রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭

আমরা হেদায়াত খুঁজি বইয়ের পাতায়! নির্দিষ্ট শায়খের ‘বক্তৃতায়’!


আমরা হেদায়াত খুঁজি বইয়ের পাতায়! নির্দিষ্ট শায়খের ‘বক্তৃতায়’! ফেসবুকের স্ট্যাটাসে! অাল্লাহর কাছেও হয়তো হেদায়াত খুঁজি! কিন্তু বই-বক্তব্য আর স্ট্যাটাসে যেভাবে খুঁজি, সেভাবে কি আল্লাহর কাছে খুঁজি?  কেউ কেউ বলেন, এত দলের মধ্যে সত্যটা খুঁজে পাওয়া দুস্কর! কী করি বলুন তো? আপনি দুই রাকাত সালাত আদায় করে, এই দু‘আখানা নিয়মিত অনবরত পড়তে থাকুন!
.
কিছুদিন যাওয়ার পর:
-কী ভাই! কিছুতো হলো না!
-দু‘আটা পড়ছেন নিয়মিত?
-পড়েছিলাম তো!
-তারমানে এখন পড়েন না!
.
আরেকজন বললো:
-দু‘আ পড়তে বলছেন, পড়বো! কিন্তু আমি জানি:
= ওই ‘চিন্তার’ লোকেরা ভ্রষ্ট!
-যদি জানেন-ই তাহলে দু‘আ চাইলেন কেন?
.
আমি নিশ্চিত, কেউ যদি নিয়মিত দু‘আখানা পড়তে থাকে! তার মধ্যে ভ্রান্তির অবকাশ থাকতে পারে না। আল্লাহ তা‘আলা তাকে ভ্রান্তি বা ভুল চিন্তার নিগড়ে বন্দী করে রাখতে পারেন না। 
.
ইয়া রাব! যেহেতু আপনি আমাদেরকে হেদায়াত দান করেছেন, এরপর আমাদের অন্তরে আর বক্রতা সৃষ্টি করবেন না। একান্তভাবে আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন! নিশ্চয়ই আপনিই অসীম দানশীল! 
আলে ইমরান: ৮


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন