আব্বাসী খলীফা মুতাওয়াক্কিল বিল্লাহ। তার দরবারে একটা মামলা এলো। এক লোক মসজিদের ইমাম সাহেবকে চড় মেরেছে:
-কী ব্যাপার, তুমি ইমাম সাহেবকে চড় মারলে কেন?...
-আমীরুল মুমিনীন! এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আমি নিজেকে ধরে রাখতে পারিনি!
-ঘটনাটা খুলে বলো!
-সফরে বের হয়েছি! একটু তাড়া ছিল, এক মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় আযান দিলেন! আযানটা বেশ আগেই হয়ে গেছে! ভাবলাম ভালোই হলো, নামাযটা পড়েই যাই! নামায শুরু হলো। ইমাম সাহেব প্রথম রাকাতে ফাতিহার পর সূরা বাকারা শুরু করলেন। প্রথমে আঁতকে উঠলেও, ভাবলাম কয়েক আয়াত পড়বেন! পড়তে পড়তে প্রথম রাকাতে সূরা বাকারা শেষ করলেন! পায়ে তখন ব্যথা! দ্বিতীয় রাকাতের জন্যে দাঁড়ালাম! ভাবলাম এই রাকাতে বোধ হয় সূরা ইখলাসই পড়বে! ভুল প্রমাণ করে, তিনি সূরা আলে ইমরান ধরলেন। কয়েক পড়বে বোধ হয়! ওমা, পড়তে পড়তে পুরো সূরা শেষ করে তবেই রুকুতে গেলেন!
-উনি তো খারাপ কিছু করেছেন বলে মনে হচ্ছে না! এখানে চড় মারার মতো কী হলো?
-আমার কথা শেষ হয়নি!
-ও আচ্ছা! বলো।
-সালাম ফিরিয়ে দুই-পা ছড়িয়ে হাঁপাচ্ছি আপর পা টিপছি! ইমাম সাহেব আমাদের দিকে ফিরে বললেন:
-মুসল্লী ভাইয়েরা! দুঃখিত! আমার শরীর পাক ছিল না! ভুলে গিয়েছিলাম! নামায দোহরাতে হবে!
আমীরাল মুমিনীন! আমি তখন নিজেকে স্থির রাখতে পারিনি! এমনিতেই সারারাত হেঁটে ক্লান্ত! তায় আবার সূর্য প্রায় উঠি উঠি করছিল
-কী ব্যাপার, তুমি ইমাম সাহেবকে চড় মারলে কেন?...
-আমীরুল মুমিনীন! এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আমি নিজেকে ধরে রাখতে পারিনি!
-ঘটনাটা খুলে বলো!
-সফরে বের হয়েছি! একটু তাড়া ছিল, এক মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় আযান দিলেন! আযানটা বেশ আগেই হয়ে গেছে! ভাবলাম ভালোই হলো, নামাযটা পড়েই যাই! নামায শুরু হলো। ইমাম সাহেব প্রথম রাকাতে ফাতিহার পর সূরা বাকারা শুরু করলেন। প্রথমে আঁতকে উঠলেও, ভাবলাম কয়েক আয়াত পড়বেন! পড়তে পড়তে প্রথম রাকাতে সূরা বাকারা শেষ করলেন! পায়ে তখন ব্যথা! দ্বিতীয় রাকাতের জন্যে দাঁড়ালাম! ভাবলাম এই রাকাতে বোধ হয় সূরা ইখলাসই পড়বে! ভুল প্রমাণ করে, তিনি সূরা আলে ইমরান ধরলেন। কয়েক পড়বে বোধ হয়! ওমা, পড়তে পড়তে পুরো সূরা শেষ করে তবেই রুকুতে গেলেন!
-উনি তো খারাপ কিছু করেছেন বলে মনে হচ্ছে না! এখানে চড় মারার মতো কী হলো?
-আমার কথা শেষ হয়নি!
-ও আচ্ছা! বলো।
-সালাম ফিরিয়ে দুই-পা ছড়িয়ে হাঁপাচ্ছি আপর পা টিপছি! ইমাম সাহেব আমাদের দিকে ফিরে বললেন:
-মুসল্লী ভাইয়েরা! দুঃখিত! আমার শরীর পাক ছিল না! ভুলে গিয়েছিলাম! নামায দোহরাতে হবে!
আমীরাল মুমিনীন! আমি তখন নিজেকে স্থির রাখতে পারিনি! এমনিতেই সারারাত হেঁটে ক্লান্ত! তায় আবার সূর্য প্রায় উঠি উঠি করছিল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন