শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭

মুহুর্তেই হাসতে পারে, আবার মুহুর্তেই কাঁদতে পারে


ইমাম শা'বী রহ. বলেন, ক্বাযী শুরাইহ রহ.- এর কাছে একজন নারীলোক আগমন করে এক পুরুষ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করলো। ক্বাযীর দরবারে এসে নারীটি চোঁখ ভাসিয়ে কান্না জুড়ে দিলো! শা'বী রহ.- বলেন, আমি বললাম, হে আবু উমাইয়া! আমার ধারণা এই নারী নির্যাতিতা। 

ক্বাযী শুরাইহ রহ. বললেন, ইউসুফ আ: এর ভাইয়েরাও বিকেলবেলা কেঁদে কেঁদে তাদের পিতার কাছে আগমন করেছিলো।
.
.
এই কাহিনী আমায় একটি কথা স্মরণ করিয়ে দিলো। আমার শ্রদ্ধেয় ছোটোমামা M N Zaman Najmu একদিন কথা প্রসংগে বলেছিলেন, দুনিয়াতে এমন কোনো প্রজাতি নেই, যে প্রজাতি এক টিপাতেই চোঁখের পানি বের করে ফেলতে পারে। যদি থাকে, তাহলে সে প্রজাতি হলো নারী প্রজাতি! 
.
.
সত্যিই নারীদের ছলনা বুঝা বিষমধায়! এরা মুহুর্তেই হাসতে পারে, আবার মুহুর্তেই কাঁদতে পারে! শুধু কান্না নয়; বিলাপ করে কাঁদতে পারে! অথচ, এই কান্না মেকি! আল্লাহ রাব্বুল আ'লামীন সূরা ইউসুফে বলেই দিয়েছেন, 'নিশ্চয় তোমাদের (নারীদের) ছলনা মারাত্নক!'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন