ্জিকার হিসাব অনুসারে ১৮ই রমযান শুক্রবার হয়। 
১৩. গোপন দাওয়াতের কাজ শুরু : নবুয়ত বর্ষ ১ থেকে ৩ পর্যন্ত। আরকাম মাখযুমীর সাফা পাহাড়ে অবস্থিত বাড়িটি ইসলামী আন্দোলনের কেন্দ্র পরিণত হয়। এই সময় প্রায় ৪০ ব্যক্তি ইসলাম গ্রহণ করেন। শহরের বাইরে গিয়ে গোপনে নামায পড়া হতো।
১৪. নবুয়তের ঘোষণা (প্রথম ভাষণ) : নবুয়ত বর্ষ-৩ ( শেষের দিকে)
১৫. বিরোধিতার প্রথম যুগ (ঠাট্রা, বিদ্রুপ, অপপ্রচার ও অল্প সল্প নির্যাতন) : নবুয়ত বর্ষ- ১ থেকে ৫ পর্যন্ত বিস্তৃত। আবু তালেবের উপর চাপ প্রয়োগের জন্য কোরায়েশ প্রতিনিধি দলের আলোচনা অব্যাহত। বিরোধিতার জন্য নানা রকম কৌশল উদ্ভাবন। 
১৬. প্রচন্ড বিরোধিতার দ্বিতীয় যুগ (সর্বব্যাপি যুলুম নিপীড়ন) : ৫ থেকে ৭ম নবুয়ত বর্ষ।
১৭. আবিসিনিয়ায় হিজরত : জন্ম বর্ষ ৪৫ এর রজব মাস, নবুয়ত বর্ষ-৫
১৮. হযরত হামযা ও হযরত উমরের ইসলাম গ্রহণ : নবুয়ত বর্ষ-৬। হযরত উমর রা. হামযার তিন দিন পর ইসলাম গ্রহণ করেন। কারো কারো মতে নবুয়তের দ্বিতীয় বছর হযরত হামযা ইসলাম গ্রহণ করেন। 
১৯. রসূল সা. এর গোত্র বনু হাশেমের নজরবন্দি ও অবরোধ ‘‘শিয়াবে আবু তালেব’’ নামক পার্বত্য উপত্যকায় : ১লা মুহারম, ৭ম নবুয়ত বর্ষ, ৪৭তম জন্ম বর্ষ, মঙ্গলবার। 
২০. নজরবন্দী ও অবরোধের অবসান : নবুয়ত বর্ষ-৯ এর শেষ ভাগ বা নবুয়ত বর্ষ ১০ এর প্রথম ভাগ। 
২১. “ শোকাবহ বছর” আবু তালেব ও হযরত খাদিজা রা. এর ইন্তিকাল : নবুয়ত বর্ষ-১০। আবু তালেবের মৃত্যুর ৩ বা ৫ দিন পর হযরত খাদিজা রা. ইন্তিকাল করেন। 
২২. তায়েফ সফর : জমাদিউস সানী জন্ম বর্ষ- ৫০, নবুয়ত বর্ষ- ১০। মতান্তরে ২৬-২৭ শাওয়াল, নবুয়ত বর্ষ-১০।
২৩. মেরাজ : ২৭শে রজব, জন্ম বর্ষ-৫০, নবুয়ত বর্ষ-১০ সোমবার (রাত্রে)।
২৪. পাঁচ ওয়াক্ত নামায ফরজ :২৭শে রজব, জন্ম বর্ষ-৫০, নবুয়ত বর্ষ-১০ সোমবার (রাত্রে)।
২৫. মদিনায় ইসলামের সূচনা : যিলহজ্জ, জন্ম বর্ষ-৫০, নবুয়ত বর্ষ-১০। আয়স বিন মুয়ায সর্ব প্রথম ইসলাম গ্রহণ করেন।
২৬. ৬ জন মদিনাবাসির ইসলাম গ্রহণ : যিলহজ্জ, জন্ম বর্ষ-৫১, নবুয়ত বর্ষ-১১
২৭. প্রথম আকাবার বায়াত (১২ ব্যক্তি) : যিলহজ্জ, জন্ম বর্ষ-৫২ নবুয়ত বর্ষ-১২
২৮. দ্বিতীয় আকাবার বায়াত (৭৫ ব্যক্তি) : যিলহজ্জ জন্ম বর্ষ-৫৩ নবুয়ত বর্ষ-১৩
২৯. হিজরত : ২৬শে সফর (রাত) এই ঘটনার সময় রসূল সা. এর বয়স ৫৩ পার হয়ে ৫৪তে এবং নবুয়তের ১৩ বছর পার হয়ে ১৪ বছরে পদার্পণ করে।
ক. মক্কা থেকে সূর পর্বত গুহা : জন্ম বর্ষ-৫৩, নবুয়ত বর্ষ-১৩
খ. সূরা পর্বত গুহা থেকে যাত্রা শুরু : ১লা রবিউল আউয়াল সোমবার, মোতাবেক ১৫ই সেপ্টেম্বর, ৬২১খৃঃ। 
গ. কোবায় উপস্তিতি : ৮ই রবিউল আউয়াল, জন্ম বর্ষ-৫৩, নবুয়ত বর্ষ-১৩, মোতাবেক ২৩শে সেপ্টেম্বর ৬২২ খৃঃ সোমবার।
ঘ. কোবা থেকে মদিনায় যাত্রা ও মদিনায় প্রবেশ : ১২ই রবিউল আউয়াল হিজরী বর্ষ-১, নবুয়ত বর্ষ-১৪ শুক্রবার। বনু সালেম গোত্রের এলাকায় জুমার নামায আদায় করেন। কারো কারো মতে তিনি ১৪ দিন কোবায় অবস্থান করেন।
৩৩. মসজিদে নববীর ভিত্তি স্থাপন : রবিউল আউয়াল হিজরী বর্ষ-১ 
৩৪. ফরজ নামাজের রাকাত বৃদ্ধি : রবিউস সানী, হিজরী-১। জোহর, আসর ও এশার চার চার রাকাত নামায ফরজ করা হয়। 
৩৫. মোহাজের ও আনসারদের মাঝে আনুষ্ঠানিক ভ্রাতৃত্ব : হিজরী বর্ষ- ১ এর প্রথম তিন মাস। হযরত আনাসের বাড়িতে ভ্রাতৃত্ব সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে রসূল সা. এর সামনে ৯০ জন আনসার ও মোহাজের উপস্থিত ছিলেন। 
৩৬. ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা, মদিনার জনগণের পারস্পরিক সাংবিধানিক চুক্তি সম্পাদন : হিজরী বর্ষ-১ এর মধ্যভাগ। 
৩৭. প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন শুরু : হিজরতের ৭ম মাসের শুরুতে। সামরিক মহড়া ও টহলদানের জন্য একের পর এক তিনটে সেনা দল প্রেরণ- 
৩৮. হযরত আয়শার রসূলের হেরেমে আগমন : শাওয়াল- ১ম হিজরী।
৩৯. দু’জন শীর্ষ ব্যক্তিত্বের ইসলাম গ্রহণ সাবেক ইহুদী আলেম আব্দুল্লাহ বিন সালাম এবং খৃ৩৫. মোহাজের ও আনসারদের মাঝে আনুষ্ঠানিক ভ্রাতৃত্ব : হিজরী বর্ষ- ১ এর প্রথম তিন মাস। খৃস্টান সন্যাসী আবু কায়েস সারহা : হিজরী বর্ষ-১ম
৪০. জেহাদের অনুমতি (সক্রিয় সামরিক ব্যবস্থা গ্রহণের অনুমতি) ১২ই সফর, হিজরী বর্ষ-২ বা হিজরতের ১ বছর ২ মাস ১ দিন পর
৪১. রসূল সা. এর প্রথম সশরীরে সামরিক ও রাজনৈতিক সফর ওয়াদ্দান অভিযান : সফর মাস হিজরী-২ 
৪২. বহিরাগত গোত্রগুলোর সাথে চক্তিভিত্তিক মৈত্রী- বনু যামরা, বুয়াতবাসি, বনু মুদলিজ : সফর থেকে জমাদিউস সানী, হিজরী -২। ঐতিহাসিক বিবরণ থেকে এটাও জানা যায় যে, জুহাইনা গোত্রের নেতা মাজদী জুহাইনী বনু যামরা গোত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনার আগ থেকেই মদিনার সাথে মৈত্রী সম্পর্ক রাখতো। 
৪৩. কারয বিন জাবের ফেহরীর ডাকাতি (শত্রুর প্রথম আগ্রাসী তৎপরতা) : রবিউল আউয়াল হিজরী-২
৪৪. নাখলার ঘটনা (মুসলিম সেনা দলের সাথে প্রথম সীমান্ত সংঘর্ষ) : রজবের শেষ ভাগ হিজরী-২। আমর বিন হাযরামি নামক এক কাফের নিহত। উট ও মাল পত্র সমেত ২ জন বন্দিকে মদিনায় আনয়ন। রসূল সা. কতৃক এই সংঘর্ষে অসন্তোষ প্রকাশ।
৪৫. সালমান ফারসির ইসলাম গ্রহণ : হিজরী-২
৪৬. আযানের প্রচলন : হিজরী-২ 
৪৭. যাকাত ফরজ হয় : হিজরী-২
৪৮. কেবলা পরিবর্তন : ১৫ই শাবান, হিজরী-২ সোমবার।
৪৯. রমযান মাসের রোযা ফরজ হয় : ১লা রমযান, হিজরী-২ বুধবার। যেহেতু অধিকাংশ বর্ণনা মোতাবেক বদর যুদ্ধের দিন অর্থাৎ ১৭ই রমযান শুক্রবার ছিল, তাই হিসাব অনুযায়ী ১লা রমযান বুধবার হওয়ারই কথা। এ জন্য যে বর্ণনায় ১লা রমযান রবিবার বলা হয়েছে সেটি আমরা বাদ দিয়েছি। 
৫০. ঈদুল ফেতরের নামায জামাতে পড়া ও ফেতরা দেয়ার বিধান চালু : ১লা শাওয়াল, হিজরী-২
৫১. বদর যুদ্ধ (সর্বপ্রথম নিয়মিত যুদ্ধ) মদিনা থেকে যাত্রা, যুদ্ধ, মদিনায় বিজয়ীর বেশে প্রত্যাবর্তন : ৮ই রমযান, হিজরী-২ বুধবার, অথবা ১২ই রমযান। জটিল সমস্যা এই যে, যুদ্ধের দিন ও তারিখ সম্পর্কে অনেকাংশে মতৈক্য থাকলেও মদিনা থেকে যাত্রার তারিখ কারো মতে ১২ই এবং কারো মতে ৮ই রমযান। যারা ৮ তারিখ লেখেন তারা ঐ দিন সোমবার বলে উল্লেখ করেন। অথচ ১৭ তারিখ শুক্রবার হলে ৮ তারিখ কিছুতেই সোমবার হতে পারে না। তাই আমরা ৮ই রমযানের বর্ণনায় শনিবার উল্লেখ করেছি। তবে যে বর্ণনায় ১৭ই রমযানকে মঙ্গলবার বলা হয়েছে, সেটিকে সঠিক মেনে নিলে ১লা ও ৮ই রমযান রবিবার হওয়ারই কথা। 
৫২. হযরত আলী ও ফাতেমার বিয়ে : বদরযুদ্ধের পর হিজরী-২
৫৩. বনুক্ইানুকা অবোরধ : শাওয়ালের মাঝামাঝি থেকে যিলক্বদের প্রথম ভাগ পর্যন্ত হিজরী-২
৫৪. হযরত উমরের মেয়ে হাফসার সাথে রাসূল সা. এর বিয়ে : হিজরী-৩
৫৫. হযরত উসমান ও উম্মে কুলসুমের বিয়ে (রাসূল সা. এর মেয়ে) : হিজরী-৩
৫৬. মদের প্রথম নিষেধাজ্ঞা : হিজরী-৩
৫৭. কা’ব বিন আশরাফের হত্যা : হিজরী-৩ 
৫৮. ইমাম হাসানের জন্ম : হিজরী-৩
৫৯. ওহুদ যুদ্ধ, মদিনা থেকে যাত্রা, যুদ্ধ হামরাউল আসাদ পর্যন্ত আবু সুফিয়ান বাহিনীকে ধাওয়া: ৫ই শাওয়াল, হিজরী-৩ জুমার নামাযের পর। ৬ই শাওয়াল- শনিবারর। ৭ই শাওয়াল রবিবার।
৬০. সুদ ত্যাগের প্রাথমিক নির্দেশ : ওহুদ যুদ্ধের অব্যবহিত পর। সূরা আল-ইমরান আয়াত-১৩০ দেখুন। 
৬১. এতিমের সম্পত্তি সংক্রান্ত নির্দেশাবলী : ওহুদ যুদ্ধের অব্যবহিত পর। 
৬২. উত্তরাধিকারি সংক্রান্ত আইন : হিজরী-৩, ওহুদ যুদ্ধের পর।
৬৩. বিয়ের আইন, স্বামীস্ত্রীর অধিকার মোশরেক মেয়ে বিয়ে করার নিষেধাজ্ঞা : হিজরী-৩ 
৬৪. হযরত যয়নব বিনতে খুয়ায়মার রা. সাথে রাসূল সা. এর বিয়ে : হিজরী-৩ এর শেষে ভাগ। ওহুদ যুদ্ধে বিধাব হন।
৬৫. রজী’র দুর্ঘটনা (দশ সমস্য বিশিষ্ট দাওয়াতি দলের শাহাদাত) : সফর হিজরী-৪
৬৬. বনু নযীরের যুদ্ধ : রবিউল আউয়াল হিজরী-৪
৬৭. উম্মুল মুমিনীন যয়নম বিনতে খুযায়মার ইন্তিকাল : ৪র্থ হিজরীর প্রথম ভাগ। বিয়ের মাত্র দু,তিন মাস পর ইন্তিকাল করেন। 
৬৮. পর্দার বিধান কার্যকর : ১লা যিলক্বদ, হিজরি-৪, শুক্রবার ।

৭০. দ্বিতীয় বদর অভিযান : যিলক্বদ, হিজরি-৪। আবু সুফিয়ান তার চ্যালেঞ্জ অনুযায়ী যুদ্ধ করতে আসেনি, যুদ্ধ হয়নি। 
৭১. দুমাতুল জান্দাল অভিযান : রবিউল আউয়াল হিজরী-৫
৭২. বনুল মুসতালিক অভিযান : ৩রা শাবান,হিজরী- ৫ 
৭৩. তায়াম্মুমের বিধান নাযিল : বনু মুসতালিক সফরে
৭৪. হযরত জুহাইবিয়ার সাথে রসূল সা. এর বিয়ে : শাবান হিজরি-৫
৭৫. হযরত আয়শার বিরুদ্ধে অপবাদ আরোপের ঘটনা : শাবান, হিজরি-৫
৭৬. ব্যভিচার, ব্যভিচারের অপবাদ ও দম্পতির পরস্পরের বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ সংক্রান্ত বিধান ও পর্দার বিস্তারিত বিধান প্রবর্তন : হযরত আয়শার বিরুদ্ধে অপবাদ আরোপের ঘটনার পর।
৭৭. আহযাব বা খন্দক যুদ্ধ : শাওয়াল বা যিলক্বদ হিজরী-৫
৭৮. মদিনায় দাওস গোত্রের প্রতিনিধি দলের র : হিজরী-৫। ৭০/৮০টি মুসলিম পরিবারের এক বিশাল দল মদিনায় এসেছিল। 
৭৯. বনু কুরায়যার উচ্ছেদ : যিলহ্জ্জ হিজরী-৫
৮০. হযরত যয়নব বিনতে জাহশের সাথে রসূল সা. এর বিয়ে : হিজরী-৫
৮১. নাজদের সরদার ছামামা বিন আছাল হানাফির ইসলাম গ্রহণ : হিজরী-৬‘
৮২. হোদায়বিয়ার সন্ধি : জিলক্বদ, হিজরী-৬
৮৩. হোদায়বিয়া থেকে মদিনায় পত্যাবর্তন : যিলহজ্জ, হিজরি-৬
৮৪. খালিদ বিন ওয়ালিদ ও আমর ইবনুল আসের ইসলাম গ্রহণ : যিলহ্জ্জ হিজরী-৬
৮৫. আন্তর্জাতিক দাওয়াতের সূচনা (রাষ্ট্র ও সরকার প্রধানদের নামে চিঠি) : ১লা মুহাররম, হিজরি-৭, বুধবার। 
৮৬. খয়বরের যুদ্ধ : মুহাররম, হিজরি-৭
৮৭. হযরত সাফিয়ার সাথে রসূল সা. এর বিয়ে : মুহাররাম হিজরি-৭
৮৮. আবিসিনিয়ার মোহাজেরদের প্রত্যাবর্তন : খয়বর বিজয়ের সময় হিজরি-৭
৮৯. সাইফুল বাহার নামক স্থানে স্বাধীন মুসলিম শিবির স্থাপন : হিজরি-৭ এর শুরু। হোদায়বিয়ার সন্ধির শর্ত অনুযায়ী রসূল সা. মক্কার নির্যাতিত মুসলমানদেরকে মদিনায় আশ্রয় দিতে অসমর্থ ছিলেন। তাই আবু জানদাল ও আবু বসির সহ বেশ কিছু নির্যাতিত মুসলমান মক্কা থেকে পালিয়ে সাইফুল বাহারে সমবেত হয়। 
৯০. সাইফুল বাহারের জওয়ানদের পথ থেকে কোরায়েশ কাফেলার উপর গেরিলা আক্রমন : সফর, হিজরী-৭
৯১. উমরাতুল কাযা : যিলক্বদ, হিজরী-৭
৯২. বিয়ে ও তালাকের বিধান প্রবর্তিত : হিজরী-৭
৯৩. হযরত মায়মুনার সাথে রসূল সা. এর বিয়ে (মক্কায়) : হিজরী-৭
৯৪. জাবালা গাসসানীর ইসলাম গ্রহণ :হিজরী-৭
৯৫. মূতার যুদ্ধ : জমাদিউল উলা, হিজরি-৭
৯৬. মক্কার মোশরেকদের পক্ষ থেকে হোদায়বিয়ার সন্ধি ভঙ্গ : রজব হিজরি-৮
৯৭. মক্কা অভিযান
মদিনা থেকে যাত্রা : ১০রমযান, বুধবার, ৮ম হিজরী। বিশ^স্ত সূত্রে এও জানা যায় যে, রসূল সা. ১৮ই রমযান পর্যন্ত মদিনায় ছিলেন। এ হিসাবে মক্কা প্রবেশের তারিখ ২৯ বা ৩০শে রমযান হওয়ার কথা। 
মক্কায় বিজয় বেশে প্রবেশ : ২০শে রমযান। 
নাখলায় অবস্থিত উযযার মন্দির ধ্বংস করার জন্য খালেদের নেতৃত্বে সেনাদল প্রেরণ : ২৫ শে রমযান, হিজরি-৮
সুয়া’ মন্দির ধ্বংস করার জন্য আমর ইবনুল আসের নেতৃত্বে সেনাদল প্রেরণ : রমযান, হিজরি-৮
মানাত মন্দির ধ্বংসের জন্য সা’দ আশহালির নেতৃত্বে সেনাদল প্রেরণ : রমযান হিজরি-৮
মক্কায় অবস্থান : ৯ই শাওয়াল পর্যন্ত । অন্য বর্ণনা অনুসারে ১৮ই শাওয়াল পর্যন্ত 
হোনায়েন যুদ্ধ : শাওয়াল, হিজরি-৮
তায়েফ অবরোধ : শাওয়াল যিলক্বদ ১৮ থেকে ২০ দিন। মাকুলুলের বর্ণনা অনুযায়ী ৪০ দিন ব্যাপী অবরোধ।
জারানায় গনীমত বন্টনের পর জারানায় ওমরা : জিলক্বদ, হিজরি-৮
৯৮. সুদের চূড়ান্ত বিলুপ্তির আইন : মক্কা বিজয়ের সময়, হিজরি-৮ সুদের সমস্ত দাবী বাতিল সূরা বাকারা-২৭৮
৯৯. মদিনায় সাদা প্রতিনিধি দলের আগমন : হিজরি-৮
১০০. রসুল সা.এর কন্যা হযরত যয়নব রা. এর ইন্তিকাল, রসুল সা. এর ছেলে হযরত ইব্রাহিমের ইন্তিকাল : হিজরি-৮
১০১. যাকাত ব্যবস্থা। যাকাত আদায়কারিদের প্রথম নিয়োগ : মুহাররম, হিজরি-৯
১০২. তবুক যুদ্ধ : রজব, হিজরি-৯ মোতাবেক নভেম্বর ৬৩৫ খৃঃ
মদিনা থেকে যাত্রা শুরু – বৃহস্পতিবার
১০৩. জিযিয়ার বিধান : তবুক অভিযান কালে। এক বর্ণনা অনুযায়ী তবুকের পূর্বে অষ্টম হিজরিতে চালু হয়। 
১০৪. মসজিদে যিরার ভষ্মিভূত : তবুক যুদ্ধ থেকে ফেরার পর।
১০৫. দুমাতুল জানদালের শাসক উকাইদিরের ইসলাম গ্রহণ : হিজরী-৯
১০৬. কা’ব বিন জুহাইরের ক্ষমা প্রার্থনা ও ইসলাম গ্রহণ : হিজরী-৯। বানাত, সুয়াদ শীর্ষক কবিতা উপস্থাপন। 
১০৭. এ বছর মদিনায় আগত কয়েকটি প্রতিনিধি দল :
আযরার প্রতিনিধি দল : সফর হিঃ-৯
বাল্লীর প্রতিনিধি দল : রবিউল আউয়াল হিঃ-৯ 
খাওলানের প্রতিনিধি দল : শাবান হিঃ-৯
সাকিফের প্রতিনিধি দল : হিঃ-৯
১০৮. হজ্জ ফরজ হয় হযরত আবু বকর রা. এর নেতৃত্বে প্রথম হজ্জ : ৯ই যিরহজ্জ, হিঃ-৯ বিভিন্ন হাদিসে ৬,৭,৮,৯ ও ১০ম হিজরিতে হজ্জ ফরজ হয় বলে উল্লেখ আছে। তবে নবম হিজরির বর্ণনাই আমার দৃষ্টিতে অগ্রগণ্য। কেউ কেউ বলেন, কাফেরদের ক্যালেন্ডার ব্যবহারের দরুন জিলক্বদ মাসে এ হজ্জ অনুষ্ঠিত হয়। কিন্তু এ মতটি দুর্বল। 
১০৯. হযরত আলীর মাধ্যমে মোশরেকদের সাথে সম্পর্কচ্ছেদ ও সমস্ত অমেয়াদী চুক্তি বাতিল ঘোষণা : ১০ই রবিউস সানী, যিলহ্জ্জ, হিজরি-১০ 
১১০ : মোহারেবের প্রতিনিধি দল মোহামেদের প্রতিনিধি দল : হিজরি-১০
খাওলাদের প্রতিনিধি দল : শাবান হিঃ-১০
নাইসানের প্রতিনিধি দল : রমযান হিঃ-১০
বনু হারেস বিন কা’বের প্রতিনিধি দল : শাওয়াল হিঃ-১০
সালামের প্রতিনিধি দল : শাওয়াল, হিঃ-১০
১১১. শেষ রমযানে রসুল সা. কর্তৃক বিশ দিন এ’তে কাফ : রমযান হিঃ-১০
১১২. রসূল সা. এর সাথে মুসায়লামা কাযযাবের পত্রালাপ : হিঃ- ১০
১১৩. বিদায় হজ্জ
২৬ জিলকদ। দশম হিজরী। শনিবার জোহর ও আসরের মাঝামাঝি সময়ে মদীনা থেকে যাত্রা শুরু করেন। 
যুল হুলায়ফায় অবস্থান করেন শনি ও রবিবারের মধ্যরাত পর্যন্ত। 
-রবিবার যোহরের সময় এহরাম বাঁধেন। 
-যী তুয়া নামক স্থানে অবস্থান করেন রোববার রাতে। সেদিন ছিল ৪-ই জিলহজ্ব। 
-৫ তারিখে ফজরের পর যী তুয়া থেকে রওয়ানা করেন। সানিয়াতুল উলয়ার দিক দিয়ে নবীজি মক্কায় প্রবেশ করেন। 
-৫ তারিখ দুপুরে মসজিদুল হারামে প্রবেশ করেন। বনু আবদে মানাফের ফটক দিয়ে প্রবেশ করেন নবীজি। ওটাকে বনী শায়বা ফটকও বলা হতো। 
-জিলহজের ৮ তারিখ পর্যন্ত মক্কার বাইরে থাকেন। সাহাবীদের সঙ্গে নিয়ে মিনায় রাত্রিযাপন করেন। 
-মিনার দিকে যাত্রা করেন ৮ তারিখ। বৃহস্পতিবার পূর্বা‎েহ্ন। 
-৯তারিখে মিনা থেকে আরাফায় গমন করেন। সেদিন ছিল জুমাবার। সূর্যোদয়ের পর, দুব্বে কারইয়ার পথ ধরে, আরাফার পূর্বপ্রান্তের নামিরা নামক স্থানে গমন করেন। সেখানেই তাঁবু খাটানো হয়। 
-৯তারিখে মধ্যা‎েহ্নর খুতবা প্রদান করেন। খুতবার সময় নবীজি তার উটনি কুসউয়ার উপর সওয়ার ছিলেন। 
-আরাফায় সারাদিন অবস্থান করেন। মাগরিব পর্যন্ত কাতরভাবে কান্নাকাটি করে দু‘আ করেন। 
-৯ তারিখ সূর্য ডোবার পর, মুযদালিফার দিকে রওনা করেন। মাযবীনের পথ ধরে। 
-দশ তারিখে ফজরের পর, মুযদালিফা থেকে মাশআরে হারামের দিকে রওনা। এখানেও নবিজী সা. কাকুনি মিনতি করে দু‘আ করেন। তাসবীহ-তাকবীর-তাহলীল পড়তে থাকেন। 
-দশ তারিখে সূর্যোদয়ের আগেই মাশআরে হারাম থেকে মিনার দিকে রওনা করেন। 
- দশ তারিখে সুর্যোদয়ের পর থেকে দুপুর পূর্বা‎হ্ন পর্যন্ত পাথর নিক্ষেপ করেন। এ-সময় সূর্যের তাপ প্রখর হয়ে গিয়েছিল। 
-১০ তারিখে মিনায় খুতবা প্রদান করেন নবীজি সা.। দুপুরের আগে। 
-খুতবার পরে কুরবানী করেন। কুরবানির জন্যে ছিল ১০০টি উট। ৬০টা নবীজি নিজেই কুরবানি করেন। বাকিগুলো আলি রা. কে যবেহ করতে বলেন। যবেহ শেষ হলে মাথা মুন্ডান। 
-১০ তারিখে মাথা মুন্ডানোর পর, মিনা থেকে মক্কায় ফিরে প্রথমে তাওয়াফে ইফাদাহ সম্পন্ন করেন। 
-যোহর আদায় করে দিনের শেষ ভাগে, আবার মিনায় ফিরে যান। রাত মিনাতেই কাটান। 
-১১ জিলহজে মিনায় দ্বিতীয় খুতবা প্রদান করেন। সুনানে আবু দাউদে এ-খতুবার বিবরণ আছে। 
-১৩ তারিখে মিনা থেকে মুহাসসাব বা আবতাহে গমন করেন। সেদিন ছিল মঙ্গলবার। রাতে মক্কায় ফিরে বিদায়ী তাওয়াফ করেন। 
-১৩ ও ১৪-ই জিলহজের মধ্যবর্তী রাত, মানে ১৩ তারিখ দিবাগত রাতে মক্কা থেকে ফিরে আসেন। 
.
১১৪: ১১ হিজরীর মহররমের মাঝামাঝিতে নাখ‘আ থেকে প্রতিনিধি দল আগমন করে। এটাই ছিল নবীজির জীবদ্দশায় আসা সর্বশেষ প্রতিনিধি দল। 
.
১১৫: উসামা বাহিনীকে প্রেরণের হুকুম প্রদান। ১১ হিজরীর ২৬-শে সফর। এটাই নবিজীবনের সর্বশেষ সামরিক নির্দেশ। 
.
১১৬: ১১ হিজরীর সফরের শেষ ভাগে (সম্ভবত ২৯ তারিখে) নবীজির মৃত্যুযন্ত্রণা শুরু হয়। ১৩ দিন পর্যন্ত এই যন্ত্রণা স্থায়ী হয়েছিল। 
.
১১৭: মৃত্যুযন্ত্রণা তীব্র আকার ধারন। আম্মাজান আয়েশা রা.-এর ঘরে ইন্তেকালের আগের ৭দিন অবস্থান করেন। 
.
১১৮: ওফাতের ৫দিন আগে, বৃহস্পতিবার যোহরের পর নবীজি মসজিদে খুতবা প্রদান করেন। এটাই ছিল সর্বশেষ মসজিদে আসা ও সর্বশেষ খুতবা প্রদান। বিভিন্ন হাদীসে একাধিক খুতবার কথা বলা আছে। তবে, সব কথাই বোধ হয় এই এক খুতবাতেই আলোচনা করেছেন। 
.
১১৯: রবিউল আউয়ালের ১২ তারিখে নবীজি ইন্তেকাল করেন। তখন ছিল ১১ হিজরী। সময়: দুপুরের আগে। দিন ছিল সোমবার। তারিখ নিয়ে মতভেদ আছে। 
.
১২০: আম্মাজান আয়েশা রা.-এর হুজরাতে নবীজিকে দাফন করা হয়। 
.
.
.
প্রাথমিক পরিমার্জনার পর, নোট আকারে প্রকাশ করা হবে। ইনশাল্লাহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন