=> নববী আদর্শের আলোককে সুখময় জীবনের সন্ধানে
=> লেখক: ড. শায়খ মুহাম্মদ বিন আব্দুর রহমান আরিফী (হাফি.)
=> লেখক: ড. শায়খ মুহাম্মদ বিন আব্দুর রহমান আরিফী (হাফি.)
প্রকাশনায়: দাওরাতুল হাদীস (মাস্টার্স) সমাপনী ছাত্রবৃন্দ (১৪৩৪-৩৫ হি.) আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম মাদানীনগর
মূল্য: ৪২০ টাকা
=> বই সম্পর্কে কিছু কথা: আরব বিশ্বে সাড়া জাগানো বিখ্যাত গ্রন্থ استمتع بحياتك লেখক ড. শায়খ মুহাম্মাদ বিন আব্দুর রহমান আরিফী। ইসলামের জন্য নিবেদিতপ্রাণ একজন সাচ্চা দাঈ। ইসলামের সৌন্দর্যকে সাবলীল ভাষায় উম্মাহর সম্মুখে তুলে ধরার ক্ষেত্রে তিনি অতুলীয়। লেখনীর ময়দান ও বক্তৃতার অঙ্গনে বর্তমান আরব বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্রে তিনি। বক্ষ্যমাণ গ্রন্থটি তার একটি অমর সৃষ্টি। আচরণ-দক্ষতাকে পরিস্ফুট করার শত কৌশল তিনি এতে তুলে ধরেছেন।
কিতাবটির বাক্যবিন্যাস ও শব্দচয়ন অসাধারণ। প্রাঞ্জল ও জাদুময় লেখায় তিনি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন - আখলাক চরিত্র, চিন্তা-চেতনা ও মানবীয় মহৎ গুণাবলির বিকাশ ঘটিয়ে আমরা আমাদের জীবনকে কীভাবে উজ্জ্বল করতে পারি। কীভাবে আমরা সুন্দর ও শান্তিপূর্ণ একটি সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারি। সর্বোত্তম আখলাক ও চরিত্রের অধিকারী হয়ে কীভাবে নিজেদের জীবনকে আলোকিত ও সাফল্যমণ্ডিত করতে পারি।
Download link
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন