সোমবার, ১১ জুলাই, ২০১৬

কোকাকোলার লগোর হাকীকত



কোকাকোলা কোম্পানী তাদের লগো ডিজাইনের জন্য বিশ্বব্যাপী ইশতেহার ও বিজ্ঞাপন দিয়েছিলো। বিভিন্ন ওয়েবসাইটে ঘোষণাও দেওয়া হয়েছিলো যে, সবচেয়ে উত্তম ডিজাইনারকে লক্ষ ডলার পুরস্কার দেয়া হবে। ঘোষণা শুনে লাখো কম্পিউটার ডিজাইনার এতে কাজ শুরু করে দেয়। এক হারামজাদা মার্কিন ডিজাইনার একে ক্রুসেড ভঙ্গিতে ডিজাইন করে। সে কোকাকোলা ডিজাইনে এমন এক ফন্ট ব্যাবহার করেছে যে, কোকাকোলা হাতে নিয়ে বোতলের উল্টো দিক থেকে যদি লেখাটি পড়েন, তাহলে দেখবেন যে আরবিতে লেখা لا محمد و لا مكه (অর্থাৎ না মুহাম্মাদ না মক্কা) নাউযুবিল্লাহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন