বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

সময়ের মূল্য বুঝতেন যারা


লেখক পরিচিতিঃতিনি হচ্ছেন আ'রবের গত শতাব্দির বিখ্যাত হানাফি,দেওবন্দি ভাবধারার মুহসিন মুহাদ্দিসুন নাক্বেদ,মুফাক্কিরে ইসলাম, ইসলামিক স্কলার,বহু বিখ্যাত ও গুরত্বপূর্ণ কিতাবের লিখক ও তা'লীক কারী,সর্বজন শ্রদ্ধেয় আল্লামা শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ(রহিমাহুল্লাহ). জন্মঃ১৯১৪ খৃ। মৃত্যুঃ১৯৯৭. তার ১৫০এর অধিক উস্তাদ ছিল তাদের মধ্যে বিশিষ্ট উসমানী খিলাফতের শায়খুল ইসলামের সেক্রেটারি আল্লামা জাহিদ আল কাওসারি রহিমাহুল্লাহ, বিশ্ব বিখ্যাত মুহাদ্দিস পাকিস্তানের আল্লামা রশিদ আহমদ নু'মানী,ভারতের দেওবেন্দের বিখ্যাত আকাবির ও মুহাদ্দেস আল্লামা জাফর আহমদ উসমানী ও তার ভাগীনা শাব্বির উসমানী রহিমা হুমাল্লাহ।ইত্যাদি। তার প্রখ্যাত ছাত্রদের মধি কিছুর নাম নিন্মোক্তঃ
বর্তমান যামানার বিখ্যাত মুহাদ্দিস ও মুফাক্কির শাইখ মুহাম্মদ আওয়ামা,শাইখ মাহমুদ সাঈদ আল মামদুহ,পাকিস্তানের বিখ্যাত মুফতী ও মুহাদ্দিসুন নাক্বেদ শাইখুল ইসলাম আল্লামা জাস্টিস তাক্বী উসমানী, বাঙ্গলাদেশের মুহাদ্দিসুন নাক্বেদ আল্লামা মুফতি মুহাম্মাদ আব্দুল মালেক(মারকাজুদ দাউয়া আল ইসলামিয়ার মুশরেফ) প্রমুখ হাফিজাহুমুল্লাহু তা'লা।

ডাউনলোড লিঙ্ক http://www.mediafire.com/?9rkx2ahzh21esxp


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন