বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

জাঁনশীনে শায়খুল ইসলাম হযরত সাইয়েদ হুসাইন আহমদ মাদানী (রহ.)



জাঁনশীনে শায়খুল ইসলাম হযরত সাইয়েদ হুসাইন আহমদ মাদানী (রহ.), জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি, আওলাদে রাসূল হযরত মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী (দা. বা.)। একটা হিন্দু ভারতের কথা, সাইয়েদ মাদানী যেখানেই যাবেন ভারতীয় মিডিয়া হুমড়ি খেয়ে পড়ে; ছবি তুলতে, সাক্ষাৎকার নিতে, লাইভ কভারেজ দিতে। কিন্তু মুসলিম বাংলায় লাখো লোক সমাগম হলেও পেপার-পত্রিকার কোনায়ও তার স্থান হয় না।
সেদিন সাইয়েদ মাদানী (দা. বা.) গিয়েছিলেন মুজাফ্ফর নগরে দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারকে ঘর-বাড়ি পুর্ননির্মাণ এবং তাঁদেরকে নগদ আর্থিক সহযোগিতা দিতে, সেখানেই শত শত মিডিয়া তাঁর সম্মুখে নতজানু হয়ে বসে পড়ে, সুবহানাল্লাহ। আফসোস, হিন্দু ভারতে মুসলমান আর ওলামায়ে কেরাম যতটুকু স্বাধীন তার সিকিও মুসলিম বাংলাদেশে মুসলমানদের নেই, ওলামায়ে কেরামের নেই। স্বাধীনতার আত্মমানসিকতাও তাদের নেই। গোলামি, লেজুড়বৃত্তিই তাদের একমাত্র মানসিকতা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন