ইবনে মাসউদ (রা) হতে বর্ণিত হাদিসটির সনদে বিদ্যমান একজন রাবীকে (মূসা ইবনে সাহাল ) ইমাম ইবনে যওজী (রহ) মাজহূল বা অপরিচিত বলে মত ব্যক্ত করায় এক শ্রেণীর সুন্নী নামধারী অবিশ্বাসী রেজভীরা হাদিসটির সনদ সম্পর্কে তিল তাল করে চর্বিত চর্বণ করে থাকে, যা প্রকৃতপক্ষে তাদের সত্য গ্রহণ করার অমানুষিকতারই প্রমাণ বহন করছে।
অথচ আমরা আগেই বলে এসেছি যে, ওই হাদিসটি ভিন্ন ভিন্ন আরো একাধিক সনদে বর্ণিত থাকার প্রমাণ রয়েছে। সেখানে বিদ্যমান রাবী তথা বর্ণনাকারীদের সবাই সেকাহ (বিশ্বস্ত) এবং নির্ভরযোগ্য। সেখানে প্রখ্যাত হাদিস বিশারদদের কেউ কোনো রাবী সম্পর্কে ভিন্নমত পোষণ করার কোনো প্রমাণ নেই।
বিশিষ্ট সাহাবী হযরত আবু হোরায়রা (রা) হতে বর্ণিত নিচের হাদিসটি তন্মধ্যে অন্যতম।
হাদিসের মর্মার্থ :
রাসূল (সা) যে মাটি হতে সৃষ্ট সে একই মাটি হতে হযরত আবু বকর আর উমর (রাদিয়াল্লাহু আনহুমা) তাঁরাও সৃষ্ট। (সুবহানাল্লাহ)
→ প্রথমে হাদিসের সনদ অতপর হাদিসের তরজুমা :
হাদিসটির দ্বিতীয় আরেকটি সনদ বা বর্ণনা সূত্র নিম্নরূপ
↑
প্রখ্যাত ঊলূমে হাদিস বিশেষজ্ঞ ইমাম শায়খ আবু নোয়াঈম আল- ইস্ফাহানী (রহ) [মৃত ৪৩০হিজরী]
↓
কাজি মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইবরাহিম আল-আহওয়াযী (রহ) ।
↓
মুহাম্মদ ইবনে নো’আঈম (রহ) ।
↓
আবু আছিম ইবনে নাবীল আল-বসরী (আলাইহির রাহমাহ)।
↓
আবু আওন (রহ) ।
↓
মুহাম্মদ ইবনে শিরীণ (রহ) ।
↓
হযরত আবু হোরায়রা (রাদিয়াল্লাহু আনহু) ।
↓
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
[আরবী সনদ] ↓
ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺍﻟْﻘَﺎﺿِﻲ ﻣُﺤَﻤَّﺪُ ﺑْﻦُ ﺇِﺳْﺤَﺎﻕَ ﺑْﻦِ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ ﺍﻟْﺄَﻫْﻮَﺍﺯِﻱُّ ﻗَﺎﻝَ: ﺛﻨﺎ ﻣُﺤَﻤَّﺪُ ﺑْﻦُ ﻧُﻌَﻴْﻢٍ، ﻗَﺎﻝَ : ﺛﻨﺎ ﺃَﺑُﻮ ﻋَﺎﺻِﻢٍ، ﻗَﺎﻝَ: ﺛﻨﺎ ﺍﺑْﻦُ ﻋَﻮْﻥٍ، ﻋَﻦْ ﻣُﺤَﻤَّﺪِ ﺑْﻦِ ﺳِﻴﺮِﻳﻦَ، ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ، ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ :
হাদিসের মতন :
↓↓
« ﻣَﺎ ﻣِﻦْ ﻣَﻮْﻟُﻮﺩٍ ﺇِﻟَّﺎ ﻭَﻗَﺪْ ﺫُﺭَّ ﻋَﻠَﻴْﻪِ ﻣِﻦْ ﺗُﺮَﺍﺏِ ﺣُﻔْﺮَﺗِﻪِ» ﻗَﺎﻝَ ﺃَﺑُﻮ ﻋَﺎﺻِﻢٍ: ﻣَﺎ ﺗَﺠِﺪُ ﻟِﺄَﺑِﻲ ﺑَﻜْﺮٍ، ﻭَﻋُﻤَﺮَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠﻪِ ﺗَﻌَﺎﻟَﻰ ﻋَﻨْﻬُﻤَﺎ ﻓَﻀِﻴﻠَﺔً ﻣِﺜْﻞَ ﻫَﺬِﻩِ ﻟِﺄَﻥَّ ﻃِﻴﻨَﺘَﻬُﻤَﺎ ﻣِﻦْ ﻃِﻴﻨَﺔِ ﺭَﺳُﻮﻝِ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻫَﺬَﺍ ﺣَﺪِﻳﺚٌ ﻏَﺮِﻳﺐٌ ﻣِﻦْ ﺣَﺪِﻳﺚِ ﺍﺑْﻦِ ﻋَﻮْﻥٍ ﻋَﻦْ ﻣُﺤَﻤَّﺪٍ، ﻟَﻢْ ﻧَﻜْﺘُﺒْﻪُ ﺇِﻟَّﺎ ﻣِﻦْ ﺣَﺪِﻳﺚِ ﺃَﺑِﻲ ﻋَﺎﺻِﻢٍ ﺍﻟﻨَّﺒِﻴﻞِ ﻋَﻨْﻪُ، ﻭَﻫُﻮَ ﺃَﺣَﺪُ ﺍﻟﺜِّﻘَﺎﺕِ ﺍﻟْﺄَﻋْﻠَﺎﻡِ ﻣِﻦْ ﺃَﻫْﻞِ ﺍﻟْﺒَﺼْﺮَﺓ
অনুবাদ, হযরত আবু হোরায়রা (রা) হতে বর্ণিত হয়েছে, রাসূল (সা) ইরশাদ করেছেন, প্রত্যেক নবজাতক শিশুর (খামিরের) উপর তার কবরের মাটি নিয়ে আসা হয়। (বিশিষ্ট রাবী) আবু আছিম বলেন, তুমি আবু বকর আর উমরের (রাদিয়াল্লাহু আনহুমা) জন্য এ রকম সম্মান আর মর্যাদার (কারণ অন্য কোনো ভাবে) পাবেনা যে, রাসূল (সা) যে মাটি হতে সৃষ্ট সে একই মাটি হতে হযরত আবু বকর আর উমর (রাদিয়াল্লাহু আনহুমা) তাঁরাও সৃষ্ট। (বর্ণনাকারি বলেছেন) হাদিসটি গরিব। মুহাম্মদ ইবনে আবু নাঈমের সূত্রে ইবনে আওন হতে হাদিসটি বর্ণিত হয়েছে। আমি আবু আছিম আন-নাবীল হতেই এটি বর্ণনা করেছি। যিনি বসরার অধিকতর জ্ঞানী ও বিশ্বস্ত রাবীদের মধ্যে অন্যতম।”
তথ্যসূত্র:
ইমাম শায়খ আবু নোয়াঈম আল-ইস্ফাহানী (রহ) [মৃত ৪৩০হিজরী] সংকলিত হাদিসের কিতাব ﺣﻠﻴﺔ ﺍﻷﻭﻟﻴﺎﺀ ﻭﻃﺒﻘﺎﺕ ﺍﻷﺻﻔﻴﺎﺀ খণ্ড নং ২, পৃষ্ঠা নং ২৮০ দ্রষ্টব্য।
লিখেছেন, প্রিন্সিপাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন