বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম



বইঃ প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)

লেখকঃ আল্লামা ডঃ মুহম্মদ ইনায়েতুল্লা সুবহানী

অনুবাদঃ মুহম্মদ জালালুদ্দীন বিশ্বাস

বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স
“আজ থেকে আড়াই যুগ আগে (বইয়ে দেয়া দেড় যুগ কারণ বইটি ১৯৯৯ সালের) প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এঁর উপর আরবি ভাষায় একটি চৌদ্দ খন্ডের ‘জীবনী বিশ্বকোষ’ প্রকাশ করেন। এই বিশ্বকোষের অন্যতম সম্পাদক ভারতীয় আলেম মুহাম্মদ আব্দুল হাই সাহেবের একান্ত আগ্রহে এ গ্রন্থটির উর্দূ অনুবাদের দ্বায়িত্ব প্রাপ্ত হন ভারতের অন্য একজন বিখ্যাত আলেম ডঃ মুহম্মদ ইনায়েতুল্লাহ সুবহানী। ডঃ সুবহানী এই কাজ সম্পন্ন করার পর ঐ চৌদ্দ খন্ডের সীরাত গ্রন্থ অবলম্বনে উর্দূ ভাষায় অতি সংক্ষেপে চৌদ্দটি অধ্যায়ে ‘মুহম্মদে আরাবী (সাঃ)’ নামে রচনা করেন বর্তমান গ্রন্থটি। এ গ্রন্থটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং দেশ বিদেশের একাধিক ভাষায় তার অনুবাদ প্রকাশিত হয়। খ্যাতিমান সাংবাদিক ও সাহিত্যিক মুহম্মদ জালালুদ্দীন বিশ্বাস এই গ্রন্থটির বাংলা অনুবাদ সম্পন্ন করেন।”

                                                                                      ডাউনলোড করুন :

                                    http://www.mediafire.com/download/66niezkl0d7z5qo/Priyo+Nobi.pdf


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন