বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।



  Emran Hossain Adib 
ব্লগার
 

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।যারা দেশের জন্য নিজের প্রান কে বিসর্জন দিয়েছে তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা আর ভালোবাসা।দোয়া করি আল্লাহ্‌ যেন তাদের কবর কে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। 

,

ভাই ফুল, বুট জুতার আওয়াজ,গালে ট্যটো একে নয়,দোয়া এবং তেলোয়াতের মাধ্যমে তাদের স্মরণ করুন।তাদের কবরে ফুলের সুবাস আর তোমাদের মিউজিক পূর্ণ দেশিয় গান কোন ফায়দা পৌছাতে পারবে না।তারা তোমাদের দিকে চাতক পাখির ন্যয় ইছালে ছওয়াব এর জন্য তাকিয়ে আছে।যখনি তোমরা মিউজিক বাজিয়ে তাদের ত্যাগের কথা স্মরণ করো,তখন তারা তোমাদের এ কাজের জন্য ব্যথিত হয়ে তাদের অন্তরের আশার প্রদীপ নির্বাপিত হয়ে ক্রোধের বাতি প্রজ্বলিত হয়।তাই গান নয় দোয়া চাই। 
,
গানে গানে শহীদদের স্বরন করা বেউকুফি কাজ।কারন আপনার কোন রিলেটিভ ইন্তেকাল করলে গান বাদ্য বাজিয়ে তাদের স্বরন করেন,নাকি দোয়ার মাধ্যমে ? নিশ্চয়ই দোয়ার মাধ্যমে।কিন্তু তাদের বেলায় ব্যতিক্রম কেন ? তাদের কি ছওয়াবের প্রয়োজন নেই ? নিশ্চয়ই আছে।তাই দোয়া চাই গান নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন