বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

কালিমায় তাইয়িবা


একজন মুসলিম হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে কালিমায় বিশ্বাস স্থাপন করা।কিন্তু আজ আমরা এক দিকে যেমন মুখে কালিমা উচ্চারণ করছি,অন্যদিকে আমাদের কাজের দ্বারা কালিমাকে অস্বীকার করছি।একদিকে বলছি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, আবার আমাদের কাজে কর্মে অনেককেই ইলাহ হিসেবে গ্রহণ করছি।সাহাবাগণ যে মুহূর্তে কালিমার ঘোষণা দিয়ে মুসলমান হয়েছেন সে মুহূর্তে তাদের জীবনের আমূল পরিবর্তন হয়েছিল।রাসুল(সাঃ) মূলত এই একটি মাত্র কালিমার বানী দিয়ে মক্কার পুরো নেতৃত্বকে মোকাবেলা করেছিলেনপুরো আরব এবং পর্যায়ক্রমে সারা বিশ্বে ইসলামের বিজয় আসন্ন করেছিলেন।কিন্তু আজকের মুসলিমরা কালিমার নেতৃত্ব সম্পর্কে ওয়াকিবহাল নয়।এ অবস্থার মূলে রয়েছে কালিমার প্রকৃত অর্থ ও দাবি সম্পর্কে সঠিক ধারণার অনুপস্থিতি।আলোচ্য বইয়ে এই বিষয়গুলোর উপর বাস্তবভিত্তিক আলোচনা ও ব্যাখ্যা করা হয়েছে।

লেখকঃআজিজুর রহমান খান

প্রকাশকঃখান প্রকাশনী

পৃষ্ঠা সংখ্যাঃ৩২

ডাউনলোড লিঙ্ক


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন