বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

প্রশ্নঃ খুতবা পাঠ করার পর বিবাহ কিভাবে পড়াবে?

প্রশ্নঃ বিবাহের খুতবা দাঁড়িয়ে পড়বে না বসে পড়বে? এবং তা শ্রবণ করার হুকুম কি?

উত্তরঃ বিবাহের খুতবা দাঁড়িয়ে পড়াই নিয়ম। বসেও পড়া জয়েয। এবং তা চুপচাপ শ্রবণ করা ওয়াজিব। (দেখুনঃ ফাতাওয়ায়ে রাহীমিয়া)

on প্রশ্নঃ বিবাহের খুতবা দাঁড়িয়ে পড়বে না বসে পড়বে? এবং তা শ্রবণ করার হুকুম কি?

প্রশ্নঃ খুতবা পাঠ করার পর বিবাহ কিভাবে পড়াবে?

উত্তরঃ খুতবা পাঠ করার পর দুজন স্বক্ষীর সম্মুখে তাদেরকে শুনিয়ে উকীল (বা পাত্রী) পাত্রকে বা তার নিযুক্ত প্রতিনিধিকে পাত্রীর পরিচয় প্রদান পূর্বক বিবাহের প্রস্তাব পেশ করবে এবং পাত্র বা তার প্রতিনিধি তার পক্ষ হয়ে আমি কবুল করলাম বা আমি গ্রহণ করলাম বা ইত্যকার কোন বাক্য বলে সে প্রস্তাব গ্রহণ করবে। ব্যস, বিবাহ সম্পন্ন হয়ে গেল। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

on প্রশ্নঃ খুতবা পাঠ করার পর বিবাহ কিভাবে পড়াবে?

প্রশ্নঃ বিবাহের খুতবা পাঠ করার শরয়ী বিধান কি? এবং তা কখন পাঠ করবে?

উত্তরঃ বিবাহের খুতবা পাঠ করা মোস্তাহাব। এই খুতবা ইজাব কবূলের পূর্বে পাঠ করবে। এবং তা ঐ সময় হওয়া সুন্নাত। (দেখুনঃ ফাতাওয়ায়ে রাহীমিয়া, ফাতাওয়ায়ে মাহমুদিয়া)

on প্রশ্নঃ বিবাহের খুতবা পাঠ করার শরয়ী বিধান কি? এবং তা কখন পাঠ করবে?

প্রশ্নঃ আকদ করতে চাইলে প্রথমে কি কাজ করতে হবে?

উত্তরঃ আকদ করতে চাইলে পূর্বে মহর ধার্য না হয়ে থাকলে প্রথমে মহর ধার্য করবে। (সামর্থ অনুযায়ী) কম মহর ধার্য করার মধ্যেই বরকত নিহিত। (দেখুনঃ ফাতাওয়ায়ে রাহীমিয়া)

on প্রশ্নঃ আকদ করতে চাইলে প্রথমে কি কাজ করতে হবে?

প্রশ্নঃ বিবাহের খবর প্রচার করার হুকুম কি?

উত্তরঃ এ’লান বা ঘটা করে অর্থাৎ, বিবাহের খবর প্রচার করে বিবাহের আকদ সম্পন্ন করা সুন্নাত। বিনা ওজরে এ’লান ছাড়া গোপনে বিবাহ পড়ানো সুন্নাতের খেলাফ। (দেখুনঃ ফাতাওয়ায়ে রাহীমিয়া)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন