১৯৯২ সালে জুলফিকার আহমদ নক্বশবন্দী হাফিজাহুল্লাহ কর্তৃক সম্পূর্ণ অচেনা সদ্য স্বাধীনতাপ্রাপ্ত, ইমাম বুখারী, ইমাম তিরমিজী (রা:) –সহ লাখো উলামায়ে কেরামের জন্মভূমি মধ্য এশিয়ার রাষ্ট্র উজবেকিস্তান সফরকে ঘিরে রচিত গ্রন্থটি আমাদের ধারণা আরও অনেককে মুগ্ধ করবে।
ভ্রমণকাহিনী হিসেবে লেখা হলেও “লাহোর থেকে বুখারা” কেবল বিভিন্ন দৃশ্যের বর্ণনায় সীমাবদ্ধ নয়। বরং ভ্রমণ কাহিনীর আড়ালে গ্রন্থটি আল্লাহ তায়ালার অদৃশ্য সাহায্যের এক অনুপম বর্ণনায় পূর্ণ। কিছু অংশ পড়ার সময় হৃদয়ে অদ্ভুত এক অবস্থা তৈরি হয়। প্রশ্ন জাগে; সত্যিই কি এমন কিছু সম্ভব! যেহেতু লেখকের স্বহস্তে লিখিত, সেই হিসেবে অবিশ্বাসের কিছু নেই। বরং রিয়ার আশঙ্কায় অনেক কিছু হয়তো প্রকাশ করেননি, এমন ধারণা করা যেতে পারে।
Download original PDF file
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন