বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

তাবুক যুদ্ধে হযরত ওমর (রা)

তাবুক যুদ্ধের আগে নবী (সা) জিহাদের জন্য অনুদান সংগ্রহের ঘোষনা দিলেন।
প্রত্যেকে যার- যার সামর্থ অনুযায়ী অনুদান নিয়ে এলেন। হযরত ওমর (রা) ভাবলেন, আজ আমি আবু বক্করকে হারাতে পারব। আজ না পারলে আর কোন দিন পারবনা!

তিনি নিজের সমুদয় সম্পদকে দুই ভাগ করে এক ভাগ ঘরে রেখে বাকিটা নিয়ে দরবারে-নবুওতে হাজির হলেন।
প্রশ্নটা যদি এই হত যে, ওমর তুমি কী পরিমান এনেছ? আবু বক্কর, তুমি কী পরিমান এনেছ? তা হলে নিশ্চয়ই আজ ওমর জয়ী হতেন।
আমরা যখন মসজিদ-মাদরাসার জন্য চাঁদা সংগ্রহ করি, তখন কিন্তু এভাবেই মূল্যায়ন করি যে, কে কত দিল। কে কত-কী রেখে এল, তা কিন্তু আমরা দেখি না।
কিন্তু আল্লাহর রাসূল (সা) মূল্যায়ন করলেন ভিন্নভাবে। নবী (সা) জিজ্ঞেস করলেন, ওমর, ঘরে কী রেখে এসেছ?
হযরত ওমর(রা) বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ যা ছিল, তার অর্ধেক রেখে বাকি অর্ধেক নিয়ে এসেছি।
নবী করীম (সা) বললেন, তুমি ঘরে কী রেখে এসেছ? আবুবক্কর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। বাকি সমস্ত সম্পদ তন্ন তন্ন করে খুজে নিয়ে এসেছি।
তাফসীরে আযীযিতে আছে, হযরত আবুবক্কর (রা)ঘরের বেড়ায় কি যেন খুঁজতে ছিলেন।
মেয়ে জিজ্ঞেস করল, আব্বাজান, আপনি কি তালাশ করছেন?
বললেন, একটি সুই রাখা ছিল, সেটি খুঁজছি।

আল্লাহর পথে দানের এই প্রতিযোগিতায়ও হযরত আবুবক্কর (রা) জয়ী হলেন। 
( সহীহ বুখারী )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন