সোমবার, ১১ জুলাই, ২০১৬

ঢাকার প্রসিদ্ধ কওমি মাদরাসাসমূহে ভর্তি সংক্রান্ত তথ্যাবলী।

(১৪৩৭-৩৮ হিজরী শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে। ঈদের অানন্দোৎসব শেষ না হতেই কওমি অঙ্গনে শুরু হবে 'ভর্তিযুদ্ধ'!
নতুন বছরে অনেকেই ভর্তি হবেন নতুন মাদরাসায়। গাঁ ছেড়ে অাসবেন অচেনা ঢাকায়। এখনই হয়তো সবচে' ভাল মাদরাসাটির খোঁজ করছেন । 
*শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
ভর্তি তারিখ ৬ শাওয়াল ফি ১০০০ টাকা
> জামিয়া কারীমিয়া অারাবিয়া রামপুরা
ভর্তি শুরু : ১৩ জুলাই'১৬ বুধবার। ভর্তি ফি : ১৫০০/২০০০। চার্জ প্রযোজ্য।
> জামিয়া রাহমানিয়া অারাবিয়া (ক্বদীম)
ভর্তি শুরু : ৮ শাওয়াল ১৪ জুলাই'১৬ বৃহস্পতিবার। ফি : ঐ চার্জ প্রযোজ্য।
(অামরা শুধু ভর্তি ফি উল্যেখ করছি। অাবাসিক চার্জসহ অানুসাঙ্গিক খরচ অবশ্যই প্রযোজ্য। সবখানে প্রায় একই।)
> জা রা অা (জাদীদ)
ভর্তি শুরু : ৭শাওয়াল ১৩ জলাই'১৬ বুধবার। ফি : ১৫০০/২০০০। চার্জ প্রযোজ্য।
> এমদাদুল উলুম ফরিদাবাদ
ভর্তি শুরু : বুধবার। ফি : ৩৫০০/৪০০০। চার্জ প্রযোজ্য।
> জামিয়া শারইয়্যাহ মালিবাগ
১০ শাওয়াল শনিবার। ফি : ৪৫০০। চার্জ প্রযোজ্য।
> জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসা
ভর্তি শুরু : ৭শাওয়াল। বুধবার। ফি : ২৫০০/৩০০০।
> জামিয়া সাঈদিয়া কারীমিয়া
ভর্তি শুরু : ৭শাওয়াল বুধবার। ফি : ২৫০০। চার্জ প্রযোজ্য।
> জামিয়া হুসাইনিয়া অারজাবাদ
ভর্তি শুরু : ৬শাওয়াল মঙ্গলবার। ফি : ২৫০০। চার্জ প্রযোজ্য।
> দারুর রাশাদ মাদরাসা (সর্ট কোর্স)
ভর্তি শুরু : ১৩ জুলাই'১৬ বুধবার। ফি : ২৬০০/৩০০০। চার্জ প্রযোজ্য।
> দারুর রাশাদ স্কুল & মাদরাসা
ভর্তি শুরু : ঐ। ফি : ৮০০০। চার্জ প্রযোজ্য।
> জামিউল উলুম মিরপুর
ভর্তি শুরু : বৃহস্পতিবার। ফি : ২০০০/২৬০০। চার্জ প্রযোজ্য।
> জা ই দা উ অাকবর কমপ্লেক্স।
ভর্তি শুরু : ১১জুলাই'১৬ সোমবার। ফি :২০০০/২৫০০। চার্জ প্রযোজ্য।
> জামিয়া কুরঅানিয়া লালবাগ
ভর্তি শুরু : ১০শাওয়াল শনিবার। ফি : ৩০০০/৩৫০০। চার্জ প্রযোজ্য।
> বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার
ভর্তি শুরু : ৭শাওয়াল বুধবার। ফি : ১৫০০।
>শাইখ যাকারিয়া রিসার্চ সেন্টার
ভর্তি শুরু : ৫শাওয়াল সোমবার। ফি : ১০০০। চার্জ প্রযোজ্য।
> ঢালকা নগর মাদরাসা
ভর্তি শুরু : ৮ শাওয়াল বৃহস্পতিবার। ফি : ২২০০/২৫০০। চার্জ প্রযোজ্য।
(ভর্তি শুধু খুসূসিতে হবে)
> জামিয়াতুসসিদ্দিকিয়া ফুরফুরা
ভর্তি শুরু : ৬শাওয়াল মঙ্গলবার। ফি : ২৫০০/৩০০০। চার্জ প্রযোজ্য।
স্মর্তব্য : অাপনার পছন্দের মাদরাসায় ভর্তি শুরুর কমপক্ষে একদিন অাগে চলে অাসুন।
ভর্তিচ্ছু জামাতে পরীক্ষার জন্য ‌বিগত বছর পঠিত কিতাবগুলোর সবচে' গুরুত্বপূর্ণ কিতাবসমূহ মুতালা'অা করে রাখুন। পরীক্ষক অাপনার মাদরাসার হাসিখুশি শিক্ষকের মতই একজন। ভয় পেলে ইমতিহান খারাপ হবে; কাঙ্খিত নাম্বার না পেলে চান্স খোয়াতেও হতে পারে।
অাপনার শহর থেকে ঢাকার যাতায়াত কষ্টসাধ্য না হলে যৎসামান্য জিনিষপত্র ছাড়া অন্যান্য অাসবাব পরে অানলেই ভাল। সঙ্গে বয়ে বেড়াতে হবে না। ট্রাংক, বেডসিট পরে কিনুন। কারণ, অনেক মাদরাসা থেকে পরিমাপ নির্ধারিত থাকে। স্ট্যাম্প ও পাসপোর্ট সাইজ একাধিক ছবি অাজই তুলে রাখুন। প্রয়োজনাতিরিক্ত টাকা সঙ্গে না রাখাই শ্রেয়। তবে নির্ধারিত ভর্তি ফি'র7/10/2016

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন