বুধবার, ২০ জুলাই, ২০১৬

......পোশাক সম্পর্কে নির্দেশনা ........

Md Harun
(১)

রাসুলুল্লাহ (সাঃ) ঐসব পুরুষদের প্রতি অভিসম্পাত করেছেন যারা মহিলাদের ন্যায় পোশাক পরিধান করে এবং ঐসব মহিলাদের প্রতি অভিসম্পাত করেছেন যারা পুরষদের ন্যায় পোশাক পরিধান করে।"(আবু দাউদ ২য় খঃ৫৬৬পৃঃ)


(২)
"যে ব্যক্তি দুনিয়াতে প্রসিদ্ধি লাভের পোশাক পরিধান করে, কিয়ামতের দিন আল্লাহ তায়ালা তাকে লাঞ্ছনা ও অবমাননার পোশাক পরিধান করাবেন।"(আবু দাউদ২য় খঃ৫৫৮পৃঃ)

(৩)
"পায়জামা বা লুঙ্গি দ্বারা টাখনুদ্বয়ের যে অংশ আবৃত থাকবে, তা জাহান্নামে যাবে।"(বুখারী ২য় খঃ৮৬)

(৪)
আমার উম্মতের পুরুষদের জন্য স্বর্ণ ও রেশমী কাপড় ব্যবাহার হারাম করা হয়েছে এবং মহিলাদের জন্য তা হালাল করা হয়েছে।"(তিরমিযী ২য় খঃ৩০২পৃঃ)

(৫)
তোমরা সাদা রঙের পোশাক পরিধান কর। কেননা এটি অধিক পবিত্র ও পরিস্কার। আর সাদা কাপড়েই তোমাদের মৃত ব্যক্তিদের কাফন দাও।"(শামায়েলে তিরমিজি পৃষ্ঠা ৫)

(৬)
"যে ব্যক্তি যেই জাতি বা সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদের দলভুক্ত হিসেব গন্য হবে। অর্থাৎ পরকালে তাদের সাথে তার হাশর হবে।"(আবু দাউদ ২য় খঃ৫৫৯পৃঃ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন