বুধবার, ১৮ মে, ২০১৬

আজ কুখ্যাত এক চুক্তির একশত বৎসর পূর্তি হচ্ছে। Atik Ullah Atik



আজ কুখ্যাত এক চুক্তির একশত বৎসর পূর্তি হচ্ছে। সাইকো-পিকো চুক্তি। ১৯১৬ সালের ১৬ই মে এই চুক্তি বাস্তবায়িত হয়েছিল। ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে। সমর্থন ছিল রাশিয়ার। সহযোগিতায় ছিল আজকের সৌদি আরব। এই চুক্তির ফলে:
ক: মুসলিম বিশ্বের ঐক্য ভেঙে খানখান হয়ে গিয়েছিল। ২২ টা আরব রাষ্ট্র তৈরী হয়েছিল।
খ: কল্পিত মানচিত্র আর বানানো পতাকার কারণে আরবদের মধ্যে পরস্পর শত্রুতার বীজ বপন করা হয়েছিল।
গ: উসামানি খিলাফাহ বিলুপ্ত করার পথ সুগম হয়েছিল। 
ঘ: ফিলাস্তীন সমম্যার উদ্ভব ঘটেছিল। কুদসে ইহুদিদের বসতি স্থাপন বৈধতা পেয়েছিল।
-
সৌদি আরবের সমর্থন ও সার্বিক সহযোগিতা ছাড়া, এই চুক্তি কিছুতেই বাস্তবায়ন করা সম্ভব ছিল না। সৌদি আরবের ইতিহাস ঘাঁটলে একটা আজীব বিষয় বের হয়ে আসে:
-কী সেই আজীব বিষয়?
-কালিমার সাথে সম্পর্ক!
-কিভাবে?
-দেখুন:
১: সৌদি আরবের জাতীয় পতাকার প্রতীক হলো: লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
২: সৌদি আরব শুরু থেকেই চুক্তি করেছে, বন্ধুত্ব গড়েছে এই কালিমার শত্রুদের সাথে। সেই সাইকো-পিকো থেকে বর্তমানে আমেরিকা পর্যন্ত।
৩: সৌদি আরব শুরু থেকেই এই কালিমা পাঠ করা মুসলমানের বিরুদ্ধেই সব সময় যুদ্ধ করে এসেছে। উসমানি খিলাফাহ থেকে বর্তমানে ইরাক-সিরিয়া-ইয়ামান পর্যন্ত।
-
আলহামদুলিল্লাহ! ইংরেজ-ফরাসি-সৌদি ষড়যন্ত্রে করা এইসব কল্পিত সীমানা ভেঙে চুরমার করে দেয়ার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ইরাক-সিরিয়ার সীমান্তকে গুঁড়িয়ে দেয়া হয়েছে। বাকিটা সময়ের অপেক্ষা।
নিচের প্রথম ছবিতে দেখা যাচ্ছে: আবদুল আযীয আলে সৌদ ছবিতে পোজ দিচ্ছেন। দুই পাশে আছে দুই কালপ্রিট: ইংরেজ সাইকস ও ফরাসী পিকো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন