‘ইসলাম মানেই সন্ত্রাস’- এ ধারণা ভুল বলে মনে করেন পোপ ফ্রান্সিস। ইসলাম সম্পর্কে এই ভ্রান্ত ধারণা দূর করতে মুসলিম নেতাদের বিশ্বব্যাপী সন্ত্রাসের নিন্দা করে বক্তব্য রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
“আপনি এটা একদমই বলতে পারেন না। যেমন আপনি বলতে পারেন না, সব খ্রিস্টানই মৌলবাদী। আমাদের কিছু অংশ মৌলবাদী। সব ধর্মেই এ ধরনের কিছু মানুষ থাকে।”
“মুসলিমরা বলে: না আমরা এমন (সন্ত্রাসী) নই। আল কুরআনে শান্তির কথা লেখা আছে। এটি ভবিষ্যতের শান্তির বাণী সমৃদ্ধ একটি গ্রন্থ।”
তুরস্ক সফর শেষে বিমানে ওঠার আগে সাংবাদিকদের একথা বলেন রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
তিনি বলেন, পশ্চিমা বিশ্বে অনেকেই ইসলাম ধর্মের সঙ্গে সন্ত্রাসকে এক করে দেখার কারণে সেখানে মুসলিমরা আক্রমণের শিকার হচ্ছে।
এর আগে ২০০৬ সালে এক বক্তব্যে ফ্রান্সিসের পূর্বসূরি পোপ ষোড়শ বেনেডিক্ট বলেছিলেন, ইসলাম সন্ত্রাস উস্কে দিচ্ছে বলেই তিনি মনে করেন।
তার এ মন্তব্যে মুসলিম বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। পরে অবশ্য বেনেডিক্ট বলেছিলেন, তিনি ভুল বুঝেছিলেন এবং এজন্য তিনি ক্ষমাও প্রার্থণা করেন।
তবে এ বছর ইসলামিক স্টেটের (আইএস) ভয়ঙ্কর নিষ্ঠুরতা ইসলাম সম্পর্কে বিশ্ববাসীর মনে আবারো খারাপ ধারণারই জন্ম দিচ্ছে।
আইএস জঙ্গিরা ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখল করেছে এবং ওইসব এলাকার খ্রিস্টান বাসিন্দাদের ওপর নিষ্ঠুর নির্যাতন চালিয়ে যাচ্ছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাস করা খ্রিস্টান ধর্মাবলম্বীদের শান্তি ও নিরাপত্তার জন্য আধুনিক ইসলামের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে যাচ্ছেন পোপ ফ্রান্সিস।
মুসলিম নেতাদের পরামর্শ দিয়ে তিনি বলেন, “আমি প্রেসিডেন্টকে (তুরস্কের প্রেসিডেন্ট তায়েপ এরদোয়ান) বলেছি, “ইসলামের সব নেতারা (রাজনৈতিক, ধর্মীয় বা প্রাতিষ্ঠানিক সব ধরনের নেতা) যদি সন্ত্রাস নিয়ে পরিষ্কারভাবে কথা বলেন এবং এর নিন্দা করেন তবে খুব ভাল হয়। কারণ তা বিশ্বের মুসলিমদের জন্য সহায়কই হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন