বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

আল কুরআনের আলোকে শিরক ও তওহীদ


বইঃ আল কুরআনের আলোকে শিরক ও তওহীদ
মানবজাতির শ্রেষ্ঠ সন্তান, সর্বশ্রেষ্ঠ নবী, রাসূলুল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ১৪০০ বছরের অধিক কাল কেটে গেছে। তাঁর উম্মাহ আজ ছোট শিকড় থেকে বিশাল বটবৃক্ষে রূপ নিয়েছে। কিন্তু যুগের পর যুগ ক্রুসেডারদের অপ-পরিকল্পনা, শাসকদের অমনযোগীতা, দ্বীন শিক্ষার অপ্রতুলতা আর অশ্লীলতার ভয়াল থাবায় এই উম্মাহ আজ তাওহীদের জ্ঞানের অভাবে আজ দিশেহারা হয়ে নানা শিরকে জড়িয়ে পড়ছে। আজকের এই সমাজ ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে ছোট বড় বাহারি শিরক মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখছে। এরই প্রেক্ষিতে, সম্মানিত আলেমে দ্বীন মওলানা মুহাম্মাদ আব্দুর রহীম (রহ) তাঁর অমূল্য গ্রন্থ ‘আল-কোরআনের আলোকে শিরক ও তাওহীদ’ এ তাওহীদ ও শিরকের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছে। তম্নধ্যে উল্লেখযোগ্যঃ

*কার্যাবলীর ক্ষেত্রে তাওহীদ
*লালন-পালনের ক্ষেত্রে তাওহীদ
*ইবাদাতে তাওহীদ
*আইন প্রণয়নে তাওহীদ
*আনুগত্যের তাওহীদ
*আল্লাহ এবং তাঁর পরিচিতির বিশ্ব ব্যাপকতা প্রভৃতি

বইটি নিজে পড়ুন, অন্যকে পড়তে উদ্বুদ্ধ করুন।

প্রকাশকঃখায়রুন প্রকাশনী

ডাউনলোড লিঙ্কঃ 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন