বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

পয়গম্বরী রূহ আল্লাহ’র নূরের ঝলক বা দীপ্তি—বললেন, ইমাম আবুল হাসান আশ’আরী (রহ)

আল্লামা ইমাম আবুল হাসান আল-আশ’আরী (রহ)-এর নামে রেজভিদের বিভ্রান্তির জবাব:
আল্লামা ইমাম আবুল হাসান আল-আশ’আরী (রহ) [জন্ম-মৃত্যু ২৬০-৩২৪ হিজরী] তিনি “মাতালেউল মেরাত শরহে দালায়েলুল খায়রাত” কিতাবে রাসূলেপাক (সা)-এর রূহ মুবারককে (সম্মানসুচক) আল্লাহ তায়ালার নূরের ঝলক বা দীপ্তি বলেছেন। কিতাবের ভাষ্য অনুযায়ী :
انه تعالي نور ليس كالانوار و روح النبوية القدسية لمعة من نوره والملائكة شرار تلك الانوار
সঠিক অনুবাদ : নিশ্চয় আল্লাহ তায়ালা তিনি হলেন নূর, তবে সৃষ্ট নূরের মত নয়। আর পবিত্রতম পয়গম্বরী রূহ হল ওই নূরেরই ঝলক বা দীপ্তি এবং ফেরেশতারা হলো সৃষ্ট নূর সমূহের পুলকি।”
Note :
>< উপরিউক্ত বাক্যাংশ দ্বারা কতিপয় জ্ঞানপাপী রাসূলেপাক (সা)-এর শরীর মুবারক নূরের সৃষ্ট বলার সুযোগ খোঁজে।

আমি তাদের স্পষ্ট জানিয়ে দিতে চাই যে সেখানে আল্লামা আশআরী (রহ) পয়গম্বরী রূহের বৈশিষ্ট্যাবলী উল্লেখ করেছেন। তার সাথে পয়গম্বরী শরীর কিসের সৃষ্টি তার প্রসংগ টেনে আনার উদ্দেশ্য কী?
তাছাড়া উনার বক্তব্য হল روح النبوية তথা পয়গম্বরী রূহ মুবারক। কিন্তু এখানে শব্দটির অর্থ কি শুধু শেষ নবীর সাথে খাস, নাকি সামগ্রিক ভাবে সকল নবী রাসূলকেও বুঝায়? নিশ্চয়ই শব্দাংশটি সামগ্রিক ভাবে সকল নবী রাসূলকেও বুঝাবে।
মন্তব্য : প্রবাদবাক্য,অল্প বিদ্যা ভয়ংকর। রেজভীরা ভাল ভাবে দেখেশুনে অর্থ করেনা। বাবের খাছিয়ত,শব্দের ব্যাকরণসিদ্ধ অর্থ ও সিয়াকে কালাম আর সালফে সালেহীনের মতামত প্রভৃতি বিষয় বুঝেশুনে অনুবাদ করা জুরুরি। ভুল অনুবাদ আর মতলবসিদ্ধ তরজুমা করলে শুধু নিজের আকিদা নয়, বরং গোটাজাতির আকিদা নষ্ট হবার সম্ভাবনা থাকে।
আশাকরি আপনাদের ভুলটি এবার আরো ভালভাবে অনুধাবন করতে সক্ষম হবেন!
আপনাদের খেদমতে নূরের সৃষ্ট সম্পর্কিত দলিল ভিত্তিক প্রায় ১০টি লেখার লিংক পেশ করছি। সবগুলো লিংক একত্রে দেখতে নিচের লিংকে ক্লিক করুন-
ধন্যবাদ সবাইকে। লেখক, প্রিন্সিপাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন