বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

১ম শতক থেকে ১৪ শতক পর্যন্ত মুজাদ্দেদীনে কেরাম

Mohiuddin Kasemi

মুজাদ্দেদ অর্থ সংস্কারক। যারা ইসলামী দুনিয়ার আমূল পরিবর্তন ঘটিয়ে থাকেন। প্রত্যেক শতক ও শতাব্দীতেই এক বা একাধিক এমন মুজাদ্দেদ আল্লাহ তাআলা পাঠিয়ে থাকে। বিশেষজ্ঞ আলেমদের মত, ব্যক্তি যেমন মুজাদ্দেদ হতে পারে, তদ্রপ প্রতিষ্ঠান ও সংগঠনও মুজাদ্দেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। 
--
১ম হিজরি শতকে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহ.।
২য় হিজরি শতকে মুহাম্মদ ইবনে ইদরিস শাফেঈ রহ.।
৩য় হিজরি শতকে আবুল আব্বাস আহমদ ইবনে শুরাইহ রহ.।
৪র্থ হিজরি শতকে আবুবকর ইবনুল খতিব বাকিল্লানি রহ.।
৫ম হিজরি শতকে আবু হামেদ গাজালি রহ.।
৬ষ্ঠ হিজরি শতকে আবু আব্দল্লাহ রাজি রহ.।
৭ম হিজরি শতকে তাকিউদ্দিন ইবনে দাকিকুল ঈদ রহ.।
৮ম হিজরি শতকে জাইনুদ্দিন ইরাকি, শামসুদ্দিন জাযারি ও সিরাজুদ্দিন বালকীনি রহ.।
৯ম হিজরি শতকে জালালুদ্দিন আবদুর রহমান সূয়ুতি ও শামসুদ্দিন সাখাবি রহ.।
১০ম হিজরি শতকে শিহাবুদ্দিন রামলি ও মোল্লা আলি কারী রহ.।
১১শ হিজরি শতকে শায়খ আহমদ সেরহিন্দি মুজাদ্দেআলফেসানী রহ.।
১২শ হিজরি শতকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দেসে দেহলবি রহ.।
১৩শ হিজরি শতকে সাইয়্যেদ আহমদ শহিদ রহ.।
১৪শ হিজরি শতকে আশরাফ আলী থানবী ও মুহাম্মদ ইলয়াস রহ.।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন