বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

একদিন শাইখ ইবন উসাইমীন

একদিন শাইখ ইবন উসাইমীন তাঁর কিছু ছাত্রসহ মাসজিদের পাশে দাঁড়িয়ে ছিলেন, যারা তাঁকে প্রশ্ন করছিলো আর ধর্মীয় কিছু বিষয় নিয়ে আলাপ করছিল। হঠাৎ একটি বিলাসবহুল গাড়ি এসে থামলো আর ড্রাইভার নেমে শাইখকে গাড়ির চাবি দিয়ে বললেন,
"অমুক ব্যক্তির পক্ষ থেকে এই গাড়িটি আপনার জন্য হাদিয়া"।
শাইখ না করে দিলেন, কিন্তু ড্রাইভার জোরাজুরি করতে লাগলেন যতক্ষণ না শাইখ চাবিটি নিয়ে নিলেন। এরপর ড্রাইভার অন্য একটি গাড়িতে উঠে পড়লেন আর চলে গেলেন।
শাইখ এরপর চাবিটি হাতে নাড়তে নাড়তে ছাত্রদের সাথে আলাপ চালিয়ে গেলেন আর গাড়িটির দিকে ফিরেও তাকালেন না। হঠাৎ একজন যুবক হাজির হল আর তাঁকে অভিবাদন জানিয়ে বলল,
"হে শাইখ, আজ সন্ধ্যায় আমার নিকাহ, তাই আমি চাই আপনি আসুন।"
কিন্তু শাইখ মাফ চেয়ে নিলেন কারণ তিনি সেই সন্ধ্যায় অন্য কিছু কাজে আগে থেকেই সময় দিয়েছিলেন। যাই হোক, যুবকটি জোরাজুরি করতে লাগলো। তো শাইখ খুব বিনয়ের সাথে তাঁর অন্য কাজগুলো কারণে যে আসতে পারছেন না, তা বুঝিয়ে দিয়ে বললেন,
"এই গাড়ির চাবিটি নাও, এটা আমার তরফ থেকে তোমার জন্য হাদিয়া।"
যুবকটি গাড়িটি নিয়ে চলে গেল আর শাইখ তাঁর ছাত্রদের দিকে ফিরে আলাপ চালিয়ে গেলেন যেন কিছুই হয় নি।
(বর্ণনা করেছেন শাইখ ফাহাদ ইবন আব্দিল্লাহ আস সুনাইদ)
[রেফারেন্স: আদ দুর আস সামিন ফী তারজামাতি ফাকীহিল উম্মাহ আল - আল্লামা ইবন উসাইমীন - ২১৮ পৃষ্ঠা]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন